AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চোখধাঁধানো লুকের Noise ColorFit Icon 2, দাম মাত্র 1,999 টাকা

Noise ColorFit Icon 2 স্মার্টওয়াচটি ভারতে লঞ্চ করা হয়েছে 1,999 টাকায়। অনলাইনে Flipkart এবং goonies.com থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এলিট ব্ল্যাক এবং এলিট সিলভার এই দুই রঙে স্মার্টওয়াচটি কিনতে পারবেন কাস্টমাররা।

চোখধাঁধানো লুকের Noise ColorFit Icon 2, দাম মাত্র 1,999 টাকা
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 1:02 PM
Share

Noise তার প্রোডাক্ট লাইনআপে সস্তার একটি স্মার্টওয়াচ যোগ করেছে। সেই স্মার্টওয়াচের নাম ColorFit Icon 2। ওয়্যারেবলটিতে গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ব্লুটুথ কলিং এবং 1.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে। ColorFit Icon 2-এ ওয়াটার-রেজ়িস্ট্যান্ট ডিজ়াইন দেওয়া হয়েছে। এতে রয়েছে হার্ট রেট সেন্সর এবং SpO2 মনিটর।

Noise ColorFit Icon 2: দাম ও অন্যান্য তথ্য

Noise ColorFit Icon 2 স্মার্টওয়াচটি ভারতে লঞ্চ করা হয়েছে 1,999 টাকায়। অনলাইনে Flipkart এবং goonies.com থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এলিট ব্ল্যাক এবং এলিট সিলভার এই দুই রঙে স্মার্টওয়াচটি কিনতে পারবেন কাস্টমাররা।

Noise ColorFit Icon 2: ফিচার ও স্পেসিফিকেশন

Noise ColorFit Icon 2 স্মার্টওয়াচে দেওয়া হয়েছে একটি 1.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজ়োলিউশন 368X448 পিক্সেল। স্মার্টওয়াচটিতে রয়েছে AI ভয়েস অ্যাসিস্যান্ট, যা Siri ও Google Assistant সাপোর্ট করে।

ব্লুটুথ কলিং ফাংশনালিটির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে এতে। স্মার্টওয়াচ থেকেই সরাসরি ফোন কল করা এবং রিসিভ করার মতো সুবিধা রয়েছে এতে। বিল্ট-ইন স্পিকার্স এবং মাইক্রোফোন দেওয়া হয়েছে ওয়্যারেবলটিতে। এর দ্বারা ইউজাররা সাম্প্রতিকতম কল লগ অ্যাক্সেস করতে পারবেন এবং ডিভাইসের 10টা পর্যন্ত কন্ট্যাক্ট স্টোর করে রাখতে পারবেন।

Noise Health Suite-এর সমস্ত সুবিধা দেওয়া হবে স্মার্টওয়াচ ব্যবহারকারীদের। SpO2, স্লিপ, স্ট্রেস, ব্রিদ প্র্যাকটিস এবং ফিমেল সাইকেলের মতো একাধিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ট্র্যাক করতে পারে স্মার্টওয়াচটি। হ্যান্ডি প্রোডাক্টিভিটি স্যুটও রয়েছে এতে, যা বেশ কিছু বিষয়ে আপনাকে রিমাইন্ডার এবং ওয়েদার ফরকাস্ট সম্পর্কিত তথ্য দিতে পারবে। সেই সঙ্গেই আবার 60টিরও বেশি স্পোর্টস মোড এবং 150টিরও বেশি ওয়াচ ফেস দেওয়া হয়েছে এই Noise ColorFit Icon 2 ঘড়িতে।

এই স্মার্টওয়াচটি IP68 রেটিং প্রাপ্ত, ডাস্ট ও ওয়াটার রেজ়িস্ট্যান্ট। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, Noise ColorFit Icon 2 স্মার্টওয়াচটি এক চার্জে এক সপ্তাহের জন্য ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।