নন-স্মার্ট টিভিতে নেটফ্লিক্স দেখবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 19, 2021 | 10:45 PM

নন- স্মার্ট টিভিতে নেটফ্লিক্স দেখার জন্য এমন একটি টিভি প্রয়োজন যেখানে স্ক্রিন কাস্টিং সাপোর্ট রয়েছে।

নন-স্মার্ট টিভিতে নেটফ্লিক্স দেখবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, নন-স্মার্ট টিভিতে কীভাবে দেখবেন?

Follow Us

স্মার্ট টিভিতে ওটিটি প্ল্যাটফর্ম দেখা তো এখন প্রায় সকলেরই অভ্যাস। বিশেষ করে গত এক বছরে করোনার দাপট আর লকডাউনের গৃহবন্দি জীবনে এই অভ্যাস বেড়ে গিয়েছে। কিন্তু স্মার্ট টিভি ছাড়াও যে ওটিটি প্ল্যাটফর্ম দেখা যায়, তাও আবার নেটফ্লিকের ওয়েব কনটেন্ট, এটা বোধহয় অনেকেরই জানা নেই। সত্যি সত্যিই নন- স্মার্ট টিভিতেও নেটফ্লিক্স দেখা সম্ভব। চমকে না গিয়ে বরং জেনে নিন, কীভাবে দেখবেন।

নন-স্মার্ট টিভিতে নেটফ্লিক্সের কনটেন্ট দেখার জন্য কী কী করতে হবে?

স্টেপ ১- প্রথমে নিজের স্মার্টফোনে নেটফ্লিক্স অ্যাপ ডাউনলোড করুন। তারপর অ্যাকাউন্ট খুলে সাইন ইন করুন। যাঁদের ফোনে নেটফ্লিক্স আছেই তাঁরা নিজেদের নির্দিষ্ট অ্যাকাউন্টে লগ ইন করে নিন।

স্টেপ ২- সাইন ইন বা লগ ইন হয়ে গেলে স্ক্রিনের উপরে ডানদিকের কোণে একটি ‘কাস্ট’ আইকন দেখা যাবে। সেখানে সিলেক্ট করুন।

স্টেপ ৩- যে ডিভাইসে আপনি নেটফ্লিক্স দেখতে যান, এবার সেটা বেছে নিন। এক্ষেত্রে আপনি টিভির অপশন বেছে নেবেন।

স্টেপ ৪- এবার পছন্দসই কনটেন্ট বেছে নিয়ে প্লে করে দিন। সিনেমা, ওয়েব সিরিজ থেকে শুরু করে সমস্ত ধরনের কনটেন্টই দেখতে পাবেন আপনি।

নেটফ্লিক্স দেখার জন্য নন-স্মার্ট টিভিতে কী ফিচার থাকার প্রয়োজন? 

নন- স্মার্ট টিভিতে নেটফ্লিক্স দেখার জন্য এমন একটি টিভি প্রয়োজন যেখানে স্ক্রিন কাস্টিং সাপোর্ট রয়েছে। এই ফিচার ছাড়া আলাদা করে টিভিতে ইন্টারনেট বা অন্য কোনও অতিরিক্ত হার্ডওয়্যারের প্রয়োজন নেই। আলাদা করে কোনও রিচার্জ প্ল্যানও দরকার পড়বে না।

আরও পড়ুন- Father’s Day 2021: গ্যাজেট প্রেমী বাবাকে কী উপহার দেবেন? রইল ‘বাজেট ফ্রেন্ডলি’ উপহারের তালিকা

Next Article