ভারতে লঞ্চ হয়েছে Noise সংস্থার নতুন স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 09, 2021 | 7:28 AM

Noise কালারফিট প্রো ৩ অ্যাসিস্ট স্মার্টওয়াচ এবং Noise বাডস VS103 ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডস, এই দুই ডিভাইস লঞ্চ হয়েছে দেশে।

ভারতে লঞ্চ হয়েছে Noise সংস্থার নতুন স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস, দাম কত?
জেনে নিন, ভারতে এই দুই ডিভাইসের দাম কত?

Follow Us

ভারতে Noise সংস্থার একটি স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস লঞ্চ হয়েছে সম্প্রতি। জানা গিয়েছে, Noise কালারফিট প্রো ৩ অ্যাসিস্ট স্মার্টওয়াচ এবং Noise বাডস VS103 ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডস লঞ্চ হয়েছে দেশে। Noise ColorFit Pro 3 Assist smartwatch- এ রয়েছে একটি আয়তাকার ডায়াল। পাঁচটি রঙের অপশন রয়েছে এই স্মার্টওয়াচের জন্য। এর সাহায্যে SpO2 মনিটর করা সম্ভব। এছাড়াও ১৪ ধরনের স্পোর্টস মোড, হার্ট রেট মনিটর ফিচার রয়েছে Noise ColorFit Pro 3 Assist স্মার্টওয়াচে। এই ডিভাইস আবার ওয়াটার রেসিসট্যান্ট।

অন্যদিকে, Noise Buds VS103 TWS earbuds- এর stem-style ডিজাইন এবং টাচ ফাংশন এর ইউএসপি। দুটো রঙের অপশনে এই ইয়ারবাডস পাওয়া যাচ্ছে। Noise সংস্থার দাবি, এই ইয়ারবাডসে মোট ১৮ ঘণ্টার প্লেটাইম পাওয়া সম্ভব। অর্থাৎ পুরো চার্জ থাকলে এই ইয়ারবাডস টানা ১৮ ঘণ্টা চালানো যাবে বা ব্যবহার করা যাবে।

ভারতে Noise ColorFit Pro 3 Assist smartwatch এবং Noise Buds VS103 TWS earbuds- এর দাম কত?

  • জানা গিয়েছে, ভারতে Noise ColorFit Pro 3 Assist smartwatch- এর দাম ৫৯৯৯ টাকা। জেট ব্ল্যাক, জেট ব্লু, রোজ পিঙ্ক, স্মোক গ্রিন এবং স্মোক গ্রে- এই পাঁচটি রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। Noise- এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এখন এই স্মার্টওয়াচ কেনা যাচ্ছে ৩৯৯৯ টাকায়। অর্থাৎ ২ হাজার টাকা সাশ্রয়ের সুযোগ রয়েছে ক্রেতাদের কাছে।
  • অন্যদিকে জানা গিয়েছে, Noise Buds VS103 TWS earbuds- এর দাম ভারতে ২৯৯৯ টাকা। কালো এবং সাদা- এই দুই রঙে পাওয়া যাচ্ছে এই ইয়ারবাডস। ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকে এখন এই ইয়ারবাডস কেনা যাচ্ছে ১৪৯৯ টাকায়। অর্থাৎ ১৫০০ টাকা সাশ্রয় করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। উল্লেখ্য, দু’ক্ষেত্রেই ইন্ট্রোডাক্টরি প্রাইস হিসেবে দুটো প্রোডাক্টের দাম কমেছে।

আরও পড়ুন- Samsung Galaxy Watch 4 Classic: এই স্মার্টওয়াচের সম্ভাব্য ফিচারগুলি জেনে নিন

Next Article