Smartwatch Market India: দেশের স্মার্টওয়াচ মার্কেটের লং জাম্প! ২৭৪% বৃদ্ধি, চিনাদের হার মানিয়ে শীর্ষে দেশি বোট-নয়েজ়
No 1 Smartwatch Brand In India: সবার প্রথমে রয়েছে নয়েজ়, যাদের মার্কেট শেয়ার ২৭ শতাংশ। তার ঠিক পরেই রয়েছে বোট, তাদের মার্কেট শেয়ার ২৬ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চে বলা হয়েছে, দেশে যে ১০টি স্মার্টওয়াচ ২০২১ সালে বিক্রি হয়েছে, তার চারটিই নয়েজ়-এর।
২০২১ সালে ইতিহাস সৃষ্টি করেছে দেশের স্মার্টওয়াচ মার্কেট (India’s Smartwatch Market)। স্মার্ট উইয়্যারেবল সেগমেন্টে এ যাবৎকালে ভারতে সবথেকে বড় গ্রোথ চিহ্নিত হয়েছে, এক লাফে ২৭৪ শতাংশ। কাউন্টারপয়েন্টের রিসার্চ (Counterpoint Research) থেকে এমনই তথ্য জানা গিয়েছে। সবার প্রথমে রয়েছে নয়েজ় (Noise), যাদের মার্কেট শেয়ার ২৭ শতাংশ। তার ঠিক পরেই রয়েছে বোট, তাদের মার্কেট শেয়ার ২৬ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চে বলা হয়েছে, দেশে যে ১০টি স্মার্টওয়াচ ২০২১ সালে বিক্রি হয়েছে, তার চারটিই নয়েজ়-এর। এই সংস্থার সবথেকে জনপ্রিয় স্মার্টওয়াচ হয়েছে নয়েজ় কালারফিট প্রো টু। অন্য দিকে বোট এখনও পর্যন্ত মোট ১০টি স্মার্টওয়াচ লঞ্চ করেছে, কম বেশি প্রতিটি মডেলই প্রায় সমানতালে বিক্রি হয়েছে।
নয়েজ় এবং বোট-এর ঠিক পরেই রয়েছে ফায়ার বোল্ট। তৃতীয় স্থানাধিকারী এই স্মার্টওয়াচ ব্র্যান্ড বাজেট সেগমেন্টে এখনও পর্যন্ত মোট ২০টি মডেল লঞ্চ করেছে। চতুর্থ স্থানে রয়েছে রিয়েলমি, ২০২১ সালে যাদের বৃদ্ধির হার ২৩ শতাংশ। অনলাইন পার্টনারশিপের নিরিখে অনেকটাই এগিয়ে রিয়েলমি। সংস্থার ওয়াচ এস ঘড়িটি সবথেকে বেশি বিক্রি হয়েছে। পঞ্চম স্থানে রয়েছে অ্যামেজ়ফিট। এই সংস্থা নিজেদের গ্রোথ ৬৫ শতাংশ করতে সক্ষম হয়েছে। ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার প্রাইস ক্যাটেগরিতে সামগ্রিক শিপমেন্টের এক তৃতীয়াংশ অবদান অ্যামেজ়ফিট-এর। জিটিআর থ্রি, জিটিআর থ্রি প্রো এবং জিটিএস থ্রি – এই তিনটি মডেল দিয়ে পোর্টফোলিও রিফ্রেশ করেছে অ্যামেজ়ফিট।
এদিকে স্যামসাংও তার জনপ্রিয় মডেল গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ টু বিক্রি করে আগের থেকে দ্বিগুণ বৃদ্ধি লক্ষ্য করেছে। এই বৃদ্ধিতে সামগ্রিক শিপমেন্টের ১৬ শতাংশ অবদান রয়েছে সংস্থার খুব সম্প্রতি লঞ্চ হওয়া গ্যালাক্সি ওয়াচ ফোর সিরিজ়ের। অন্য দিকে অ্যাপল-এর গ্রোথ সে ভাবে নজরে আসেনি। সংস্থার ওয়াচ এসই ঘড়িটি সামগ্রিক শিপমেন্টের ৪৪ শতাংশ অবদান ধরে রাখতে পেরেছে। তবে অ্যাপল ওয়াচ সিরিজ় সেভেন-এর শুরুটা ভালই হয়েছে, ২০২১ সালের চতুর্থ কোয়ার্টারে ১০০,০০ ইউনিট শিপমেন্ট হয়েছে ঘড়িটি। রিয়েলমি-র আর একটি ব্র্যান্ড ডিজ়ো বাজেট সেগমেন্ট স্মার্টওয়াচ লঞ্চ করে টপ টেনের লিস্টে জায়গা করে নিয়েছে। সংস্থার ওয়াচ টু মডেলটি সবথেকে বেশি বিক্রি হয়েছে।
কাউন্টারপয়েন্ট-এর সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট অনশিকা জৈন বলছেন, “২০২০ সালে যেখানে ৫,০০০ টাকা বাজেটের স্মার্টওয়াচ সবথেকে বেশি শিপমেন্ট হয়েছিল, ঠিক সেখানেই ২০২১ সালে এই প্রাইস ক্যাটেগরিতেই ৮৬ শতাংশ শিপমেন্ট হয়েছে। ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকা বাজেটের স্মার্টওয়াচের একাধিক ফিচার্স যেমন, এসপিওটু, ব্লাড প্রেসার মনিটরিং, ভয়েস অ্যাসিস্ট্যান্স, বড় ডিসপ্লে – এগুলি এখন ২০০০ টাকা থেকে ৩০০০ টাকার প্রাইস ক্যাটেগরিতে চলেছে এসেছে। এমনকি হালফিলের ৫০০০ টাকা বাজেটের স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং থেকে ইসিজি-র মতো প্রিমিয়াম স্মার্টওয়াচের ফিচার্সও থাকছে।”
আরও পড়ুন: ভারতে লঞ্চ হওয়া নতুন এই স্মার্টওয়াচের দাম কত? কী কী ফিচারই বা রয়েছে…
আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে নয়েজ় কালারফিট পালস গ্র্যান্ড ফিটনেস ট্র্যাকার, দাম কত?