তিনটে নতুন Surface ল্যাপটপ নিয়ে এল Microsoft, দাম ও ফিচার্স জেনে নিন
New Laptops: নতুন Microsoft Surface ল্যাপটপগুলি একদিকে যেমন দুর্দান্ত পারফর্ম করবে, অন্য দিকে সিকিওরিটির দিক থেকে এরা অনেক বেশি উন্নত। নতুন ল্যাপটপগুলি হল, Microsoft Surface Laptop Studio 2, Surface Laptop Go 3 এবং Surface Go 4।
‘স্পেশ্যাল ইভেন্ট’-এ Microsoft তার Surface সিরিজ়ে মোট তিনটি ল্যাপটপ যোগ করেছে। মূলত, বিজ়নেসের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছে ল্যাপটপগুলি, রয়েছে একাধিক কমার্শিয়াল ফিচার্স। নতুন Microsoft Surface ল্যাপটপগুলি একদিকে যেমন দুর্দান্ত পারফর্ম করবে, অন্য দিকে সিকিওরিটির দিক থেকে এরা অনেক বেশি উন্নত। নতুন ল্যাপটপগুলি হল, Microsoft Surface Laptop Studio 2, Surface Laptop Go 3 এবং Surface Go 4। এদের দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Microsoft-এর তরফ থেকে জানানো হয়েছে, এদের মধ্যে Surface Laptop Studio 2 হল সবথেকে শক্তিশালী। কমপ্লেক্স ওয়ার্কলোডের জন্য ল্যাপটপটি এন্টারপ্রাইজ় গ্রেড পারফরম্যান্স দিতে পারে। ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে মেকানিক্যাল ডিজ়াইন। ওরিজিনাল যে সারফেস ল্যাপটপ স্টুডিও রয়েছে, তার দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন এই Surface Laptop Studio 2। পারফরম্যান্সের জন্য এই ল্যাপটপে রয়েছে 13th Gen Intel Core i7H প্রসেসর। 2TB পর্যন্ত স্টোরেজ দিয়ে কনফিগার করা যেতে পারে ডিভাইসটি, রয়েছে 64GB পর্যন্ত RAM।
ল্যাপটপটিতে রয়েছে AI-এনহ্যান্সড ফিল্ড অফ ভিউ ফুল HD স্টুডিও ক্যামেরা। এতে অটোমেটিক ফ্রেমিংয়ের পাশাপাশি আই কন্ট্যাক্ট কারেকশনও রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্ট থেকে ইউএসবি টাইপ-এ পোর্ট পর্যন্ত সব ধরনের কানেক্টিভিটি অপশনই রয়েছে এতে। রয়েছে একটি মাইক্রোএসডি কার্ড রিজডার এবং সারফেস স্লিম পেন 2। ল্যাপটপের দাম শুরু হচ্ছে 1,999 মার্কিন ডলার থেকে।
এই সিরিজ়ের সবথেকে হাল্কা ল্যাপটপ হল Surface Laptop Go 3। পারফরম্যান্সের জন্য এতে 12th Gen Intel Core i5 চিপ দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। ল্যাপটপটিতে রয়েছে 12.4 ইঞ্চির ডিসপ্লে। ফাস্ট চার্জিং অফার করছে ল্যাপটপটি, 15 ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এটি। 3 অক্টোবর থেকে ল্যাপটপের বিক্রিবাট্টা শুরু হবে। এই মডেলটির দাম 799 মার্কিন ডলার।
এক্কেবারে শেষ ল্যাপটপটি হল Surface Go 4। সস্তার এই মডেলটি হল একটি টু ইন ওয়ান ল্যাপটপ। একাধিক পারফরম্যান্স আপগ্রেড পেতে চলেছে মডেলটি। পাওয়ারের জন্য এতে রয়েছে কোয়াড-কোর Intel N200 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে এতে। এছাড়া রয়েছে একটি 10.5 ইঞ্চির ডিসপ্লে, 12.5 ঘণ্টার ব্যাটারি লাইফ দিতে পারে ল্যাপটপটি।