Airtel vs Vi: খরচ বাড়ার পরে ২৯৯ টাকার প্ল্যানে কার পাল্লা ভারী? দেখে নিন সব অফার
Recharge Plans: ১.৫জিবি ডেলি ডেটার প্ল্যান এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয়, যা এয়ারটেল এবং ভোডাফোনের ২৯৯ টাকার প্ল্যানে অফার করা হয়। এই দুই প্ল্যানের অফার সম্পর্কে বিশদে জেনে নিন।
দেশের টেলিকম সংস্থাগুলি ট্যারিফ খরচ বাড়ানোর পরে প্রিপেড প্ল্যান আগের থেকে সম্পূর্ণ ভাবে বদলে গিয়েছে। প্রতিটি সংস্থাই কমবেশি রিচার্জ প্ল্যানের খরচ প্রায় ২০ শতাংশ বাড়িয়েছে। এর ফলে গ্রাহকমহলে অহেতুক ধন্দ্বের সৃষ্টি হয়েছে। কারণ ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার ঝুলিতে একাধিক প্রিপেড প্যাক রয়েছে, যেগুলির খরচে উনিশ-বিশ ফারাক। পাশাপাশি তাদের অফারও প্রায় কাছাকাছিই।
তবে এই দুই টেলকোর কাছে আবার এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলির খরচ এক হলেও, অফারে কিন্তু বেশ ভালই তারতম্য রয়েছে। ঠিক যেমন এই দুই কোম্পানির ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্ল্যানটি অত্যন্ত জনপ্রিয় একটি ডেটা প্যাকের সেগমেন্টে রয়েছে, যেখানে ইউজারদের ১.৫জিবি করে ডেটা অফার করা হয়। এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার ২৯৯ টাকার প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
ভোডাফোন আইডিয়া – ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান
Vi বা ভোডাফোন আইডিয়ার এই রিচার্জ প্যাকে গ্রাহকদের প্রতিদিন ১.৫জিবি করে ডেটা অফার করা হয়। প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এই রিচার্জ প্যাকে ইউজারদের দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হয়। রয়েছে প্রতিদিন ১০০টি করে SMS পাঠানোর সুবর্ণ সুযোগ।
তবে এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় অফার হল ‘বিঞ্জ অল নাইট’ ফিচার। এর সাহায্যে ইউজাররা প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারেন। পাশাপাশি আবার ‘উইকেন্ড রোল ওভার’ ফিচারে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অব্যবহৃত ডেটা সপ্তাহান্তে অর্থাৎ শনিবার এবং রবিবার ব্যবহার করতে পারেন ইউজাররা। এছাড়াও এই প্ল্যানে প্রতি মাসে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই ২জিবি করে ডেটা ব্যাকআপ পেয়ে যাবেন ইউজাররা।
ভারতী এয়ারটেল – ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান
ভারতী এয়ারটেলও তার গ্রাহকদের ২৯৯ টাকারই একটি রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এই প্ল্যানেও গ্রাহকরা প্রতিদিন ১.৫জিবি করে ডেটা ব্যবহার করতে পারেন। প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। তবে ডেলি ডেটা লিমিট এক বার শেষ হয়ে গেলেই প্ল্যানের ডেটা স্পিড ৬৪ কেবিপিএস হয়ে যায়। এই প্যাকে এয়ারটেল ব্যবহারকারীরা ট্রুলি আনলিমিটেড কলিংয়ের সুযোগ পেয়ে যান এবং প্রতিদিন ১০০টি করে SMS পাঠানোরও সুযোগ পেয়ে যান। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকদের অ্যামাজন প্রাইম ভিডিয়ো মোবাইল এডিশন, ফ্রি উইঙ্ক মিউজিক, শ অ্যাকাডেমি এবং অ্যাপোলো সার্কেল কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ব্যবহার করতে দেওয়া হয়।
আরও পড়ুন: Telegram vs WhatsApp: টেলিগ্রামের এই পাঁচটি জরুরি ফিচার আপনি হোয়াটসঅ্যাপে পাবেন না
আরও পড়ুন: Instagram Playback Feature: ২০২১ সালের সেরা ১০ স্টোরি ইউজারদের রিক্যাপ আকারে দেখাবে ইনস্টাগ্রাম
আরও পড়ুন: Apple MacBook Air M1: ভারতে প্রায় ১৩ হাজার টাকা ছাড় রয়েছে অ্যাপেলের এই ল্যাপটপে, নতুন দাম কত?