Realme Pad: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির প্রথম ট্যাব ‘রিয়েলমি প্যাড’

ওয়াই-ফাই অনলি এবং ওয়াই-ফাই + ৪জি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে রিয়েলমি প্যাড। এর সঙ্গে একই দিনে দেশে লঞ্চ হয়েছে রিয়েলমি ৮ সিরিজের দু'টি স্মার্টফোন, রিয়েলমি ৮এস ৫জি এবং রিয়েলমি ৮আই।

Realme Pad: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির প্রথম ট্যাব 'রিয়েলমি প্যাড'
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির প্রথম ট্যাব রিয়েলমি প্যাড।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2021 | 10:32 PM

ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির প্রথম ট্যাব ‘রিয়েলমি প্যাড’। জানা গিয়েছে, রিয়েলমি সংস্থার প্রথম ট্যাবে রয়েছে একটি অক্টা-কোর MediaTek Helio G80 প্রসেসর। এছাড়া এই ট্যাবে রয়েছে ডলবি অ্যাটমোস সাউন্ড ফিচার। ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে রিয়েলমি প্যাডে। এছাড়াও ওয়াই-ফাই অনলি এবং ওয়াই-ফাই + ৪জি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে রিয়েলমি প্যাড। রিয়েলমি প্যাডের সঙ্গে একই দিনে দেশে লঞ্চ হয়েছে রিয়েলমি ৮ সিরিজের দু’টি স্মার্টফোন, রিয়েলমি ৮এস ৫জি এবং রিয়েলমি ৮আই। এছাড়াও লঞ্চ হয়েছে এই সংস্থার দু’টি পোর্টেবল স্পিকার Realme Cobbleএবং Realme Pocket।

রিয়েলমি প্যাডের দাম ভারতে কত?

ভারতে রিয়েলমি প্যাড ওয়াই-ফাই অনলি ভ্যারিয়েন্টের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৩,৯৯৯ টাকা। এই ট্যাবলেটেরই ওয়াই-ফাই + ৪জি ভ্যারিয়েন্টের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৫,৯৯৯ টাকা। আর রিয়েলমি প্যাডের ওয়াই-ফাই + ৪জি ভ্যারিয়েন্টের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৭,৯৯৯ টাকা। রিয়েল গোল্ড এবং রিয়েল গ্রে— এই দুই রঙে পাওয়া যাবে রিয়েলমি প্যাডের তিনটি মডেল। আগামী ১৬ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা থেকে রিয়েলমি প্যাডের ওয়াই-ফাই + ৪জি ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট Realme.com এবং বড় দোকান (major offline retailers) থেকে কেনা যাবে এই ট্যাব। রিয়েলমি প্যাডের ওয়াই-ফাই অনলি ভ্যারিয়েন্ট কবে থেকে বিক্রি শুরু হবে সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও।

রিয়েলমি প্যাডের বিভিন্ন ফিচার- 

  • অ্যানড্রয়েড ১১ সফটওয়্যার এবং একটি নতুন Realme UI রয়েছে রিয়েলমি প্যাডে।
  • এই ট্যাবে রয়েছে একটি ১০.৪ ইঞ্চি WUXGA+ ডিসপ্লে।
  • ট্যাবের ডিসপ্লের মধ্যে আগে থেকেই লোড করা রয়েছে নাইট মোড ফিচার, যাতে রাতের বেলা রিয়েলমি প্যাড ব্যবহার করলে ইউজারের চোখের সমস্যা না হয়। এছাড়াও রয়েছে ডার্ক মোড। এর সাহায্যে স্ক্রিনের উজ্জ্বলতা কমানো যায়। এর পাশাপাশি সানলাইট মোড। এর সাহায্যে রোদের মধ্যে বাইরে থাকলে ডিসপ্লে সর্বোচ্চ ব্রাইটনেস নিয়েই ইউজারের সামনে থাকবে।
  • রিয়েলমি প্যাডে রয়েছে MediaTek Helio G80 প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ।
  • এই ট্যাবের ডিসপ্লের উপর রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। সেখানে রয়েছে আলট্রা ওয়াইড লেন্স। এর সাহায্যে ১০৫ ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া সম্ভব।
  • রিয়েলমি প্যাডে রয়েছে চারটি ডায়নামিক স্পিকার। সেখানে রয়েছে ডলবি অ্যাটমোস সাউন্ড এবং হাই রেসোলিউশন অডিয়ো টেকনোলজি। এছাড়াও রয়েছে ডুয়াল মাইক্রোফোন। এর মাধ্যমে নয়েজ ক্যানসেলেশন মোড চালু করা সম্ভব। ভিডিয়ো কলের ক্ষেত্রে এই পরিষেবা অনেক সুবিধা দেবে ইউজারদের।
  • রিয়েলমির এই ট্যাবে আগে থেকেই ইনস্টল করা রয়েছে একটি স্মার্ট কানেক্ট ফিচার। এর সাহায্যে রিয়েলমি প্যাডের সঙ্গে রিয়েলমি ব্যান্ড বা রিয়েলমি ওয়াচ সংযুক্ত করা সম্ভব। এর মাধ্যমে ট্যাব আনলকও করা যাবে।
  • এই ডিভাইসের ব্যাটারি ৭১০০mAh। তার সঙ্গে রয়েছে ১৮W কুইক চার্জিং সাপোর্ট। এছাড়াও OTG cable- এর সাহায্যে এই ট্যাবে রিভার্স চার্জিং ফিচারের সাপোর্টও রয়েছে। রিয়েলমি প্যাডের ওজন ৪৪০ গ্রাম।

আরও পড়ুন- WhatsApp Latest Update: এবার হোয়াটসঅ্যাপের গ্রুপ ইনফোতে আসতে চলেছে নতুন আপডেট!