Realme Buds Q2: ২৪ জুন ভারতে লঞ্চ হবে রিয়েলমির এই ইয়ারবাড

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 18, 2021 | 9:38 PM

আপাতত রিয়েলমির এই ইয়ারবাডসের যে টিজার প্রকাশ হয়েছে সেখানে দেখা গিয়েছে সাদা এবং নীল রঙে পাওয়া যাবে এই ইয়ারবাডস। ২৪ জুন ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে লঞ্চ হবে এই ইয়ারবাডস।

Realme Buds Q2: ২৪ জুন ভারতে লঞ্চ হবে রিয়েলমির এই ইয়ারবাড
এর আগে পাকিস্তানে লঞ্চ হয়েছিল রিয়েলমির এই ইয়ারবাড।

Follow Us

ভারতে রিয়েলমি বাডস কিউ২ লঞ্চ হবে আগামী ২৪ জুন। ওই একই দিনে রিয়েলমির ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হবে রিয়েলমি নারজো ৩০ সিরিজ এবং একটি ৩২ ইঞ্চির স্মার্ট টিভি। চলতি বছর এপ্রিল মাসে পাকিস্তানে লঞ্চ হয়েছিল রিয়েলমির এই TWS ইয়ারফোন। এবার ভারতে লঞ্চ হওয়ার পালা। এই ইয়ারবাডসের সঙ্গেই থাকবে চার্জিং কেস। শোনা গিয়েছে, ২০ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক থাকবে।

রিয়েলমি বাডস কিউ২- তে থাকবে এনভারনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ইএনসি ফিচার সাপোর্ট। মূলত ফোনকলের ক্ষেত্রে এই ফিচার কাজে লাগে। এছাড়াও এখানে থাকবে একটি বিশেষ গেম মোড। ইএনসি ফিচারের পাশাপাশি এই ইয়ারবাডসে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচারও থাকবে। এই এএনসি ফিচার কিন্তু পাকিস্তানে লঞ্চ হওয়া ইয়ারবাডসে ছিল না।

আপাতত রিয়েলমির এই ইয়ারবাডসের যে টিজার প্রকাশ হয়েছে সেখানে দেখা গিয়েছে সাদা এবং নীল রঙে পাওয়া যাবে এই ইয়ারবাডস। ২৪ জুন ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে লঞ্চ হবে এই ইয়ারবাডস। পাকিস্তানে যখন এই ইয়ারবাডস লঞ্চ হয়েছিল তার দাম ছিল ভারতীয় মুদ্রায় ২৯৯৯ টাকা। অনুমান, ভারতীয় ভ্যারিয়েন্টের দাম এর আশপাশেই থাকবে।

রিয়েলমি বাডস কিউ২- এর সম্ভাব্য ফিচার

১। পাকিস্তানের মডেলের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের ডিজাইনে মিল থাকবে। বলা হচ্ছে, চার্জিং কেস- সহ এই ইয়ারবাডসের ২০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক লাইফ থাকবে। নাহলে এক একটি ইয়ারবাড ৫ ঘণ্টা করে প্লেব্যাক লাইফ দেবে বলে দাবি করেছে রিয়েলমি সংস্থা।

২। এই ইয়ারবাডসে থাকবে একটি নতুন গেম মোড। এই ফিচারের সাহায্যে low latency of 88ms সুবিধা পাওয়া যাবে। অডিয়ো থেকে ভিডিয়োতে যাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। গান চালানো বা বন্ধ করা এবং কল রিসিভ করা বা শেষ করার জন্য টাচ কন্ত্রোল সাপোর্ট থাকবে এই ইয়ারবাডসে। এই টাচ কন্ট্রোল গেমিং মোডের ক্ষেত্রেও কাজ করবে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন কীভাবে?

Next Article