45,000 টাকায় GoPro Hero 12 Black হাজির, ভ্লগিংয়ের সেরা ক্যামেরা
GoPro Hero 12 Black অ্যাকশন ক্যামেরার দাম 45,000 টাকা এবং Hero 12 Black ক্রেটার এডিশনের দাম রাখা হয়েছে 65,000 টাকা। 6 সেপ্টেম্বর থেকেই এই অ্যাকশন ক্যামেরার প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।
GoPro ভারতের বাজারে ফের একটি দুর্দান্ত অ্যাকশন ক্যামেরা লঞ্চ করেছে, যার নাম Hero 12 Black। গত বার যে Hero 11 ব্ল্যাক এডিশনটি নিয়ে আসা হয়েছিল, তার সঙ্গে নতুন Hero 12 Black এর অনেকাংশেই মিল রয়েছে। তবে পারফরম্যান্স এবং সফটওয়্যার সংক্রান্ত কিছু আপগ্রেডেশন দেওয়া হয়েছে নতুন গো প্রো ক্যামেরাটিতে। আপনি যখন এই Hero 12 Black ক্যামেরার সাহায্যে 5.3K রেজ়োলিউশনে 60fps রেটে ভিডিয়ো রেকর্ড করবেন, তখন ক্যামেরাটি আগের তুলনায় দ্বিগুণ ব্যাটারি পারফরম্যান্স দিতে পারবে। ক্যামেরার ইউজ়ার ইন্টারফেস নতুন করা হয়েছে, যার ফলে Hero 12 Black ক্যামেরাটি আরও ইউজ়ার-ফ্রেন্ডলি হয়েছে এবং আরও একটা বড় অংশের ব্যবহারকারীর জন্য অ্যাক্সেসেবলও হতে চলেছে।
GoPro Hero 12 Black: কত দাম
GoPro Hero 12 Black অ্যাকশন ক্যামেরার দাম 45,000 টাকা এবং Hero 12 Black ক্রেটার এডিশনের দাম রাখা হয়েছে 65,000 টাকা। 6 সেপ্টেম্বর থেকেই এই অ্যাকশন ক্যামেরার প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। অ্যামাজ়ন, ফ্লিপকার্ট, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল এবং বিজয় সেলসের মতো একাধিক অনলাইন রিটেল পার্টনারদের কাছ থেকে অ্যাকশন ক্যামেরাটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
GoPro Hero 12 Black: ফিচার ও স্পেসিফিকেশন
GoPro Hero 12 Black অ্যাকশন ক্যামেরায় রয়েছে একটি 2.27 ইঞ্চির মেইন LCD এবং 1.4 ইঞ্চির LCD ডিসপ্লে। অত্যন্ত শক্তিশালী একটি 1720mAh এন্ডুরো রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে এতে। এর এক্সটিরিয়ারটি সামান্য পরিবর্তিত হয়েছে। Hero 12 Black অ্যাকশন ক্যামেরার কভারে এখন কিছু টেক্সচার দেওয়া হয়েছে, যা ক্যামেরাটিকে রাগড্ এবং স্পোর্টি লুক দিয়েছে। উপরের অংশে ট্রাইপডের জন্য রয়েছে বিল্ট-ইন মাউন্ট। একটি USB-C চার্জিং পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে ক্যামেরাটি।
পারফরম্যান্সের জন্য এই গো প্রো ক্যামেরায় দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব GP2 প্রসেসর। পাশাপাশি আগের মতোই 1.1.9 ইঞ্চির সেন্সর দেওয়া হয়েছে, যা সবার প্রথম GoPro Hero 11 Black-এ দেওয়া হয়েছিল। তবে হার্ডওয়্যার একই রেখে এই অ্যাকশন ক্যামেরার ইউজ়ার এক্সপিরিয়েন্স এবং পারফরম্যান্স আরও উন্নত করা হয়েছে।
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, GoPro Hero 12 Black অ্যাকশন ক্যামেরাটি এখন 70 মিনিটের রেকর্ডিং টাইম দিতে পারে, যা এখন 5.3K60 রেটে হাইপারস্মুধ 6.0 অফার করে। এমনকি, ক্যামেরাটি 120 fps-এ 4K রেকর্ডিং সাপোর্ট করে। তার ফলে পার চার্জে এই ক্যামেরা 58 মিনিটের দীর্ঘ ভিডিয়ো নাগাড়ে রেকর্ড করতে পারে।
এখন এই ক্যামেরার সঙ্গে GoPro ভিডিয়োর জন্য HDR সাপোর্টও যোগ করেছে, যা এর আগে কেবলই Hero 11 Black এর জন্য সীমাবদ্ধ ছিল। ইউজ়াররা HDR মোডে 5.3K ভিডিয়ো রেকর্ড করতে পারেন এবং 27MP HDR ফটো তুলতে পারেন। এর ফলে আরও নিখুঁত ভাবে ভিডিয়ো উঠবে এবং বিভিন্ন রংও ভাল করে ফুটে উঠবে।