AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OnePlus Nord Buds 2 চলবে টানা 27 ঘণ্টা, এক ইয়ারবাডসে এত ফিচার!

OnePlus Nord Buds 2 Price: OnePlus Nord Buds 2-এ দুর্দান্ত সব ফিচার দিয়েছে। এছাড়াও AI অ্যালগরিদমও দেওয়া হয়েছে। ভারতে 2,999 টাকা দামে বাডটি আনা হয়েছে।

OnePlus Nord Buds 2 চলবে টানা 27 ঘণ্টা, এক ইয়ারবাডসে এত ফিচার!
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 12:48 PM
Share

OnePlus Nord Buds 2 Features: OnePlus 4 এপ্রিল মঙ্গলবার, তার মিড-বাজেট স্মার্টফোন OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি Nord CE 2 Lite 5G-এর আপডেটেড ভার্সন। OnePlus Nord CE 3 Lite 5G-এর প্রারম্ভিক মূল্য 19,999 টাকা। তবে OnePlus India তার মেগা ইভেন্টে আরও একটি চমক দিয়েছে। তা হল ফোনটির সঙ্গে একটি স্টাইলিস ইয়ারবাড OnePlus Nord Buds 2 লঞ্চ করেছে। OnePlus Nord Buds 2-এ দুর্দান্ত সব ফিচার দিয়েছে। OnePlus Nord Buds 2-এ AI অ্যালগরিদমও দেওয়া হয়েছে। ভারতে 2,999 টাকা দামে বাডটি আনা হয়েছে। ওয়ানপ্লাস দুই বছর আগে তাদের নর্ড সিরিজ চালু করেছিল। আর চালু করার পর থেকেই মানুষের কাছে বিরাট জনপ্রিয়তা পেয়েছে এই সিরিজটি। আর তারপরেই একের পর এক অসাধারণ ইয়ারবাড ও স্মার্টফোন এনে চলেছে কোম্পানিটি।

OnePlus Nord Buds 2 ইয়ারবাডটি কবে, কোথা থেকে কিনবেন?

OnePlus Nord Buds 2 ইয়ারবাডটি 11 এপ্রিল থেকে কিনতে পারবেন। আপনি OnePlus অফিসিয়াল সাইট (OnePlus.in), Amazon India, Myntra, Flipkart, OnePlus Store অ্যাপ এবং Nord Buds 2 সহ আরও অন্যান্য স্টোর থেকে এই ইয়ারবাডগুলি কিনে নিতে পারবেন। এই নতুন ইয়ারবাডে আপনি অনেক অফারও পাবেন। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড-এ কিনলে অনেক ছাড় পাবেন। এছাড়াও যদি EMI-এ কেনেন এবং নেট-ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কেনেন, তাহলে 200 টাকার ইন্সট্যান্ট ছাড় পেয়ে যাবেন।

কেনার আগে OnePlus Nord Buds 2-এর ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন:

OnePlus Nord Buds 2 TWS ইয়ারবাডে 12.4mm ডাইনামিক ড্রাইভার এবং টাইটানাইজড ভাইব্রেটিং ডায়াফ্রাম দেওয়া হয়েছে। এই ডাইভারগুলি বেসওয়েভ নামক কোম্পানির বেস এনহান্সমেন্ট অ্যালগরিদমের মাধ্যমে সাপোর্ট করে।

এছাড়াও এই OnePlus Nord Buds 2 TWS ইয়ারবাডে আরও অনেক ফিচার রয়েছে। 25dB পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার পেয়ে যাবেন। এই ইয়ারবাডগুলিতে ডুয়াল-মাইক ডিজাইন এবং IP55 ধুলো- এবং জল-প্রতিরোধী রেটিং রয়েছে। এছাড়াও, ডলবি অ্যাটমস, ওয়ানপ্লাস ফাস্ট পেয়ার, সাউন্ড মাস্টার ইকুয়ালাইজার এবং বিল্ট-ইন ডিরাক অডিয়ো টিউনারের মতো উন্নত অডিয়ো ফিচার রয়েছে।

ব্যাটারি সম্পর্কে বলতে গেলে, চার্জিং কেস একটি 480mAh ব্যাটারি সহ আসে এবং প্রতিটি বাডে 41mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বাড এবং কেস এএনসি চালু থাকলে 27 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক সময় এবং ANC বন্ধ থাকলে 36 ঘন্টা পর্যন্ত চলে। মাত্র 10 মিনিট চার্জ করার পরে ANC বন্ধ থাকলে তারা 5 ঘন্টা পর্যন্ত চলতে পারে।