ভারতে লঞ্চ হয়েছে Huawei FreeBuds 4i। এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোনে ১০ ঘণ্টা পর্যন্ত continuous music playback ফিচার থাকবে বলে দাবি করেছে Huawei সংস্থা। চিনের টেক জায়ান্ট Huawei- এর এই ইয়ারফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন টেকনোলজি অর্থাৎ ANC ফিচারও রয়েছে। এছাড়াও সংস্থার দাবি তাদের FreeBuds 4i TWS ইয়ারফোনে রয়েছে ১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। তার সঙ্গে রয়েছে একটি PEEK+PU polymer diaphragm। এখানেই শেষ নয়। এই টড়ু ওয়্যারলেস ইয়ারফোনে রয়েছে অ্যাডভান্সড লো ল্যাটেন্সি অ্যালগোরিথম। যার ফলে গেম খেলার সময় অডিয়ো এবং ভিডিয়োর মধ্যে কোনও সমস্যা তৈরি হয় না। অর্থাৎ যেকোনও রকমের lag কমাতে এই অ্যালগোরিথম সাহায্য করে।
ভারতে Huawei FreeBuds 4i ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের দাম কত?
চিনের সংস্থা Huawei- এর এই ইয়ারফোনের দাম ভারতের বাজারে ৭৯৯০ টাকা। কেবলমাত্র অ্যামাজন ই-কমার্স সাইট থেকেই কেনা যাবে এই ইয়ারফোন। ২৭ অক্টোবর থেকে অ্যামাজনে উপলব্ধ হবে এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোন। মোট চারটি রঙ- কার্বন ব্ল্যাক, সেরামিক হোয়াইট এবং লাল ও সিলভার ফ্রস্ট রঙে ভারতে লঞ্চ হয়েছে Huawei সংস্থার FreeBuds 4i ট্রু ওয়্যারলেস ইয়ারফোন।
জানা গিয়েছে, আগামী ৫ নভেম্বর পর্যন্ত এই ইয়ারফোনের উপর এক হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে। দিওয়ালির জন্য এই বিশেষ ছাড় দিচ্ছে Huawei সংস্থা। তবে এর পরে অন্যান্য আরও অনেক অফার যুক্ত হবে এই ইয়ারফোনে। সেই তালিকায় নো-কস্ট ইএমআই অপশনও রয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ইয়ারফোন। এবার ভারতে লঞ্চ হয়েছে চিনা সংস্থার এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোন।
Huawei FreeBuds 4i ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের বিভিন্ন বৈশিষ্ট্য