Redmi Smart Band Pro: রেডমি স্মার্ট ব্যান্ড প্রো লঞ্চ হল ভারতে, এক বার চার্জে ২০ দিন ব্যাটারি ব্যাকআপ, দাম মাত্র ৩,৪৯৯ টাকা

Price And Specifications: রেডমি স্মার্ট ব্যান্ড প্রো উইয়্যারেবলসে রয়েছে একাধিক স্মার্ট ও ফিটনেস ফিচার্সের সংমিশ্রণ, যা ইউজাররা পকেটবান্ধব বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। হালফিলের সমস্ত লেটেস্ট ফিচার্স এই স্মার্ট ব্যান্ডে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এর ব্যাটারিও অত্যন্ত শক্তিশালী।

Redmi Smart Band Pro: রেডমি স্মার্ট ব্যান্ড প্রো লঞ্চ হল ভারতে, এক বার চার্জে ২০ দিন ব্যাটারি ব্যাকআপ, দাম মাত্র ৩,৪৯৯ টাকা
রেডমি স্মার্ট ব্যান্ড প্রো।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 12:38 PM

ভারতীয়দের জন্য একটি দুর্দান্ত বাজেট স্মার্ট ট্র্যাকার নিয়ে হাজির হল রেডমি (Redmi), যার নাম রেডমি স্মার্ট ব্যান্ড প্রো (Redmi Smart Band Pro)। গত বুধবার ভারতের মার্কেটে লঞ্চ করা হয়েছে রেডমি-র লেটেস্ট ফিটনেস ব্যান্ড (Fitness Band)। এই রেডমি স্মার্ট ব্যান্ড প্রো উইয়্যারেবলসে রয়েছে একাধিক স্মার্ট ও ফিটনেস ফিচার্সের সংমিশ্রণ, যা ইউজাররা পকেটবান্ধব বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। হালফিলের সমস্ত লেটেস্ট ফিচার্স এই স্মার্ট ব্যান্ডে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এর ব্যাটারিও অত্যন্ত শক্তিশালী। ভারতে এই রেডমি স্মার্ট ব্যান্ড প্রো ফিটনেস ট্র্যাকারের দাম ৩,৪৯৯ টাকা।

দাম ও উপলব্ধতা

ভারতে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো ফিটনেস ট্র্যাকারটি লঞ্চ করা হয়েছে ৩,৯৯৯ টাকা দামে। তবে শুরুতে একটা সীমিত সময় পর্যন্ত মাত্র ৩,৪৯৯ টাকাতেই এই স্মার্ট ব্যান্ড গ্রাহকের কাছে পৌঁছে দেবে রেডমি ইন্ডিয়া। ১৪ ফেব্রুয়ারি ঠিক দুপুর ১২টা থেকে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো-র বিক্রিবাট্টা শুরু হবে। এমআই হোম, অ্যামাজন এবং দেশের বিভিন্ন অফলাইন স্টোর থেকেও এই ফিটনেস ট্র্যাকার ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

স্পেসিফিকেশনস

রেডমি স্মার্ট ব্যান্ড প্রো ফিটনেস ট্র্যাকারে রয়েছে একটি ১.৪৭ ইঞ্চির অ্যামোলেড টাচ ডিসপ্লে, যাতে অলওয়েজ় অন সাপোর্ট রয়েছে। স্ক্রিনের রেজ়োলিউশন ১৯৪x৩৬৮ পিক্সেলস এবং পিক্সেলস ডেন্সিটি ২৮২ পিপিআই। এই স্মার্ট ব্যান্ডে দেওয়া হয়েছে অ্যাপোলো ৩.৫ প্রসেসর। একগুচ্ছ ফিটনেস ফিচার্স রয়েছে রেডমি-র এই লেটেস্ট ফিটনেস ট্র্যাকারে।

মোট ১১০টি ওয়ার্কআউট মোডস রয়েছে এই স্মার্ট ব্যান্ডে। সেগুলির সবই ইন-বিল্ট, তালিকায় রয়েছে, রানিং, সাইক্লিং, জাম্পিং রোপ এবং রোয়িং মেশিন-সহ আরও একাধিক। তবে এখানেই শেষ নয়। রেডমি স্মার্ট ব্যান্ড প্রো ফিটনেস ট্র্যাকারে হার্ট-রেট ট্র্যাকিং, এসপিওটু সেন্সরের মাধ্যমে ব্লাড অক্সিজেন মনিটরিং, স্লিপ ট্র্যাকার-সহ একাধিক ফাংশনাল সেন্সর রয়েছে।

এই ফিটনেস ট্র্যাকার সেই সব ফোনের সঙ্গে পেয়ার করা যেতে পারে যাদের অ্যান্ড্রয়েড ৬.০ বা তার পরবর্তী এবং আইওএস ১০ ভার্সন বা তার বেশি অপারেটিং সিস্টেম রয়েছে। ব্লুটুথ ৫.০ প্রযুক্তির সাহায্য এটি ফোনের সঙ্গে পেয়ার করবে। এই স্মার্ট ব্যান্ডের দীর্ঘদিন স্থায়ীত্বের জন্য দেওয়া হয়েছে ৫ এটিএম রেটিং, যার সাহায্যে এটি ৫০ মিটার পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট।

দুর্ধর্ষ ব্যাটারি রয়েছে এই ফিটনেস ট্র্যাকারে, যা একবার চার্জ দিলে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাকআপ দিতে পারে। একটি ২০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ম্যাগনেটিক চার্জারের মাধ্যমে চার্জ করা হবে। রেডমি-র তরফ থেকে দাবি করা হচ্ছে, পাওয়ার সেভিং মোড অন করা থাকলে একবার চার্জে ২০ দিন লাগাতার ব্যাকআপ দিতে পারবে এউ স্মার্ট ব্যান্ডের ব্যাটারি।

আরও পড়ুন: রিলায়েন্স জিও-র ব্রাউজ়ারে যোগ হল নতুন সুরক্ষা ফিচার, বিজ্ঞাপনের জ্বালা থেকে রেহাই!

আরও পড়ুন: একসঙ্গে একাধিক কমেন্ট-কনটেন্ট ডিলিট করার ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম

আরও পড়ুন: দু’দিন বিনামূল্যে কলিং ও ডেটার অফার রিলায়েন্স জিও-র, আপনার জন্যও?