নতুন দুটো রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে রিলায়েন্স জিও। সেখানে রয়েছে ডিজনি+হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়ারও সুযোব। জিও যে নতুন দু’টি প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে সেগুল হল ১৪৯৯ টাকা এবং ৪১৯৯ টাকার প্ল্যান। আর ডিজনি+হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের খরচ ১৪৯৯ টাকা। জিওর নতুন অফারের সাহায্যে ইউজাররা ৪কে কনটেন্ট দেখতে পাবেন। এছাড়াও একসঙ্গে চারটি ডিভাইসেও কাজ করবে। সেই ডিভাইস মোবাইল, ল্যাপটপ, ট্যাব, স্মার্ট টিভি— সবই হতে পারে। এর পাশাপাশি ১৪৯৯ এবং ৪১৯৯ টাকার জিও প্রিপেড রিচার্জ প্ল্যানের মাধ্যমে ইউজাররা হাই-স্পিড ডেটাও পাবেন। সেই সঙ্গে থাকবে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিনের এসএমএস বেনিফিট।
জিওর ১৪৯৯ এবং ৪১৯৯ টাকার দু’টি প্রিপেড রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা রয়েছে দেখে নেওয়া যাক
এই দুই রিচার্জ প্ল্যানের গ্রাহকরা এক বছরের জন্য ডিজনি+হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন। তবে এই দুটো প্ল্যানে রয়েছে অন্যান্য পরিষেবাও। ১৪৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। প্ল্যানের মেয়াস ৮৪ দিন। অন্যদিকে ৪১৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। এছাড়া এই দুই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ এসএমএসের সুবিধাও রয়েছে। প্রতিদিনের ভিত্তিতে এই পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও জিও অ্যাপগুলোর সাবস্ক্রিপশন পাওয়া যাবে এই দুই প্রিপেড রিচার্জ প্ল্যানে।
ডিজনি+হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্রাহকরা লাইভ স্পোর্টস এবং হটস্টার স্পেশ্যাল খুব সহজেই দেখতে পাবেন। তার সঙ্গে টিভি সিরিয়াল, সিনেমা, ডিজনি+ সিনেমা (ইংরেজি এবং অনুবাদ করা), ডিজনি+ অরিজিনালস… সবই দেখা যাবে। মোট চারটি স্ক্রিনে এইসব কনটেন্ট দেখা যাবে। আর ৪কে কোয়ালিটি পর্যন্ত দেখা যাবে। মাই জিও অ্যাপ থেকে ১৪৯৯ এবং ৪১৯৯ টাকার প্ল্যান সরাসরি রিচার্জ করা যাবে। এছাড়া থার্ড পার্টি অ্যাপ এবং অন্যান্য সাইটের মাধ্যমেও রিচার্জ সম্ভব।
কীভাবে রিচার্জ করবেন এবং তার সুবিধা পাবেন?
মাই জিও অ্যাপে ১৪৯৯ টাকা এবং ৪১৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে একটি ইউনিক ডিজনি+ হটস্টারের প্রিমিয়াম কুপন কোড পাওয়া যাবে ওই অ্যাপেই। এই কুপন হটস্টার সাবস্ক্রিপশন অফার ওয়েবপেজে গিয়ে ব্যবহার করতে হবে। এই পেজে সাইন ইন করার জন্য আপনার জিও নম্বর প্রয়োজন হবে। কুপন ব্যবহার করলেই এক বছরের জন্য ডিজনি+ হটস্টারের প্রিমিয়াম মেম্বারশিপ পাবেন গ্রাহকরা।