OnePlus Pad: প্রথমবার ট্যাবলেট লঞ্চ করতে চলেছে চিনের সংস্থা ওয়ানপ্লাস, লঞ্চ হতে পারে ভারতেও
ওয়ানপ্লাস ১০ সিরিজের স্মার্টফোনের সঙ্গে লঞ্চ হবে না ওয়ানপ্লাস প্যাড।
চিনের টেক জায়ান্ট ওয়ানপ্লাস তাদের ট্যাবলেট ওয়ানপ্লাস ট্যাব নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে শোনা গিয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২২ সালের প্রথমভাগে (প্রথম ৬ মাসের মধ্যে) এই ওয়ানপ্লাস প্যাড লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই প্রথম ট্যাবলেট লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় ফোনের কোম্পানি তাদের ট্যাবলেট লঞ্চ করেছে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে ওয়ানপ্লাস।
স্মার্টফোন ছাড়াও স্মার্ট টিভি এবং ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস, ওয়্যারলেস হেডফোন, স্মার্টওয়াচ ইতিমধ্যেই লঞ্চ করেছে ওয়ানপ্লাস সংস্থা। এবার লঞ্চ হবে ওয়ানপ্লাসের প্রথম ট্যাব ওয়ানপ্লাস প্যাড। প্রসঙ্গত আগামী বছর ওয়ানপ্লাস ১০ ফ্ল্যাশিপও লঞ্চ হতে চলেছে। তবে এই স্মার্টফোন রেঞ্জের সঙ্গে ওয়ানপ্লাস প্যাড লঞ্চ হবে না। এমনটাই শোনা গিয়েছে।
91Mobiles ও জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা একজোট হয়ে জানিয়েছেন, ভারতে ২০২২ সালের প্রথম ভাবে ওয়ানপ্লাস ট্যাব লঞ্চ হবে। এই ট্যাবের একাধিক মডেল থাকতে পারে। তবে সম্ভবত ভারতে একটিই মডেল লঞ্চ হবে। এমনটাই জানিয়েছেন টিপস্টার মুকুল শর্মা। অন্যদিকে এই টিপস্টারেরই দাবি যে, ওয়ানপ্লাস ১০ সিরিজের স্মার্টফোনের সঙ্গে এই ওয়ানপ্লাস প্যাড লঞ্চ হবে না। আগামী বছর প্রথম তিনমাসের মধ্যে ওয়ানপ্লাস ১০ সিরিজের স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সম্ভবত ওয়ানপ্লাস প্যাড তারপরেই লঞ্চ হবে।
এখনও পর্যন্ত ওয়ানপ্লাস প্যাড সম্পর্কে সেভাবে কিছুই জানা যায়নি। তবে একটা ছোট্ট অন্য তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে ওয়ানপ্লাস সংস্থা সম্ভবত ২০২২ সালের ৫ জানুয়ারি CES- একটি ফিজিক্যাল লঞ্চ ইভেন্টের আয়োজন করতে পারে লাস ভেগাসে। কিন্তু ওই ইভেন্টে ওয়ানপ্লাসের কোন ডিভাইস লঞ্চ হবে সে ব্যাপারে কোনও আভাস পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে হয়তো ওয়ানপ্লাস ১০ সিরিজের স্মার্টফোন এই ইভেন্টে লঞ্চ হতে পারে।
ওয়ানপ্লাস ১০ সিরিজ সম্পর্কে সম্ভাব্য যেসব স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে সেগুলো হল যে এই সিরিজে বেস মডেলের সঙ্গে ‘প্রো’ ভ্যারিয়েন্ট থাকতে পারে। কোয়ালকমের নতুন লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকতে পারে এই সিরিজের ফোনে। ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির এইচদি প্লাস ডিসপ্লে থাকতে পারে এবং তার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনের প্রসেসরের সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি LPDDR5 র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ থাকতে পারে। ওয়ানপ্লাস ১০ প্রো ফোন IP68 রেটেড ডিভাইস হতে পারে। এই ফোনে ৫০০০mAh ব্যাটারিও থাকতে পারে।
আরও পড়ুন- Airtel vs Vi: খরচ বাড়ার পরে ২৯৯ টাকার প্ল্যানে কার পাল্লা ভারী? দেখে নিন সব অফার
আরও পড়ুন- Telegram vs WhatsApp: টেলিগ্রামের এই পাঁচটি জরুরি ফিচার আপনি হোয়াটসঅ্যাপে পাবেন না