Realme TechLife Buds N100: নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন ভারতে লঞ্চ করেছে রিয়েলমি টেকলাইফ ব্র্যান্ড, দাম কত?
Realme TechLife Buds N100: কানেক্টিভিটি অনুযায়ী রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০ (Realme TechLife Buds N100) ইয়ারফোনে (Neckband Style Earphone) রয়েছে ব্লুটুথ ভি৫.২ সাপোর্ট।
রিয়েলমির টেকলাইফ (Realme TechLife) ব্র্যান্ডের নতুন ইয়ারফোন লঞ্চ হয়েছে ভারতে। নেকব্যান্ড স্টাইলের (neckband style earbuds) এই ইয়ারফোনের নাম রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০ (Realme TechLife Buds N100)। মূলত রিয়েলমি ৯ ৫জি সিরিজের ফোন এবং রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০- র সঙ্গে লঞ্চ হয়েছে এই নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন। সংস্থার দাবি, এই ইয়ারফোনে ১৭ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম থাকবে। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০। এই ইয়ারবাডসে রয়েছে একটি ইয়ার উইং ডিজাইন। ভারতে রিয়েলমি টেকলাইফের এই নতুন ইয়ারফোনের দাম ১২৯৯ টাকা। ফ্লিপকার্ট, রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট Realme.com এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে এই নেকব্যান্ড স্টাইলের ইয়ারবাডস কেনা যাবে। ১৫ মার্চ দুপুর ১২টা থেকে রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০- র বিক্রি শুরু হবে। কালো এবং ধূসর রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস।
রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০- র বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন একনজরে
- রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০ নেকব্যান্ড স্টাইলের ইয়ারবাডসে রয়েছে একটি ৯.২ এমএম ডায়নামিক bass ড্রাইভার। একটি মেটাল সাউনফ চেম্বারে প্যাক করা রয়েছে এই ডায়নামিক bass ড্রাইভার।
- এই ইয়ারবাডসে রয়েছে একটি ম্যাগনেটিক ব্লুটুথ কানেকশন ফিচার। এর ফলে দুটো ইয়ারবাডসকে একে অন্যের থেকে আলাদা করে দিলে তা ডিসকানেক্ট হয়ে যাবে।
- রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০ ইয়ারফোনে রয়েছে একটি সিলিকন নেকব্যান্ড। এই ইয়ারফোন IPX4 সার্টিফিকেশন যুক্ত একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না।
- কানেক্টিভিটি অনুযায়ী রিয়েলমি টেকলাইফ বাডস এন১০০ ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ভি৫.২ সাপোর্ট। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ১৭ ঘণ্টা পর্যন্ত অডিয়ো প্লেব্যাক টাইম দিতে পারবে এই ইয়ারফোন।
এই ইয়ারফোনের সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি টেকলাইফ ব্র্যান্ডে একটি স্মার্টওয়াচ। সেই ডিভাইসের নাম রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০। এই স্মার্টওয়াচে রয়েছে কালার ডিসপ্লে। এছাড়াও জানা গিয়েছে রিয়েলমি টেকলাইফ ব্র্যান্ডের এই স্মার্টওয়াচ একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে বলে দাবি করেছে রিয়েলমি টেকলাইফ সংস্থা।
ভারতে এই স্মার্টওয়াচের আসল দাম ২৪৯৯ টাকা। তবে ইন্ট্রোডাক্টরি প্রাইস হিসেবে ধার্য হয়েছে ১৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট Realme.com এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে রিয়েলমি টেকলাইফ ওয়াচ এস১০০ কেনা যাবে। আগামী ১৪ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হবে এই স্মার্টওয়াচের বিক্রি। কালো এবং ধূসর রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ।
আরও পড়ুন- Xiaomi Unknown Facts: মধ্যবিত্তের সেরা পছন্দ শাওমি সম্পর্কে এই ৬ তথ্য জানলে অবাক হবেন!