HAMMER Active 2.0 ও Cyclone দুই চমৎকার স্মার্টওয়াচ হাজির, দাম 1,299 টাকা ও 1,899 টাকা
HAMMER Cyclone স্মার্টওয়াচের দাম 1,299 টাকা এবং HAMMER Active 2.0 স্মার্টওয়াচটির দাম 1,899 টাকা। 15 জুলাই থেকেই এই স্মার্টওয়াচের বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে ভারতে। HAMMER এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজ়ন থেকে এই স্মার্টওয়াচ ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Hammer ভারতে তার ওয়্যারেবল ক্যাটেগরি আপডেট করল দুটি দুর্ধর্ষ স্মার্টওয়াচ দিয়ে। তার একটি গোলাকার ডায়ালের এবং অপরটি চৌকো। নতুন Hammer স্মার্টওয়াচ দুটির নাম Active 2.0 এবং Cyclone। অ্যামাজ়ন প্রাইম ডে সেল উপলক্ষ্যেই এই স্মার্টওয়াচ দুটি নিয়ে আসা হয়েছে। অ্যান্ড্রয়েড এবং iOS দুই প্ল্যাটফর্মেই চলবে স্মার্টওয়াচটি। এদের মধ্যে HAMMER Cyclone স্মার্টওয়াচের দাম 1,299 টাকা এবং HAMMER Active 2.0 স্মার্টওয়াচটির দাম 1,899 টাকা। 15 জুলাই থেকেই এই স্মার্টওয়াচের বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে ভারতে। HAMMER এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজ়ন থেকে এই স্মার্টওয়াচ ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
HAMMER Active 2.0: স্পেসিফিকেশন
এই স্মার্টওয়াচে রয়েছে বেশ বড় একটি 1.95 ইঞ্চির IPS ডিসপ্লে, যার রেজ়োলিউশন 240×240 পিক্সেল, ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করে এবং IP67 ওয়াটার রেজ়িস্ট্যান্স রেটিং প্রাপ্ত। ইন-অ্যাপ জিপিএস থেকে শুরু করে ওয়েদার আপডেট, পেডোমিটার, ক্যামেরা কন্ট্রোল, স্মার্টওয়াচ, ইন-অ্যাপ গেমস এবং মিউজ়িক কন্ট্রোলের মতো একাধিক জরুরি ফিচার্স রয়ছে এই স্মার্টওয়াচে।
অ্যাসোসিয়েটেড অ্যাপ, মাসওয়্যার, যার মধ্যে রয়েছে স্লিপ মনিটরিং, হার্ট রেট ট্র্যাকিং, SpO2, টেম্পারেচার মেজ়ারমেন্টের মতো একাধিক কম্প্রিহেনসিভ হেলথ ট্র্যাকিং ফিচার্ রয়েছে স্মার্টওয়াচটিতে। ইউজাররা এই ঘড়ির সঙ্গে তাঁদের Active 2.0 এক্সপিরিয়েন্স পার্সোনালাইজ় করতে পারবেন, যাতে প্রায় 100-রও বেশি ওয়ালপেপার এবং 60টিরও বেশি স্পোর্টস মোডের অ্যাক্সেস রয়েছে।
HAMMER Cyclone: স্পেসিফিকেশন
এই সাইক্লোন স্মার্টওয়াচটিতে রয়েছে 1.39 ইঞ্চির রাউন্ড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60Hz এবং রেজ়োলিউশন 360×360 পিক্সেলস। ডিসপ্লেটির ব্রাইটনেস 600 nits। মেটালিক বডি, চারটি ভিন্ন রঙে ডিটাচেবল স্ট্র্যাপ এবং সিকিওর পাসওয়ার্ড প্রোটেকশনের মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। অতিরিক্ত বৈশিষ্ট্যের দিক থেকে এই ঘড়িতে ব্লুটুথ 5.2 কানেকশন, বিল্ট-ইন স্পিকার এবং এনহ্যান্সড কলিং এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে মাইক্রোফোন।
আগের ঘড়িটির মতোই এতেও রয়েছে একগুচ্ছ হেলথ ট্র্যাকিং ফিচার্স, একটি ডেডিকেটেড ফিমেল হেলথ ট্র্যাকার এবং একাধিক স্পোর্টস মোড, যা ফিটক্লাউডপ্রো অ্যাপে চালিত। বেসিক ফিচারের মধ্যে রয়েছে পেডোমিটার, ক্যামেরা কন্ট্রোল, ওয়েদার আপডেট, টাইমার, ইন-অ্যাপ গেমস এবং মিউজ়িক কন্ট্রোল।
