Realme Book: ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমির ল্যাপটপ? দামই বা কত হবে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 13, 2021 | 3:05 PM

শোনা গিয়েছে, অগস্ট মাসের শেষের দিকে দেশে রিয়েলমি বুক লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম হবে ৪০ হাজার টাকার মধ্যে। 

Realme Book: ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমির ল্যাপটপ? দামই বা কত হবে
ছবি সৌজন্যে অ্যানড্রয়েড অথরিটি।

Follow Us

চিনের টেক জায়ান্ট রিয়েলমির ল্যাপটপ লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে অগস্ট মাসে দেশে লঞ্চ হতে পারে রিয়েলমির ল্যাপটপ বা রিয়েলমি বুক। এই ডিভাইসের দাম হতে পারে ৪০ হাজার টাকার কম। এর মধ্যেই অনলাইনে এই ল্যাপটপের বেশ কিছু ফিচার প্রকাশ হয়েছে। যদিও সেগুলো সবই বিভিন্ন টিপস্টার সূত্রে পাওয়া। রিয়েলমি সংস্থা এখনও তাদের রিয়েলমি বুক প্রসঙ্গে বিশেষ কিছু  জানাননি।

অনলাইনে প্রকাশ হওয়া রিয়েলমি বুকের বিভিন্ন ফিচার

  • এই ডিভাইসে থাকতে পারে লেটেস্ট ইন্টেল কোর আই৩ এবং কোর আই৫ প্রসেসর।
  • ১৪ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন থাকতে পারে রিয়েলমি বুকে।
  • মাল্টিপল কানেকটিভিটি অপশন থাকার সম্ভাবনা রয়েছে এই ডিভাইসে।
  • একাধিক র‍্যাম এবং এসএসডি অপশন থাকতে পারে রিয়েলমি বুকে।
  • এই ডিভাইসে থাকতে পারে সিলভার ফিনিশ (ভিতর এবং বাইরে, দুই অংশে)।
  • আইল্যান্ড স্টাইল ব্ল্যাক কিবোর্ড থাকার সম্ভাবনা রয়েছে এই ল্যাপটপে।
  • রিয়েলমি বুকের ক্ষেত্রে কিবোর্ডের উপরে ডানদিকে কোণে থাকতে পারে পাওয়ার বাটন। এই বাটনে ডবল ট্যাপ করলে তা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কাজ করবে।

ভারতে রিয়েলমি বুকের দাম কত হতে পারে? কোথায়ই বা পাওয়া যবে এই ল্যাপটপ?

ভারতে কবে রিয়েলমি বুক লঞ্চ হবে কিংবা কত দাম হবে এই ডিভাইসের, তা এখনও নির্দিষ্ট ভাবে জানায়নি রিয়েলমি সংস্থা। তবে শোনা গিয়েছে, অগস্ট মাসের শেষের দিকে দেশে রিয়েলমি বুক লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম হবে ৪০ হাজার টাকার মধ্যে।

রিয়েলমি বুক- এর সম্ভাব্য আরও কিছু ফিচার

  • ১৪ ইঞ্চির ফুল এইচডি এলইডি anti-glare ডিসপ্লে থাকতে পারে এই ল্যাপটপে। তার সঙ্গে চারধারে থাকতে পারে স্লিম বেজেলস ডিজাইন।
  • এই ল্যাপটপের ওজন হতে পারে ১.৫ কেজি। লম্বায় ৩০৭ মিলিমিটার, চওড়ায় ২২৯ মিলিমিটার এবং ১৬ মিলিমিটার পুরু হতে পারে এই রিয়েলমি বুক।
  • এই ডিভাইসে 11th জেনারেশন ইন্টেল কোর আই৩ এবং কোর আই৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে মাল্টিপল র‍্যাম ও এসএসডি অপশন থাকতে পারে।
  • উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস সফটওয়্যার আগে থেকেই রিয়েলমি বুকে ইনস্টল করা থাকতে পারে।
  • টাইপ-সি এবং টাইপ-এ ইউএসবি কেবেলের সঙ্গে একটি মাইক্রোফোন-হেডফোন লাগানোর জ্যাক থাকতে পারে এই ল্যাপটপে।

আরও পড়ুন- Nothing Ear 1: আগামী ২৭ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে এই নতুন ইয়ারফোন, দাম কত?

Next Article