Realme GT Neo 3: আজ থেকেই সেলে হাজির রিয়েলমি জিটি নিও ৩ ও স্মার্টটিভি এক্স ফুল এইচডি, রয়েছে অবাক করা অফার

Realme Smart TV X Full HD: সদ্য লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও ৩ এবং রিয়েলমি স্মার্টটিভি এক্স কেনাকাটির জন্য উপলব্ধ হতে চলেছে ৪ মে, বুধবার থেকে। সেলের প্রথম দিনই কী কী অফার থাকছে, একবার দেখে নিন।

Realme GT Neo 3: আজ থেকেই সেলে হাজির রিয়েলমি জিটি নিও ৩ ও স্মার্টটিভি এক্স ফুল এইচডি, রয়েছে অবাক করা অফার
রিয়েলমি জিটি নিও ৩।
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2022 | 9:14 AM

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ৩ (Realme GT Neo 3) এবং রিয়েলমি স্মার্টটিভি এক্স ফুল এইচডি (Realme Smart TV X Full HD)। ৪ মে, বুধবার থেকে রিয়েলমির এই স্মার্টফোন এবং স্মার্টটিভি কেনাকাটির জন্য উপলব্ধ হতে চলেছে। এদের মধ্যে রিয়েলমি জিটি নিও ৩ ফোনটিতে রয়েছে ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। তার থেকেও বড় কথা হল, এই লেটেস্ট রিয়েলমি ফোনের একটি ৮০ওয়াট সুপারডার্ট চার্জিং ভ্যারিয়েন্টও লঞ্চ করা হয়েছে ভারতের মার্কেটে। অন্য দিকে আবার রিয়েলমি স্মার্টটিভি এক্স ফুল এইচডি-তে রয়েছে একটি মিডিয়াটেক ৬৪ বিট কোয়াড কোর প্রসেসর। দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটি রয়েছে এই টিভির। ২৪ ওয়াট ডলবি অডিও স্পিকার্স এবং অ্যান্ড্রয়েড ১১ সাপোর্ট করবে এই স্মার্টটিভি।

রিয়েলমি জিটি নিও ৩

রিয়েলমি জিটি নিও ৩ ফোনে রয়েছে ৪,৫০০এমএএইচ ব্যাটারি, যা ১৫০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দেওয়া হয়েছে। রয়েছে ওয়াইড-অ্যাঙ্গেল ট্রিপল ক্যামেরা, যাতে সনি ফ্ল্যাগশিপ সেন্সর IMX766 রয়েছে। এই প্রাইমারি ক্যামেরাটি ওইয়াইড অ্যাঙ্গেল ৫০ মেগাপিক্সেলের। একটি ৪সেমি ম্যাক্রো ক্যামেরাও রয়েছে ফোনটিতে। বেশ বড় ১২০ হার্ৎজ় অ্যামোলেড ডিসপ্লে রয়েছে রিয়েলমি জিটি নিও ৩ স্মার্টফোনে, যার স্ক্রিন টু বডি রেশিও ৯৪.২ শতাংশ। ডলবি অ্যাটমস ডুয়াল স্টিরিও স্পিকার্স সাপোর্ট করে ফোনটি।

রিয়েলমি স্মার্টটিভি এক্স ফুল এইচডি

রিয়েলমির এই লেটেস্ট স্মার্টটিভিতে বেজ়েল-লেস এলএইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। মোট সাতটি ডিসপ্লে মোড রয়েছে এই টিভির – স্ট্যান্ডার্ড, ভিভিড, স্পোর্ট, মুভি, গেম, এনার্জি সেভিং, ইউজার। ২৪ওয়াট ডলবি অডিও স্পিকার্স রয়েছে এই স্মার্টটিভিতে। পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ৬৪-বিট কোয়াড কোর প্রসেসর এবং সফ্টওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।

দাম ও অফার

রিয়েলমি জিটি নিও ৩ ফোনটির ১৫০ ওয়াটের ভ্যারিয়েন্টটির ১২জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ৪২,৯৯৯ টাকা। আবার এই ফোনের ৮০ ওয়াটের সুপারডার্ট চার্জ মডেলের ৮জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। হাই-এন্ড ৮জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ৩৮,৯৯৯ টাকা। বুধবার ঠিক দুপুর ১২টা থেকে এই ফোনের সমস্ত ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট থেকে কেনাকাটির জন্য উপলব্ধ হতে চলেছে।

রয়েছে আকর্ষণীয় অফারও। যে সব কাস্টমাররা এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ফ্লিপকার্ট থেকে এই ফোনটি ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন ৭,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আবার আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীরাও পেয়ে যাবেন এই ৭,০০০ টাকা ছাড়। তবে এই দুটি ব্যাঙ্কের অফারই কার্যকর হবে ইএমআই ট্রান্জাকশনের ক্ষেত্রে।

অন্য দিকে রিয়েলমি স্মার্টটিভি এক্স ফুল এইচডি ৪০ ইঞ্চির টিভির দাম ২২,৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চির টিভির দাম ২৫,৯৯৯ টাকা। ৪ ও ৫ মে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং সমস্ত মেইনলাইন চ্যানেলে পাওয়া যাবে এই টিভি।