ভারতে Noise সংস্থার একটি স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস লঞ্চ হয়েছে সম্প্রতি। জানা গিয়েছে, Noise কালারফিট প্রো ৩ অ্যাসিস্ট স্মার্টওয়াচ এবং Noise বাডস VS103 ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডস লঞ্চ হয়েছে দেশে। Noise ColorFit Pro 3 Assist smartwatch- এ রয়েছে একটি আয়তাকার ডায়াল। পাঁচটি রঙের অপশন রয়েছে এই স্মার্টওয়াচের জন্য। এর সাহায্যে SpO2 মনিটর করা সম্ভব। এছাড়াও ১৪ ধরনের স্পোর্টস মোড, হার্ট রেট মনিটর ফিচার রয়েছে Noise ColorFit Pro 3 Assist স্মার্টওয়াচে। এই ডিভাইস আবার ওয়াটার রেসিসট্যান্ট।
অন্যদিকে, Noise Buds VS103 TWS earbuds- এর stem-style ডিজাইন এবং টাচ ফাংশন এর ইউএসপি। দুটো রঙের অপশনে এই ইয়ারবাডস পাওয়া যাচ্ছে। Noise সংস্থার দাবি, এই ইয়ারবাডসে মোট ১৮ ঘণ্টার প্লেটাইম পাওয়া সম্ভব। অর্থাৎ পুরো চার্জ থাকলে এই ইয়ারবাডস টানা ১৮ ঘণ্টা চালানো যাবে বা ব্যবহার করা যাবে।
ভারতে Noise ColorFit Pro 3 Assist smartwatch এবং Noise Buds VS103 TWS earbuds- এর দাম কত?
আরও পড়ুন- Samsung Galaxy Watch 4 Classic: এই স্মার্টওয়াচের সম্ভাব্য ফিচারগুলি জেনে নিন