47,279 টাকার HP Laptop ফ্লিপকার্টে এখন মাত্র 18,090 টাকায়, লুকে স্টাইলিশ, ওজনেও খুবই হাল্কা
HP 14s এই মুহূর্তের অত্যন্ত জনপ্রিয় ল্যাপটপ। এমনিতে ফ্লিপকার্টে ল্যাপটপটির দাম 47,279 টাকা। তবে আপনি তা পেয়ে যেতে পারেন মাত্র 18,090 টাকায়। কীভাবে এত কম দামে আপনি ল্যাপটপটি ক্রয় করবেন, তাছাড়া এই ল্যাপটপের বিশেষত্বই বা কী, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
HP Laptop Discount: ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন? পকেটের কথা ভেবে একটু সস্তার ল্যাপটপই খোঁজ করছেন? তাহলে আপনার ফেভারিট ডেস্টিনেশন Flipkart এই একবার ঢুঁ মেরে দেখতে পারেন। সস্তার ল্যাপটপ কিনতে সেখানে যেতে বলছি না আমরা। বলছি, দামি ল্যাপটপেই এমন অফার রয়েছে, যা আপনার বাজেটের মধ্যেই চলে আসবে। আর সেই ল্যাপটপ হল এই মুহূর্তের অত্যন্ত জনপ্রিয় HP 14s মডেলটি। এমনিতে ফ্লিপকার্টে ল্যাপটপটির দাম 47,279 টাকা। তবে আপনি তা পেয়ে যেতে পারেন মাত্র 18,090 টাকায়। কীভাবে এত কম দামে আপনি ল্যাপটপটি ক্রয় করবেন, তাছাড়া এই ল্যাপটপের বিশেষত্বই বা কী, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
HP 14s Intel Core i3 11th Gen: দাম ও ডিসকাউন্ট
HP-র এই দুর্দান্ত ল্যাপটপের দাম 47,279 টাকা। প্রাথমিক ভাবে ফ্লিপকার্ট আপনার এই ল্যাপটপের উপরে 23 শতাংশ ছাড় দিচ্ছে। তার ফলে ল্যাপটপের দাম হয়ে যাচ্ছে সরাসরি 35,990 টাকা। তার পরেও রয়েছে আরও একাধিক অফার। আপনার বাড়ির পুরনো ল্যাপটপটা বদলে যদি নিজেকে নতুন একটি HP 14s ল্যাপটপে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 17,900 টাকার ডিসকাউন্ট। আর তাতে এই ল্যাপটপের দাম হয়ে যাচ্ছে 18,090 টাকা। অফারের এখানেই শেষ নয়। এছাড়াও আপনার জন্য থাকছে একাধিক ব্যাঙ্কের নানাবিধ অফার। সেগুলি দেখে নিন –
1) HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে আপনি যদি এই ল্যাপটপ ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন 4,000 টাকা পর্যন্ত ছাড়।
2) ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে যদি ল্যাপটপটি ক্রয় করেন, তাহলে থাকছে 10% পর্যন্ত ছাড়।
3) IndusInd ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে আরও 10% মিলবে।
4) PNB ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 12 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
5) আবার EMI অফারেও প্রতি মাসে 1,231 টাকা দিয়ে ল্যাপটপটি ক্রয় করতে পারেন।
HP 14s Intel Core i3 11th Gen: এই ল্যাপটপের বিশেষত্ব কী
HP 14s ল্যাপটপে দেওয়া হয়েছে Intel Core i3 11th Gen প্রসেসর। 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ রয়েছে ল্যাপটপটির। Windows 11-এর সাহায্যে কাজ করে HP-র বিশেষ মডেলটি। ল্যাপটপটি যেমন পাতলা, তেমনই আবার খুব হাল্কাও। 14 ইঞ্চির FHD IPS মাইক্রো-এজ অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে রয়েছে। 1 বছরের ওয়ারান্টি পেয়ে যাবেন এবং সর্বোপরি ল্যাপটপটি দেখতেও খুব স্টাইলিশ এবং পোর্টেবল।