AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশ্ববাজারে ঝড় তুলে PlayStation VR2 এবার ভারতেও চলে এল, দাম কত?

PlayStation VR2-এর দাম রাখা হয়েছে 57,990 টাকা। হিসেব বলছে, হেডসেটটি PlayStation 5-এর থেকেও বেশি দামি। ডিভাইসটি আপনি ক্রয় করতে পারবেন অ্যামাজ়ন, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা-সহ অনলাইনে আরও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। PS VR2তে চারটি ট্র্যাকিং ক্যামেরা রয়েছে। পাশাপাশি পাসথ্রু মোডও দেওয়া হয়েছে, যা আপনার চারদিকে কী ঘটছে, সে সম্পর্কে একটা ধারণা দিতে পারে।

বিশ্ববাজারে ঝড় তুলে PlayStation VR2 এবার ভারতেও চলে এল, দাম কত?
দ্বিতীয় প্রজন্মের প্লেস্টেশন ভিআর হেডসেট এবার ভারতে।
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 5:26 PM
Share

PlayStation VR2 এবার ভারতে লঞ্চ হয়ে গেল। প্রায় এক বছর আগে এই ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেটটি বিশ্বের অন্যান্য প্রান্তে হাজির হয়েছিল। অতঃপর ভারতেও এসে গেল প্লেস্টেশনের দ্বিতীয় প্রজন্মের এই ভার্চুয়াল হেডসেট। 4K HDR রেজ়োলিউশন সাপোর্ট করছে এটি। PlayStation VR2তে দেওয়া হয়েছে OLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট 120Hz।

আগের মডেল অর্থাৎ প্লেস্টেশনের প্রথম ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেটের মতোই নতুন PS VR2ও আপনার মুখের সঙ্গে সুবিধাজনক অবস্থানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। Sony এর সঙ্গে একটি নতুন লেন্স অ্যাডজাস্টমেন্ট ডায়াল, ভাইব্রেশন ফিডব্যাক এবং কন্ট্রোলারের জন্য অ্যাডভান্সড হ্যাপটিক্স দিয়েছে।

কম্ফোর্টেবল ভিউয়িংয়ের জন্য ভিআর হেডসেটটিতে রয়েছে একটি নতুন লেন্স অ্যাডজাস্টমেন্ট ডায়াল। 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, ফোভেটেড রেন্ডারিং, আই ট্র্যাকিং টেকনোলজির মতো একাধিক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে এই PlayStation VR2 হেডসেটে। আই-ট্র্যাকিং টেকনোলজি থাকার ফলে যে কোনও ছবি বা ভিডিয়োর রেন্ডারিং ওয়ার্কলোড অনেকটা কমাতে পারে। ফলে ব্যবহারকারীর চোখের উপরে কোনও প্রভাবও পড়ে না।

PS VR2তে চারটি ট্র্যাকিং ক্যামেরা রয়েছে। পাশাপাশি পাসথ্রু মোডও দেওয়া হয়েছে, যা আপনার চারদিকে কী ঘটছে, সে সম্পর্কে একটা ধারণা দিতে পারে। তবে মেটার স্ট্যান্ডআলোন হেডসেটের মতো এটি নয়। PS VR2-এর ফিচারগুলি অপারেট করতে আপনাকে ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে PlayStation 5 কানেক্ট করে রাখতে হবে।

এখন প্রশ্ন হচ্ছে, ডিভাইসটি আপনি কোথা থেকে কিনতে পারবেন, তার জন্য কত টাকাই বা ব্যয় করতে হবে। PlayStation VR2-এর দাম রাখা হয়েছে 57,990 টাকা। হিসেব বলছে, হেডসেটটি PlayStation 5-এর থেকেও বেশি দামি। ডিভাইসটি আপনি ক্রয় করতে পারবেন অ্যামাজ়ন, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা-সহ অনলাইনে আরও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে।