BSNL Rs 666 Plan: ২২০জিবি ডেটার অফার নিয়ে এসে জিও, এয়ারটেল, ভোডাফোনের প্ল্যান ভেস্তে দিল বিএসএনএল!

BSNL New Recharge Plan: ১১০ দিন ধরে ২জিবি করে ইন্টারনেটের অফার ধরলে, এই প্ল্যানটিতে আপনি সব মিলিয়ে ২২০জিবি ডেটা পেয়ে যাবেন, যা এই মুহূর্তে রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া কারও কাছে নেই।

BSNL Rs 666 Plan: ২২০জিবি ডেটার অফার নিয়ে এসে জিও, এয়ারটেল, ভোডাফোনের প্ল্যান ভেস্তে দিল বিএসএনএল!
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 10:19 PM

বিএসএনএল (BSNL) একটু দেরি করেই বিভিন্ন রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে আসে। তবে হালফিলে একাধিক নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে রাষ্ট্রায়ত্ত্ব এই টেলিকম সংস্থাটি। বিশেষ করে বেসরকারি টেলিকম সংস্থাগুলি যখন তাদের বিভিন্ন প্ল্যানের খরচ বাড়াচ্ছে, তখন আকর্ষণীয় কিছু প্ল্যান নিয়ে এসে তাক লাগিয়েছে সরকারি বিএসএনএল। সম্প্রতি এই টেলিকম সংস্থাটি একটি দুরন্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে, যার ভ্যালিডিটি ১১০ দিন এবং এই সমগ্র ভ্যালিডিটি পিরিওডে ইউজারদের প্রতিদিন ২জিবি (2GB Data) করে হাই-স্পিড ডেটা অফার করা হবে। প্ল্যানটির জন্য ইউজারদের ৬৬৬ টাকা খরচ করতে হবে। বিএসএনএল-এর কাছে আরও একটি ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান ছিল। তবে নতুন প্ল্যানের অফার পুরনোটির থেকে সম্পূর্ণ আলাদা। কী কী রয়েছে তাই একবার জেনে নেওয়া যাক।

বিএসএনএল ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল-এর এই ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানটি ১১০ দিনের জন্য বৈধ। সমগ্র ভ্যালিডিটি পিরিওডে ইউজাররা প্রতিদিন ২জিবি করে ডেলি ডেটা পেয়ে যাবেন। অতিরিক্ত অফারের মধ্যে এই প্ল্যানে থাকছে আনলিমিটেড ফ্রি ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, ফ্রি পিআরবিটি (রিংটোন), একটি ফ্রি জ়িং মিউজিক সাবস্ক্রিপশন এবং একটি ফ্রি হার্ডি গেমিং সার্ভিস। বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপ এবং বিএসএনএল রিচার্জ পোর্টাল থেকে ইউজাররা এই নতুন ৬৬৬ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। এখন এই ১১০ দিন ধরে ২জিবি করে ইন্টারনেটের অফার ধরলে, এই প্ল্যানটিতে আপনি সব মিলিয়ে ২২০জিবি ডেটা পেয়ে যাবেন, যা এই মুহূর্তে রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া কারও কাছে নেই।

এই রিচার্জ প্ল্যান সম্পর্কে আরও বিস্তারাতি তথ্য জানতে টোল ফ্রি নম্বর ১৫০৩ বা ৯৪১৪০২৪৩৬৫ নম্বরে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিন। কারণ, অনেক সময় বিএসএনএল-এর অনেক প্ল্যান দেশের সমস্ত সার্কেলে উপলব্ধ হয় না। কয়েকটি সীমিত মার্কেটের মধ্যেই সেগুলিকে নিয়ে আসা হয়। যদিও এই প্ল্যানটি বিএসএনএল-এর সমস্ত টেলিকম সার্কেলের জন্য উপলব্ধ হয়ে গিয়েছে।

সম্প্রতি এই টেলিকম সংস্থাটি ৪৯৯ টাকারও একটি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। সেই প্ল্যানেও গ্রাহকদের প্রতিদিন ২জিবি করে ডেটা, ১০০টি করে এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে, ট্রুলি আনলিমিটেড ভয়েস কলিং, বিএসএনএল টিউনস এবং জ়িং-এর ফ্রি অ্যাক্সেস অফার করা হয়। এই ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ৯০ দিন বা প্রায় তিন মাস।

সম্প্রতি বিভিন্ন প্ল্যান লঞ্চ করার মধ্যে দিয়ে গ্রাহকদের আর একবার নজরে আসতে পেরেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। পরিসংখ্যান বলছে, একদিকে যেমন সংস্থাটি নিজেদের সাবস্ক্রাইবার বেস বাড়াতে সক্ষম হয়েছে, তেমনই আবার বেড়েছে সংস্থাটির রিচার্জ প্ল্যানের বিভিন্ন ক্যাটেগরি। সম্প্রতি বাজেটে বিএসএনএল-এর ৪জি পরিষেবা রোলআউট করার জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই সব দিক মিলিয়ে বিএসএনএল যে আগামী দিনে ঘুরে দাঁড়াতে চলেছে, তা নিয়ে আর কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: বিএসএনএল ভ্যানিটি নম্বরের তুঙ্গে চাহিদা, আপনারও দরকার নাকি? কী ভাবে পাবেন?

আরও পড়ুন: একই খরচে রিলায়েন্স জিও-র থেকে ৪৫২জিবি অতিরিক্ত ডেটা অফার করছে বিএসএনএল

আরও পড়ুন: দু’দিন বিনামূল্যে কলিং ও ডেটার অফার রিলায়েন্স জিও-র, আপনার জন্যও?