এবার থেকে টিভির মাধ্যমে করা যাবে ভিডিয়ো কল। ঝাঁ চকচকে ছবি দেখতে পাবেন দু’প্রান্তেরই মানুষ। আর সেই জন্যই লঞ্চ হয়েছে এমআই টিভি ওয়েবক্যাম। ২৪ জুন, বৃহস্পতিবার এই ডিভাইস ভারতে লঞ্চ করেছে শাওমি ইন্ডিয়া। এই ওয়েবক্যামের মাধ্যমে full-HD (1080p) videos at 25fps- এই পরিষেবা পাওয়া যাবে।এমআই- এর এই টিভি ওয়েবক্যামে ৭১ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এলাকা ভালভাবে দেখা সম্ভব। সেই সঙ্গে রয়েছে ডুয়াল ফার-ফিল্ড মাইক্রোফোন। অর্থাৎ অনেকটা জায়গা যেমন ওয়েবক্যামে দেখা যাবে, ঠিক তেমনই স্পষ্ট ভাবে আওয়াজও শোনা সম্ভব।
এমআই- এর নতুন ওয়েবক্যামে রয়েছে ইউএসবি ইন্টারফেস। এর সাহায্যে কেবল এমআই টিভি বা রেডমি টিভি নয়, অন্যান্য অ্যানড্রয়েড স্মার্ট টিভিতেও এই ওয়েবক্যাম ব্যবহার করা যাবে। পাশাপাশি উইন্ডোজ এবং ম্যাক ওএস কম্পিউটারেও ব্যবহার করা যাবে নতুন এমআই টিভি ওয়েবক্যাম। গত মাসে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস টিভি ক্যামেরা। এমআই- এর নতুন টিভি ওয়েবক্যাম অনেকটা সেই ডিভাইসের মতো।
ভারতে এমআই টিভি ওয়েবক্যামের দাম
এই ডিভাইসের দাম ১৯৯৯ টাকা। Mi.com- এর পাশাপাশি এমআই হোম এবং এমআই স্টুডিয়ো থেকে এই টিভি ওয়েবক্যাম কেনা সম্ভব। আগামী ২৮ জুন থেকে এমআই টিভি ওয়েবক্যামের বিক্রি শুরু হবে। ওয়ানপ্লাসের টিভি ক্যামেরার দাম ছিল ২৪৯৯ টাকা। গত মাসে লঞ্চ হওয়া ওই ডিভাসের তুলনায় এমআই টিভি ওয়েবক্যামের দাম কম। তবে রয়েছে অনেক অত্যাধুনিক ফিচার।
এমআই টিভি ওয়েবক্যামের বিভিন্ন ফিচার