AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Christmas 2021 WhatsApp Wishes: বড়দিনে মন ভাল করা কিছু বার্তা, নিজেও পড়ুন আর অন্যদেরও শেয়ার করুন

Merry Christmas 2021: ভার্চুয়ালি বড়দিন পালন করুন। তার আগে জেনে নিন মন জয় করা কিছু বার্তা। পাঠান অন্যদেরও...

Christmas 2021 WhatsApp Wishes: বড়দিনে মন ভাল করা কিছু বার্তা, নিজেও পড়ুন আর অন্যদেরও শেয়ার করুন
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 1:45 PM
Share

বড়দিন চলে এল। যীশুর জন্মদিন অন্যান্য বছরের মতো এবারও পালিত হবে সাড়ম্বরেই। সে কোভিড আতঙ্ক যতই থাকুক না কেন। তবে আতঙ্কের কারণে আনন্দে তো একটু ভাঁটা পড়বেই। তাই তো গতবারের মতো এবারও ক্রিসমাস ভার্চুয়ালি উদযাপন করতে চলেছেন অনেকে। আর সেই ভার্চুয়ালি বড়দিন উদযাপনে সবার প্রথমে যা দরকার, তা হল শুভেচ্ছা বার্তা। দরকার কিছু সুন্দর ছবি, গ্রিটিংস আরও কত কী। বড়দিনে কাছের মানুষের মন জিতে নিতে পারে এমনই কিছু শুভেচ্ছা বার্তা দেখে নিন।

ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপে শেয়ার করা যেতে পারে বড়দিনের এমনই কিছু বার্তা

* আনন্দের এই মুহূর্তে উদারতা এবং কৃতজ্ঞতার যুগল মহিমা ভাগ করে প্রিয়জনদের মধ্যে বিলিয়ে দিল। বড়দিন আরও বড় হোক!

* আপনার পরিবার এবং সকল প্রিয়জনকে বড়দিনের শুভেচ্ছা। মেরি ক্রিসমাস।

* বড় দিনে আপনি সুস্বাস্থ্য, সম্পদ, শান্তি এবং সমৃদ্ধির মালিক হয়ে উঠুন সহ বর্ষণ করুন। আপনি এবং আপনার পরিবারকে মেরি ক্রিসমাস।

* ক্রিসমাসে আপনার সকল প্রিয়জনের জন্য শুভেচ্ছা ও আশীর্বাদ রইল। ভাল থাকুন ও ভাল রাখুন। মেরি ক্রিসমাস।

* মহা আনন্দ, সুখ এবং কৃতজ্ঞতার সঙ্গে এই বড়দিন উদযাপন করুন। বড়দিনের শুভেচ্ছা।

* ক্রিসমাস মানে একত্রিত হওয়া, মজা করা এবং ভালবাসা উদযাপন করা। এই সুন্দর এক উৎসবের সময় আপনাকে সমস্ত সুন্দর স্মৃতি দিতে পারে। আনন্দে কাটান বড়দিন।

* এই শুভ দিনে যীশু খ্রীষ্ট আপনাকে এবং আপনার প্রিয়জনকে আশীর্বাদ করুন। শুভ বড়দিন।

* এই ক্রিসমাস আপনার জীবনকে নতুন আশা, ইতিবাচকতা, আনন্দ এবং আনন্দে পূর্ণ করুক। আপনার এবং আপনার প্রিয়জনকে মেরি ক্রিসমাস এবং নববর্ষের আগাম শুভেচ্ছা!

* ক্রিসমাস ও বছরের জন্য অনেক শুভকামনা রইল।

* আপনার মা, বাবা, দাদু এবং ঠাকুমাকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস।

* আপনার আজীবন সুখ, সুস্বাস্থ্য, সাফল্য এবং আনন্দের জন্য শুভকামনা করছি। জীবনটা আনন্দে ভরিয়ে তুলুন। মেরি ক্রিসমাস।

* এই ক্রিসমাসে আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি, সুখ কামনা করছি। বড়দিনের শুভেচ্ছা।

* ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত মঙ্গল এবং সুখ দিয়ে আশীর্বাদ করুন। শুভ বড়দিন!

* এই বড়দিন আপনার সর্বকালের সেরা ক্রিসমাস হোক এবং আপনি জীবনে আপনার প্রাপ্য সবকিছু অর্জন করুন। বাড়ির সবাইকে বড়দিনের শুভেচ্ছা!

* এই ক্রিসমাসটি আপনার সর্বকালের সেরা ক্রিসমাস হোক এবং আপনি জীবনে আপনার প্রাপ্য সবকিছু অর্জন করুন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা!

* ক্রিসমাসের এই ঠান্ডা আবহাওয়ায় আপনাকে উষ্ণ শুভেচ্ছা! মেরি ক্রিসমাস এবং নববর্ষের আগাম শুভেচ্ছা।

আরও পড়ুন: কপি পেস্ট তো অনেক হল! এবার হোয়াটসঅ্যাপে নিজেই ক্রিসমাস স্টিকার তৈরি করুন, জেনে নিন পদ্ধতি

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া থেকে গেমের দুনিয়া, ফোন-গ্যাজেট লঞ্চেও তাক লাগিয়েছে চলতি বছর

আরও পড়ুন: বড়দিনে শাওমির ব্যাপক সেল, আকর্ষণীয় ছাড়ে স্মার্টফোন, স্মার্ট ব্যান্ড-সহ আরও একাধিক ডিভাইস