মাইক্রোসফট ভারতে লঞ্চ করতে চলেছে তাদের new-age two-in-one ল্যাপটপ সারফেস প্রো ৮। আগামী ২২ সেপ্টেম্বর মাইক্রোসফটের একটি ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতীয় সময় রাত ৮টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। আর সেই ভার্চুয়াল আয়োজনেই সারফেস প্রো ৮ ল্যাপটপ লঞ্চ করতে চায় মাইক্রোসফট। এই ইভেন্টে অন্যান্য ডিভাইসও লঞ্চের সম্ভাবনা রয়েছে। এদিকে ইতিমধ্যেই অনলাইনে বেশ কিছু ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে মাইক্রোসফটের এই সারফেস প্রো ৮ ল্যাপটপের সম্ভাব্য কিছু ফিচার। একনজরে সেই সব ফিচারই দেখে নেওয়া যাক।
মাইক্রোসফটের আসন্ন ভার্চুয়াল ইভেন্টে সারফেস প্রো ৮ ল্যাপটপ ছাড়াও একাধিক ডিভাইস লঞ্চের সম্ভাবনা রয়েছে। মাইক্রোসফটের ২২ সেপ্টেম্বরের ইভেন্টে সারফেস গো ৩, নিউ জেনারেশন সারফেস বুক ৪, একটি নতুন সারফেস প্রো এক্স এবং সারফেস ডুয়োর একটি সাকসেসর লঞ্চ হতে পারে। উল্লেখ্য, সারফেস গো ২- এর সাকসেসর হিসেবে লঞ্চ হতে পারে সারফেস গো ৩। দুই ডিভাইসের ডিজাইন একই থাকার সম্ভাবনা রয়েছে। সারফেস গো৩- এর দুটো আলাদা মডেল লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আর দুটো মডেলেই থাকতে পারে ইন্টেল চিপ বা প্রসেসর।
একটি মডেলে থাকতে পারে Intel Pentium Golf 6500Y প্রসেসর। তার সঙ্গে ৪ জিবি র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আর একটি মডেলে থাকতে পারে Intel Core i3-10100Y প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র্যাম থাকতে পারে। সারফেস গো ৩- তে ১০.৫ ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এই ট্যাব ম্যাগনেসিয়াল অ্যালয় দিয়ে তৈরি হবে বলা শোনা যাচ্ছে। একটি ফোল্ডেবল স্ট্যান্ডও নাকি দেওয়া হবে মাইক্রোসফট সারফেস গো ৩ ট্যাবের সঙ্গে।
আরও পড়ুন- iOS 15 Features: ভারতে শুরু হয়েছে আইওএস ১৫- এর রোল আউট, একনজরে দেখে নিন বিভিন্ন ফিচার