AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nothing Ear 1: আগামী ২৭ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে এই নতুন ইয়ারফোন, দাম কত?

ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ইয়ারফোন। ভারতে এর দাম ৫৯৯৯ টাকা।

Nothing Ear 1: আগামী ২৭ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে এই নতুন ইয়ারফোন, দাম কত?
ভারতে আসছে এই নতুন ইয়ারফোন।
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 9:44 AM
Share

ভারতে লঞ্চ হতে চলেছে নতুন ইয়ারফোন Nothing Ear 1। আগামী ২৭ জুলাই এই ইয়ারফোন লঞ্চ হবে দেশে। ফ্লিপকার্ট থেকে ৫৯৯৯ টাকায় কেনা যাবে Nothing Ear 1। এই সংস্থার পিছনে রয়েছে ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই। ভারতে Nothing Ear 1- এর অফিশিয়াল লঞ্চের সপ্তাহ দুই আগে এর দাম প্রকাশ্যে আনল সংস্থা। জানা গিয়েছে, Nothing Ear 1- এ থাকবে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। ফ্লিপকার্টে এই ইয়ারফোন কিনতে পাওয়া যাবে, একথা জানানোর পাশাপাশি Nothing Ear 1 প্রসঙ্গে বেশ কিছু তথ্য এবং ফিচার প্রকাশ্যে এনেছে সংস্থা।

Nothing Ear 1- এর বিভিন্ন ফিচার

  • খুব বেশি তথ্য এই ইয়ারফোন প্রসঙ্গে এখনও প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে, গ্লোবাল মার্কেটের তুলনায় অনেকটা কম দামেই ভারতে লঞ্চ হয়েছে Nothing Ear 1। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে সহজেই Nothing Ear 1 কিনতেও পারবেন ক্রেতারা।
  • Nothing Ear 1- এ থাকবে এএনসি বা অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। কিছুদিন আগে ভারতে পরপর রিয়েলমি এবং ওয়ানপ্লাসের ইয়ারবাডস লঞ্চ হয়েছে। সেখানেও এই এএনসি ফিচার লক্ষ্য করা গিয়েছে।
  • ২৭ জুলাই Nothing Ear 1 লঞ্চ হবে, এছাড়া আর কোনও তথ্য প্রকাশ্যে আনেনি সংস্থা। অনুমান, লঞ্চের আগে এই ইয়ারফোনের অন্যান্য ফিচার সম্পর্কে জানা যাবে।
  • আপাতত ট্রু ওয়্যারলেস ইয়ারফোন দিয়ে ব্যবসা শুরু করলেও আগামী দিনে অন্যান্য গ্যাজেট বা ডিভাইস লঞ্চের পরিকল্পনা রয়েছে এই সংস্থার। সূত্রের খবর, এই প্রসঙ্গে নাকি কাজও চলছে। মূলত স্মার্টফোন মেকিং এসেনসিয়াল জিনিসের উপর Nothing সংস্থা গুরুত্ব দিচ্ছে বলে শোনা গিয়েছে।
  • Nothing সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও কার্ল পেই জানিয়েছেন, গ্লোবাল মার্কেটে Nothing Ear 1- এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১০,২০০ টাকা। তার থেকে অনেকটা (প্রায় চার হাজার) কম দামে ভারতে আসছে Nothing Ear 1 ইয়ারফোন।
  • Nothing Ear 1 ইয়ারফোনের জন্য এর মধ্যেই ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজে তথ্য শেয়ার করা হয়েছে। যদিও ২৭ জুলাই কখন এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
  • বিশেষজ্ঞদের অনুমান, ওপ্পো, রিয়েলমি, ওয়ানপ্লাস ইত্যাদি সংস্থার ইয়ারফোনের সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই Nothing Ear 1 ইয়ারফোনের দাম গ্লোবাল মার্কেটের তুলনায় ভারতে অনেকটা কম রাখা হয়েছে।

আরও পড়ুন- Mi Anniversary Sale 2021: ভারতে শাওমির সাত বছর, একগুচ্ছ প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় দিচ্ছে সংস্থা