ভারতে লঞ্চ হয়েছে দুটো নতুন ইয়ারফোন (earphones)। এই দুটো ইয়ারফোনই নেকব্যান্ড স্টাইলের ওয়্যারলেস ইয়ারফোন (neckband-style wireless earphones)। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Portronics Harmonics 250 এবং Portronics Harmonics X1। নেকব্যান্ড স্টাইলের এই দুই হেডফোনে রয়েছে ইন-ইয়ার ডিজাইন এবং ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি। যেকোনও স্মার্ট ডিভাইসের সঙ্গে সহজেই সংযুক্ত করা যায় এই দুই ইয়ারফোন। Portronics Harmonics 250 এই ইয়ারফোন ভারতে লঞ্চ হয়েছে দুটো রঙে। অন্যদিকে, Portronics Harmonics X1 ইয়ারফোন ভারতে লঞ্চ হয়েছে তিনটি আলাদা রঙে। এই দুই ওয়্যারলেস হেডফোনে রয়েছে টাইপ-সি ইউএসবি কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে ম্যাগনেটিক লক। এই ফিচারের সাহায্যে যখন ইয়ারপিস ব্যবহার হয় না তখন সেগুলো যুক্ত রাখে।
ভারতে এই দু’টি নেকব্যান্ড স্টাইলে ওয়্যারলেস ইয়ারফোনের দাম কত?
Portronics Harmonics 250- এর দাম ভারতে ১১৯৯ টাকা। কালো এবং সবুজ রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারফোন। অন্যদিকে, Portronics Harmonics X1 ইয়ারফোনের দাম ভারতে ৯৯৯ টাকা। কালো, সবুজ এবং লাল রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারফোন। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং দেশের অন্যান্য বড় বড় দোকান থেকে এই ইয়ারফোন কেনা যাবে। দুটো ইয়ারফোনেই থাকছে এক বছরের ওয়ারেন্টি।
Portronics Harmonics 250- এই ওয়্যারলেস নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার
Portronics Harmonics X1- এই ওয়্যারলেস নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার
আরও পড়ুন- Oppo Pad: এই প্রথম ট্যাবলেট লঞ্চ করল ওপ্পো, বড় ডিসপ্লে, বীভৎস ব্যাটারি, দাম ও ফিচার্স জেনে নিন