Noise Buds Prima: নতুন TWS ইয়ারবাডস লঞ্চ করল নয়েজ়, এক বার চার্জে টানা ৪২ ঘণ্টা ব্যাকআপ, দাম মাত্র ১,৭৯৯ টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 10, 2021 | 8:38 PM

Noise Buds Prima Price In India: ১,৭৯৯ টাকায় ভারতে নতুন TWS ইয়ারবাডস নিয়ে এল নয়েজ়। এই লেটেস্ট ইয়ারবাডসের সমগ্র ফিচার্স সম্পর্কে জেনে নিন।

Noise Buds Prima: নতুন TWS ইয়ারবাডস লঞ্চ করল নয়েজ়, এক বার চার্জে টানা ৪২ ঘণ্টা ব্যাকআপ, দাম মাত্র ১,৭৯৯ টাকা
নয়েজ়ের লেটেস্ট ইয়ারবাডস

Follow Us

নতুন TWS ইয়ারবাডস লঞ্চ করল নয়েজ়। কোম্পানির সেই লেটেস্ট ডিভাইসের নাম নয়েজ় বাডস প্রাইমা ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস (Noise Buds Prima Truly Wireless Earbuds)। এক বার চার্জে ৪২ ঘণ্টার ব্যাকআপ দিতে পারে এই ইয়ারবাডসের শক্তিশালী ব্যাটারি।

এনভায়রনমেন্টাল নয়েজ় ক্যান্সেলেশন (ENC) সাপোর্ট রয়েছে এতে। প্রতিটি বাডে হাউসিং সেন্সরের স্টেম এবং ইন-ইয়ার ডিজাইন রয়েছে। নয়েজ় বাডস প্রাইমা মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ করা হয়েছে। ৪৪ms লো ল্যাটেন্সি গেমিং মোড রয়েছে, যা যে কোনও সময় অ্যাক্টিভেট করা যেতে পারে। আরও উন্নত কল কোয়ালিটি দিতে এই ইয়ারবাডসে রয়েছে কোয়াড মিক সেটআপ।

নয়েজ় বাডস প্রাইমা ভারতে দাম ও উপলব্ধতা

কোম্পানির তরফ থেকে এই লেটেস্ট ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডসের দাম সম্পর্কে জানানো হয়নি। তবে ফ্লিপকার্ট অ্যাপ থেকে নয়েজ় বাডস প্রাইমা-র দাম প্রকাশ্যে এসেছে। এই ইয়ারবাডসের দাম মাত্র ১,৭৯৯ টাকা। ১৪ ডিসেম্বর থেকে ঠিক দুপুর ১২টায় এই ইয়ারবাডস কেনাকাটির জন্য উপলব্ধ হবে।

নয়েজ় বাডস প্রাইমা স্পেসিফিকেশনস, ফিচার্স

কোম্পানির তরফ থেকে অফিসিয়ালি না জানানো হলেও এই নয়েজ় বাডস প্রাইমা ইয়ারবাডসের একাধিক ফিচার্স জানা গিয়েছে নয়েজ়-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। স্টেম ডিজাইনের সঙ্গে এই ইয়ারবাডসে রয়েছে ইন্টারচেঞ্জেবল ইয়ারটিপস। মোট তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে এই TWS ইয়ারবাডস – সাদা, কালো এবং ক্রিম। চার্জিং কেসে রেখে এই ইয়ারবাডস ৪২ ঘণ্টার প্লেটাইম দিতে পারে। কোয়াড মিক সেটআপ ইন্টিগ্রেট করতে পারে এবং এনভায়রনমেন্টাল নয়েজ় ক্যান্সেলেশনও দিতে সক্ষম এই ইয়ারবাডস। নয়েজ় বাডস প্রাইমা ইনস্টাচার্জ প্রযুক্তি সাপোর্ট করে এবং মাত্র ১০ মিনিটের চার্জে ১২০ মিনিটের প্লেটাইম দিতে সক্ষম।

এই ইয়ারবাডসে ৪৪ms আলট্রা লো ল্যাটেন্সি গেমিং মোড দেওয়া হয়েছে। এর সাহায্যে প্লেয়াররা সিমলেস গেম প্লে উপভোগ করতে পারবেন। অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য থাকছে ৬mm ড্রাইভার্স। হাইপারসিঙ্ক প্রযুক্তি সাপোর্ট করে এই ইয়ারবাডস। এর সাহায্যে ফোনের সঙ্গে খুব দ্রুত পেয়ার করতে পারে নয়েজ় বাডস প্রাইমা। টাচ কনট্রোল পউজ়, অ্যাটেন্ড ও রিজেক্ট কলস এবং ট্রিগার ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। সেই সঙ্গেই আবার থাকছে সিরি ও গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস সাপোর্ট। এই ইয়ারবাডস IPX5 ওয়াটার রেজিস্ট্যান্ট।

আরও পড়ুন: NoiseFit Evolve 2: ভারতে ফের নতুন স্মার্টওয়াচ নিয়ে এল নয়েজ়, SpO2 মনিটর, ৭ দিনের ব্যাটারি জীবন, দাম ৭৯৯৯ টাকা

আরও পড়ুন: Phillips Bluetooth Headphone: বাজারে লঞ্চ হতে চলেছে ফিলিপ্সের নতুন ব্লুটথ হেডফোন, ১৫ মিনিট চার্জ দিলেই চলবে ২ ঘণ্টা…

আরও পড়ুন: Apple AR Headset: অগমেন্টেড রিয়্যালিটি সাপোর্টেড হেডসেট নিয়ে আসছে অ্যাপল, একাধিক প্রসেসর, 3D সেন্সর, ১০ বছর পর আইফোনের জায়গা নেবে

Next Article