Samsung Galaxy Watch 4 Classic: এই স্মার্টওয়াচের সম্ভাব্য ফিচারগুলি জেনে নিন

শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক মডেলে গুগল অ্যাসিসট্যান্ট এবং Bixby ভয়েস অ্যাসিসট্যান্ট, দু'ধরনের সাপোর্টই থাকবে।

Samsung Galaxy Watch 4 Classic: এই স্মার্টওয়াচের সম্ভাব্য ফিচারগুলি জেনে নিন
শোনা যাচ্ছে, দুটো রঙের অপশনে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2021 | 9:16 PM

আগামী ১১ অগস্ট অনুষ্ঠিত হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট। সেখানে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ এবং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক। শোনা যাচ্ছে, দুটো রঙের অপশনে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক। এই প্রথম স্যামসাং গ্যালাক্সির স্মার্টওয়াচ লঞ্চ হতে চলেছে যেখানে গুগলের Wear OS থাকবে। এছাড়াও শোনা গিয়েছে, এই স্মার্টওয়াচে নাকি গুগল অ্যাসিসট্যান্ট এবং Bixby ভয়েস অ্যাসিসট্যান্ট- দুইয়েরই সাপোর্ট থাকবে।

জনপ্রিয় টিপস্টার Evan Blass- এর দাবি, কালো এবং সাদা রঙে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক। ঘড়ির ডায়ালের ডানদিকে থাকতে পারে দুটো বাটন। শোনা গিয়েছে, স্টেনলেস স্টিলের কেস বা বাক্সে রাখা থাকতে পারে গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক। এই স্মার্টওয়াচের ডায়ালের ডিসপ্লেতে সুরক্ষার জন্য Gorilla Glass DX থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই ঘড়িতে 5 ATM ওয়াটার রেসিসট্যান্স, MIL-STD-810G সার্টিফিকেশন এবং জিপিএস ফিচার থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক স্মার্টওয়াচের মডেল নম্বর SM-R880।

গুগল এবং স্যামসাং, বেশ কিছুদিন আগেই একজোট হয়েছিল এই দুই সংস্থা। তাদের লক্ষ্য ছিল স্যামসাংয়ের স্মার্টওয়াচের Wear OS (ওয়ারেবল অপারেটিং সিস্টেম) আরও উন্নত এবং আধুনিক করা। সেই জন্য গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিকে গুগলের Wear OS থাকবে। অন্যদিকে আবার শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক মডেলে গুগল অ্যাসিসট্যান্ট এবং Bixby ভয়েস অ্যাসিসট্যান্ট, দু’ধরনের সাপোর্টই থাকবে। ১১ অগস্ট স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে দু’টি ফোল্ডেবল ফোনও লঞ্চ হতে পারে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩- এই দুটো স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Xiaomi Mi Pad 5: শাওমির নতুন ট্যাব লঞ্চ হতে চলেছে, কবে আসছে এমআই প্যাড ৫?