AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OnePlus Community Sale: সেল শুরু 4 জুন থেকে, এসব গ্যাজেটে পাওয়া যাবে বাম্পার ডিসকাউন্ট

OnePlus Community Sale Date: কোম্পানিটি তার গ্রাহকদের জন্য 4 জুন থেকে সেল শুরু করতে চলেছে। এই সেল চলাকালীন, আপনি কোম্পানির অনেক পণ্য সস্তায় পাবেন। তাই যারা অনেক দিন ধরে প্ল্যান করার পরেও কিনে উঠতে পারেননি। তাদের জন্য এর থেকে ভাল সুযোগ আর নেই।

OnePlus Community Sale: সেল শুরু 4 জুন থেকে, এসব গ্যাজেটে পাওয়া যাবে বাম্পার ডিসকাউন্ট
| Edited By: | Updated on: Jun 03, 2023 | 12:14 PM
Share

ভারতীয় বাজারে OnePlus ব্র্যান্ডের পণ্যগুলির বেশ জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকে মাথায় রেকেই কোম্পানিটি একের পর এক প্রোডাক্ট বাজারে এনে চলেছে। অনেকেই অনলাইনে শিপং করতে পছন্দ করেন। তাই ই-কমার্স সাইটগুলিও অনেক অফার দেয় এই কোম্পানিটির প্রোডাক্টে। তবে এ কথাও মানতে হবে, OnePlus-এর যে কোনও ডিভাইসেরই দাম তুলনামূলক বেশি। তাই কোম্পানিটি একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। কোম্পানিটি তার গ্রাহকদের জন্য 4 জুন থেকে সেল শুরু করতে চলেছে। এই সেল চলাকালীন, আপনি কোম্পানির অনেক পণ্য সস্তায় পাবেন। তাই যারা অনেক দিন ধরে প্ল্যান করার পরেও কিনে উঠতে পারেননি। তাদের জন্য এর থেকে ভাল সুযোগ আর নেই।

এই সেল কতদিন চলবে?

4 জুন 2023 থেকে শুরু হওয়া OnePlus কমিউনিটি সেল 11 জুন 2023 পর্যন্ত লাইভ থাকবে। অনেক ধরনের অফার পেয়ে যাবেন এই সেলে। আপনি যদি পেমেন্টের জন্য ICICI ব্যাঙ্ক কার্ড ব্যবহার করেন, তাহলে অতিরিক্ত ডিসকাউন্টের সুবিধাও পাবেন। চলুন জেনে নেওয়া যাক কীসের উপর ছাড় পাবেন।

OnePlus Community Sale চলাকালীন গ্রাহকরা OnePlus Ensemble অফারও পাবেন। এই অফারের অধীনে কোম্পানি একসঙ্গে দুই বা তিনটি প্রোডাক্ট কিনলে বাম্পার ছাড় দেওয়া হবে। কোম্পানির অফিসিয়াল সাইট থেকে OnePlus 11, OnePlus Pad এবং OnePlus Buds Pro 2 তিনটি প্রোডাক্ট কিনতে পারবেন। তবে এর মধ্যেও একটি সুবিধা রয়েছে। আপনি যদি তিনটি ডিভাইসের প্যাকেজ কেনেন, তবে 4 হাজার ছাড় দেওয়া হবে। ছাড়ের পর এই তিনটি ডিভাইসের দাম পড়বে 1 লাখ 9 হাজার 997 টাকা।

এখানেই শেষ নয়, আপনি অন্যান্য অনেক ডিভাইসেও ছাড় পেয়ে যাবেন। OnePlus 11 কিনলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। তবে এর জন্য আপনাকে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড (নন-ইএমআই বা ইএমআই)-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। ঘটবে। এই অফারের সুবিধা তখনই পাবেন, যখন কোম্পানির অফিসিয়াল সাইট, কোম্পানির স্টোর এবং অ্যামাজন থেকে কিনবেন। এছাড়াও 4G ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 6 হাজার ছাড় পাওয়া যাবে। স্মার্টফোন ছাড়াও স্মার্ট টিভিতেও ডিসকাউন্ট পাবেন। কোম্পানির OnePlus TV 65 Q2 Pro মডেলচি সেল চলাকালীন 5,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।