Minix Voice Smartwatch: ব্লুটুথ কলিং ফিচার, মাল্টি স্পোর্টস মোড নিয়ে ভারতে লঞ্চ হয়েছে মিনিক্স ভয়েস স্মার্টওয়াচ

ভারতে ক্রমশ স্মার্টওয়াচের চাহিদা বাড়ছে। আর সেই জন্যই মিনিক্স সংস্থা এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ করেছে। মিনিক্স ভয়েস ডিভাইসে রয়েছে অনেক আপগ্রেডেড ফিচার।

Minix Voice Smartwatch: ব্লুটুথ কলিং ফিচার, মাল্টি স্পোর্টস মোড নিয়ে ভারতে লঞ্চ হয়েছে মিনিক্স ভয়েস স্মার্টওয়াচ
ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 5:19 PM

স্মার্টওয়াচ এবং স্মার্টফোন অ্যাকসেসরিজের দুনিয়ায় দুরন্ত গতিতে এগোচ্ছে মিনিক্স সংস্থা। সম্প্রতি এই মিনিক্স সংস্থা ভারতে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। সেই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার এবং মাল্টি-স্পোর্ট মোড। একাধিক ফিচার সম্পন্ন এই স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে তা একনজরে দেখে নেওয়া যাক। এইচডি ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে পাওয়ার চিপ, প্রফেশনাল মোশন অ্যানালিস্ট এবং মাল্টি স্পোর্টস মোড। বিভিন্ন হাই রেঞ্জের স্মার্টওয়াচে যেসব ফিচার থাকে, সেইসব ফিচার রয়েছে এই অ্যাফোর্ডেবল রেঞ্জের স্মার্টওয়াচে।

মিনিক্স কোম্পানির এই স্মার্টওয়াচের নাম মিনিক্স ভয়েস। ভারতে ক্রমশ স্মার্টওয়াচের চাহিদা বাড়ছে। আর সেই জন্যই মিনিক্স সংস্থা এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ করেছে। মিনিক্স ভয়েস ডিভাইসে রয়েছে অনেক আপগ্রেডেড ফিচার। মূলত ইউজারদের জীবন সহজ করার জন্যই এই স্মার্টওয়াচ লঞ্চ করেছে মিনিক্স সংস্থা। স্মার্টফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ সহজেই সংযুক্ত করা যায়। এই স্মার্টওয়াচের সাহায্যে ফোনের মাধ্যমে ছবি তোলা, মিউজিক, ফাইন্ড ফোন এবং আরও অনেক ফিচার নিয়ন্ত্রণ করা সম্ভব।

মিনিক্স ভয়েস- স্পেসিফিকেশন

  • মিনিক্স ভয়েস স্মার্টওয়াচে রয়েছে high fidelity স্পিকার এবং ব্লুটুথ হ্যান্ডস-ফ্রি কলিং। এইচডি সাউন্ড সাপোর্টও রয়েছে এই ডিভাইসে।
  • ওয়ান টাচ অ্যানসারিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এর ফলে সারাক্ষণ ইউজারের হাত আটকানো থাকবে না। আর কমিউনিকেশনেও সাহায্য হবে।
  • ইউজারের ব্রিদিং প্যাটার্ন পরিমাপ করার ফিচার রয়েছে মিনিক্স ভয়েস স্মার্টওয়াচে। স্ট্রেস কমানোর জন্যও ব্যবহার করা যায় এই স্মার্টওয়াচ।
  • ২৪ ঘণ্টার জন্য রিয়েল টাইম স্লিপ মনিটরিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। স্লিপিং প্যাটার্নও বোঝা যায় এর সাহায্যে। পরিমাপ করা যায় হার্ট রেট এবং অক্সিজেন লেভেল।
  • ইউজার কতক্ষণ একসারসাইজ করছেন, হাঁটলে বা দৌড়ালে কত পথ অতিক্রম করলেন, কত ক্যালোরি ঝরল— সবই পরিমাপ করা সম্ভব মিনিক্স ভয়েস স্মার্টওয়াচের সাহায্যে। শেষ সাতদিনের একসারসাইজ কেমন হয়েছে সেই পরিসংখ্যানও পাওয়া যাবে।
  • একাধিক স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। রানিং, ওয়াকিং, রাইডিং, সুইমিং এবং আরও অনেক ধরনের স্পোর্টস মোড নিয়ন্ত্রণ করার ফিচার রয়েছে এখানে।
  • এই স্মার্টওয়াচ একটি ওয়াটার প্রুফ, ডাস্ট প্রুফ এবং ওয়েদার প্রুফ ডিভাইস। এছাড়াও এখানে রয়েছে ড্রিঙ্ক রিমাইন্ডার, অ্যালার্ম ক্লক, স্টপওয়াচ, টাইমার, টর্চ, থিয়েট্রা মোড, ডু-নট ডিস্টার্ব— এইসব ফিচার।

আরও পড়ুন- Realme Tablet: গিকবেঞ্চের সাইটে দেখা গেল রিয়েলমি প্যাডের নতুন মডেলের নাম, থাকতে পারে Unisoc চিপসেট

আরও পড়ুন- Facebook Year Together: ইনস্টার পর ফেসবুকেও এল বছরের সেরা মুহূর্ত তুলে ধরার ফিচার, ‘ইয়ার টুগেদার’ কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন

আরও পড়ুন- OnePlus Pad: প্রথমবার ট্যাবলেট লঞ্চ করতে চলেছে চিনের সংস্থা ওয়ানপ্লাস, লঞ্চ হতে পারে ভারতেও