রিয়েলমির গ্লোবাল ইভেন্টে লঞ্চ হয়েছে Watch 2 এবং Watch 2 Pro, কী কী বৈশিষ্ট্য রয়েছে এই দু’টি স্মার্টওয়াচে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 16, 2021 | 9:38 AM

রিয়েলমির দু'টি স্মার্ট ওয়াচের পাশাপাশি রিয়েলমি জিটি ৫জি ফোনও লঞ্চ হয়েছে এই গ্লোবাল ইভেন্টে।

রিয়েলমির গ্লোবাল ইভেন্টে লঞ্চ হয়েছে Watch 2 এবং Watch 2 Pro, কী কী বৈশিষ্ট্য রয়েছে এই দুটি স্মার্টওয়াচে
ছবি সৌজন্যে টুইটার

Follow Us

গ্লোবাল মার্কেটে রিয়েলমির নতুন স্মার্টফোন ‘রিয়েলমি জিটি ৫জি’ লঞ্চ হওয়ার পাশাপাশি রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো, এই দু’টি স্মার্ট ওয়াচও লঞ্চ হয়েছে। দেখে নেওয়া যাক, রিয়েলমির এই দুটো নতুন স্মার্ট ওয়াচের দাম কত এবং কী কী ফিচার রয়েছে এই দুই ডিভাইসে।

রিয়েলমি ওয়াচ ২-

এই স্মার্ট ওয়াচে রয়েছে ১.৪ ইঞ্চির রঙিন টাচস্ক্রিন ডিসপ্লে। ১২ দিনের ব্যাটারি লাইফ রয়েছে এই স্মার্ট ওয়াচের। এছাড়াও এই স্মার্ট ওয়াচে রয়েছে ৯০টি স্পোর্টস মোড। রিয়েলমি ওয়াচ ২- তে রয়েছে একটি IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিসট্যান্ট কোটিং। এই স্মার্ট ওয়াচ ব্লাড অক্সিজেন এবং হার্ট রেট মনিটর করতে পারে। এছাড়াও রয়েছে ১০০টির বেশি ওয়াচ ফেস। রিয়েলমি ওয়াচ ২ ডিভাইসের দাম ৫৪.৯৯ ইউরো, ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮৮৯ টাকা। আগামী ১৬ জুন থেকে সেল শুরু হবে অ্যামাজন এবং realme.com- এর মাধ্যমে।

রিয়েলমি ওয়াচ ২ প্রো-

‘স্মার্টার’ রিয়েলমি ওয়াচ ২ প্রো ডিভাইসে রয়েছে ১.৭৫ ইঞ্চির রঙিন টাচস্ক্রিন ডিসপ্লে। রিয়েলমি ওয়াচ ২ – এর মতোই রিয়েলমি ওয়াচ ২ প্রো- তেও রয়েছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিসট্যান্ট কোটিং। এই স্মার্ট ওয়াচেও রয়েছে ৯০টি স্পোর্টস মোড এবং ১০০টিরও বেশি ওয়াচ ফেস। এছাড়াও রিয়েলমি ওয়াচ ২ প্রো- তে রয়েছে রিয়েলটাইম হার্ট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, স্মার্ট নোটিফিকেশন, ডুয়াল স্যাটেলাইট জিপিএস এবং একটি ম্যাগনেটিক চার্জিং কেস। এই স্মার্ট ওয়াচের দাম ৭৪.৯৯ ইউরো, ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮৮৯ টাকা। আগামী ১৬ জুন থেকে রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনে সেল শুরু হবে রিয়েলমি ওয়াচ ২ প্রো- এর।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের মাল্টি-ডিভাইস সাপোর্টেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রক্রিয়ায় সুরক্ষিত থাকবে ইউজারদের তথ্য

Next Article