Instagram DM: ইনস্টাগ্রামে মিউট করা ডিএম বা ডিরেক্ট মেসেজ পাঠাবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 13, 2022 | 2:32 PM

ইনস্টাগ্রামে একজন ইউজার অন্য ইউজারকে ডিএম বা ডিরেক্ট মেসেজের মাধ্যমে ছবি, ভিডিয়ো, রিলস সবই পাঠাতে পারেন।

Instagram DM: ইনস্টাগ্রামে মিউট করা ডিএম বা ডিরেক্ট মেসেজ পাঠাবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি
বেশ সহজেই ইনস্টাগ্রামে এই মিউটেড ডিরেক্ট মেসেজ পাঠানো যায়।Photo Credit: BBC

Follow Us

একুশ শতকের সমাজ ভীষণ ভাবে সোশ্যাল মিডিয়া (Social Media) ভিত্তিক। ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমের। আর এই তালিকায় উপরের দিকেই রয়েছে ইনস্টাগ্রাম (Instagram)। মেটা অধিকৃত এই অ্যাপের মাধ্যমে ইউজাররা ফটো, ভিডিয়ো শেয়ার করার পাশাপাশি আরও অনেক সুযোগই পেয়ে থাকেন। যেমন- ইনস্টাগ্রামে রিলস (Instagram Reels) বানানো যায়। এই রিলস আজকাল সকলেরই প্রিয়। তারকা থেকে আমজনতা, আট থেকে আশি ইনস্টাগ্রামের রিলে মজেছেন সকলেই। এই ইনস্টাগ্রামে আবার মেসেজও পাঠানো যায়। তার পোশাকি নাম ‘ডিএম’ বা ‘ডিরেক্ট মেসেজ’ (Instagram Direct Message)। অনেক সময়েই হয় যে আপনি হয়তো অন্য একজন ইনস্টাগ্রাম ইউজারকে একটা ডিএম পাঠাবেন, কিন্তু সেটা মাঝরাত বা অসময়ে। হয়তো সাধারণ মেসেজ এবং আপনি সেই ইউজারকে বিরক্ত করতে চান না। এদিকে ডিএম গেলেই তো নোটিফিকেশন ঢুকবে, আওয়াজ হবে।

এই সমস্যারও সমাধান রয়েছে। আপনি চাইলে কাউকে ডিএম পাঠাতে পারেন মিউট করে। তবে এক্ষেত্রে মিউট এবং সায়লেন্ট ডিরেক্ট মেসেজের পার্থক্য জেনে নেওয়া প্রয়োজন। মিউট মানে হল যাঁর কাছে মেসেজ যাচ্ছে তিনি নিজেই নোটিফিকেশনের আওয়াজ বন্ধ করে রেখেছেন। যেমন- আমরা অনেকসময় কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট মিউট করে রাখি বা কোনও পার্সোনাল চ্যাটও মিউট করে থাকি। এর আসল উদ্দেশ্য হল যখন তখন মেসেজ ঢুকলে নোটিফিকেশনের আওয়াজে যেন বিরক্তি না লাগে। আর সায়লেন্ট ডিএম হল যিনি মেসেজ পাঠাবেন তিনিই শব্দ বন্ধ করে পাঠাবেন, যাতে অন্য ইউজারের ফোনে মেসেজ ঢুকলেও নোটিফিকেশনের কোনও শব্দ না হয়। অনেকসময়েই আমরা বেশ উদ্ভট সময়ে বন্ধুবান্ধবকে সাধারণ মেসেজ পাঠাই ইনস্টাগ্রামে, যা হয়তো তেমন গুরুত্বপূর্ণ নয়। সেক্ষেত্রে এই মিউট ডিএম অপশন বেশ কার্যকরী।

ইনস্টাগ্রামে একজন ইউজার অন্য ইউজারকে ডিএম- এর মাধ্যমে ছবি, ভিডিয়ো, রিলস সবই পাঠাতে পারেন। এবার জেনে নেওয়া যাক কীভাবে সায়লেন্ট ডিরেক্ট মেসেজ পাঠানো সম্ভব। বেশ সহজেই এই মেসেজ পাঠানো যায়।

স্টেপ ১- প্রথমে আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন

স্টেপ২- এবার ইনস্টাগ্রাম অ্যাপের উপরে ডানদিকের কোণে থাকা ‘ডিএম’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩- তৃতীয় ধাপে বেছে নিতে হবে সেই ইউজারের নাম যাঁকে আপনি মেসেজ পাঠাতে চান।

স্টেপ ৪- এবার আপনার মেসেজের আগে লিখে দিন @silent। অর্থাৎ প্রথমে @silent লিখে একটা স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে। তাহলে ওই ইউজারের কাছে মেসেজ তো পৌঁছে যাবে, কিন্তু কোনও নোটিফিকেশনের শব্দ হবে না।

আরও পড়ুন- Smartwatch Market India: দেশের স্মার্টওয়াচ মার্কেটের লং জাম্প! ২৭৪% বৃদ্ধি, চিনাদের হার মানিয়ে শীর্ষে দেশি বোট-নয়েজ়

আরও পড়ুন- WhatsApp New Call Interface: বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ কল! নতুন লুক কেমন হচ্ছে, দেখে নিন

Next Article
Smartwatch Market India: দেশের স্মার্টওয়াচ মার্কেটের লং জাম্প! ২৭৪% বৃদ্ধি, চিনাদের হার মানিয়ে শীর্ষে দেশি বোট-নয়েজ়
BSNL Rs 666 Plan: ২২০জিবি ডেটার অফার নিয়ে এসে জিও, এয়ারটেল, ভোডাফোনের প্ল্যান ভেস্তে দিল বিএসএনএল!