Facebook Year Together: ইনস্টার পর ফেসবুকেও এল বছরের সেরা মুহূর্ত তুলে ধরার ফিচার, ‘ইয়ার টুগেদার’ কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন

Facebook Year Review 2021: ইয়ার টুগেদার ফিচার নিয়ে এল ফেসবুক। ২০২১ সালে সারা বছর ধরে ইউজারদের সেরার সেরা মুহূর্ত তুলে ধরা হবে এই ফিচারে।

Facebook Year Together: ইনস্টার পর ফেসবুকেও এল বছরের সেরা মুহূর্ত তুলে ধরার ফিচার, 'ইয়ার টুগেদার' কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন
ফেসবুকের লেটেস্ট ফিচার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 12:46 PM

অ্যান্ড্রয়েড ও আইফোন ইউজারদের জন্য ইয়ার টুগেদার ফিচার (Facebook Year Together) নিয়ে এল ফেসবুক। ২০২১ সালে সারা বছর ধরে ইউজারদের সেরার সেরা মুহূর্ত তুলে ধরা হবে এই ফিচারে। এই একই ফিচার আবার ইনস্টাগ্রামের জন্যও নিয়ে এসেছে মেটা (আগের নাম ফেসবুক)। ইনস্টা ইউজাররা বছরের সেরা ১০ স্টোরি শেয়ার করাতে পারবেন সেই ফিচারে, যার নাম ইনস্টাগ্রাম প্লেব্যাক ফিচার।

এদিকে ফেসবুকের এই ইয়ার টুগেদার কার্ড ব্যবহার করে সারা বছর ধরে ব্যবহারকারীরা বন্ধু, ছবি, লোকেশন এবং অন্যান্য অভিজ্ঞতা যেগুলি নিজেদের প্ল্যাটফর্মে শেয়ার করেছেন, সেগুলি দেখে নিতে পারবেন। ইতিমধ্যেই ফিচারটি রোলআউট করেছে ফেসবুক, যা বছরের শেষ পর্যন্ত চলতে থাকবে।

জনপ্রিয় টেক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই ইয়ার টুগেদার ফিচার কোনও ইউজারের শেয়ার করা পোস্ট এবং কনটেন্ট সাজেস্ট করবে, যা পরবর্তীতে কমপাইল করে আবার শেয়ার করা যাবে। যদিও ইউজাররা ফেসবুকের দ্বারা সাজেস্ট করা পোস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। তাঁরা চাইলে নিজেদের পছন্দসই অন্যান্য ছবি বা কনটেন্ট সিলেক্ট করতে পারবেন এবং ফেসবুকের সাজেশন রিমুভ করেই সেই সিলেকশন করে নিতে হবে।

ফলে গ্রাহকের সুবিধাই হবে। কারণ কোনও পোস্ট যদি তাঁর পছন্দের না হয় অথচ ফেসবুকের সাজেশনে থাকে, তাহলে তা তিনি মুছেও ফেলতে পারবেন। আর এক বার শেয়ার করা হয়ে গেলে সেই পোস্ট বা কার্ড ইউজারের ফ্রেন্ড লিস্টে দেখানোও হবে। আবার কোন কোন বন্ধুকে সেই পোস্ট তিনি দেখাতে চান, তা পোস্টের কাস্টম প্রাইভেসি সেটিংস থেকে সেট আপও করে রাখতে পারবেন।

যদিও সারা বছরের এই রিক্যাপ দেখা এবং শেয়ার করার ফিচারটি শুধু মাত্র ফেসবুক অ্যাপেই সীমাবদ্ধ থাকবে না। কারণ এই একই ফিচার আবার ইনস্টার জন্যও নিয়ে এসেছে কোম্পানি, যার নাম ইনস্টাগ্রাম প্লেব্যাক ২০২১। যেখানে বছরের সেরা ১০ স্টোরি লিস্টিং করতে পারবেন ইনস্টা ব্যবহারকারীরা। এই দশটি স্টোরিই আবার কমপাইল করে নিজেদের প্রোফাইল থেকে শেয়ারও করতে পারবেন ইনস্টা ব্যবহারকারীরা। ঠিক যেমনটা ফেসবুকের ইয়ার টুগেদার ফিচারের সাহায্যে সম্ভব। সব মিলিয়ে দুটি প্ল্যাটফর্মেই মেটার এই লেটেস্ট ফিচার ২০২১ সালের সব স্টোরি মিক্স ও ম্যাচ করতে দেবে।

তবে ফেসবুক বা ইনস্টাগ্রামই প্রথম নয় যারা এই ধরনের বছরের রিভিউ ফিচার নিয়ে হাজির হয়েছে। সোশ্যাল এনগেজমেন্টের স্বার্থেই এমনতর ফিচার স্পটিফাই-ও নিয়ে এসেছে, যার নাম স্পটিফাই র‌্যাপড। বছর শেষে প্রতি বারই এমন ফিচার রোলআউট করে স্পটিফাই। ২০২১ সালে ফিচারটির ঘোষণা করা হয় ১ ডিসেম্বর। সেখানে বছরে যে আর্টিস্টের গান সবথেকে বেশি শোনা হয়েছে, কোন কোন গান সবথকে বেশি শোনা হয়েছে – সেই সব কিছুই হাইলাইট করা যাবে।

আরও পড়ুন: Telegram vs WhatsApp: টেলিগ্রামের এই পাঁচটি জরুরি ফিচার আপনি হোয়াটসঅ্যাপে পাবেন না

আরও পড়ুন: Instagram Playback Feature: ২০২১ সালের সেরা ১০ স্টোরি ইউজারদের রিক্যাপ আকারে দেখাবে ইনস্টাগ্রাম

আরও পড়ুন: Google Photos Tips: ডিলিট হওয়া ছবি আবার গুগল ফটোজ়ে ফিরে পাবেন কী ভাবে? জেনে নিন