ভারতে দ্রুত লঞ্চ হতে পারে মোটোরোলার ট্যাব মোটো ট্যাব জি৭০। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ট্যাবের জন্য একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই চালু হয়েছে। যদিও এই ট্যাবের ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে মোটো ট্যাব জি৭০- এর বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন ফ্লিপকার্টের ওই মাইক্রোসাইটে বলা হয়েছে। আসন্ন এই ট্যাবের ডিজাইন কেমন হতে পারে তার একটা আভাসও পাওয়া গিয়েছে ফ্লিপকার্টের মাইক্রোসাইটে। শোনা যাচ্ছে, মোটো ট্যাব জি৭০- এ থাকতে পারে মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর। এছাড়াও এই ট্যাবে ১১ ইঞ্চির একটি ২কে ডিসপ্লে দেখা যেতে পারে। মোটোরোলা আসন্ন এই ট্যাবলেটে ডলবি অ্যাটমোস সাপোর্ট থাকতে পারে।
ফ্লিপকার্টের মাইক্রোসাইটে মোটো ট্যাব জি৭০ লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। তবে অনুমান, এই ট্যাব ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। লঞ্চের নির্দিষ্ট দিনের মতোই মোটো ট্যাব জি৭০- এর দাম কত হতে পারে, সেকথাও বলা হয়নি ফ্লিপকার্টের ওই মাইক্রোসাইটে। অন্যদিকে শোনা গিয়েছে, মোটো ট্যাব জি৭০ পাওয়া যাবে ওয়াই-ফাই এবং ওয়াই-ফাই+সেলুলার ভ্যারিয়েন্টে। ফ্লিপকার্টের মাইক্রোসাইটে প্রকাশিত ডিজাইন থেকে দেখা গিয়েছে মোটোরোলার এই ট্যাবে দুটো টোন বা দুটো রঙের শেড থাকতে পারে। ট্যাবের পিছনে একটি ক্যামেরা সেনসর এবং ফ্ল্যাশ দেখা যাবে। এর অবস্থা হবে একদম কোণে। এছাড়া এই ট্যাবের ডিসপ্লের চারপাশে থাকবে পুরু bezels। ট্যাবের ডানদিকে থাকবে ভলিউম বাটন। আর পাওয়ার বাটন থাকবে ট্যাবের উপরের দিকে। সেখানে আবার দুটো স্পিকার গ্রিল থাকতে পারে। ট্যাবের নীচের অংশে থাকবে আরও দুটো স্পিকার গ্রল এবং টাইপ- সি ইউএসবি পোর্ট।
একনজরে দেখে নেওয়া যাক মোটো ট্যাব জি৭০- এর সম্ভাব্য স্পেসিফিকেশন
আরও পড়ুন- Photo Resize Tools: স্মার্টফোনেই ছবির সাইজ ছোট করতে চান? শিখে নিন এই পাঁচটি ‘টুল’- এর জারিজুরি