Noise-এর স্মার্ট রিংয়ের বিক্রি শুরু, আংটিই খেয়াল রাখবে স্বাস্থ্যের; শুরুতেই 3000 টাকার ছাড়
Noise Luna Smart Ring Price: নয়েজ (Noise) কয়েক মাস আগে লুনা রিং (Luna Ring) চালু করেছে। আর এতদিন মানুষ এই রিংটি কেনার অপেক্ষায় ছিল। এবার এটির প্রি-বুকিং শুরু হল। আপনি এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই Noise Luna Ring-এর দাম কত, আর এতে কী কী ফিচার রয়েছে।
স্মার্টওয়াচ ছেড়ে বাজারে বর্তমানে স্মার্ট রিং নিয়ে আসছে কোম্পানিগুলি। ফলে মানুষের মধ্যেও স্মার্ট রিংয়ের ক্রেজ বাড়ছে। একটি স্মার্টওয়াচ যে সব কাজ করতে পারে, তার থেকে কয়েকগুণ বেশি কাজ করার ক্ষমতা দেওয়া হচ্ছে স্মার্ট রিং-এ। নয়েজ (Noise) কয়েক মাস আগে লুনা রিং (Luna Ring) চালু করেছে। আর এতদিন মানুষ এই রিংটি কেনার অপেক্ষায় ছিল। এবার এটির প্রি-বুকিং শুরু হল। আপনি এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই Noise Luna Ring-এর দাম কত, আর এতে কী কী ফিচার রয়েছে।
নয়েজ লুনা রিং-এর দাম কত?
Noise Luna Smart Ring-এর দাম 14,999 টাকা। তবে আপনি যদি Priority Access Pass-এর সাহায্যে প্রি-বুক করেন তারা 3,000 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। সেই পাস আপনি অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, যদি প্রি-বুক করেন, তাহলে যেদিন এটির বিক্রি শুরু হবে। আপনি এই রিং-এ 1,000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফলে প্রি-বুক করার পর 14,999 টাকার পরিবর্তে আপমি মাত্র 11,999 টাকায় নয়েজ লুনা স্মার্ট রিং কিনে ফেলতে পারবেন।
Noise Luna Smart Ring-এ বিশেষ কী আছে?
নয়েজ লুনা রিংটি হালকা ওজনের এবং স্টাইলিশ স্মার্ট রিং। এই স্মার্ট রিংটি আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখে। আপনি কতক্ষণ ঘুমচ্ছে, ঠিক মতো ঘুমচ্ছেন কি না, শরীরে কোন কোন মাত্রা কম আছে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দিতে পারবে এই স্মার্ট রিং। এটি ফাইটার-জেট গ্রেড টাইটানিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, ফলে এটিকে স্ক্র্যাচ এবং জং পড়া থেকে রক্ষা করবে। লুনা রিং-এ একটি ইনফ্রারেড ফটোপ্লেথিসমোগ্রাফি (পিপিজি) সেন্সর, ত্বকের তাপমাত্রা মাপার সেন্সর রয়েছে। এছাড়াও রয়েছে আরও অনেক দুর্দান্ত ফিচার, যা আপনাার স্বাস্থ্য ট্র্যাক করতে পারবে। প্রতি পাঁচ মিনিটে, এটি শরীরের তাপমাত্রা এবং হৃদস্পন্দন এবং রক্ত-অক্সিজেনের মাত্রা রেকর্ড করে।