Realme Pad: ভারতে আসছে রিয়েলমির প্রথম ট্যাব, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 07, 2021 | 7:18 AM

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে কেনা যাবে রিয়েলমি প্যাড।

Realme Pad: ভারতে আসছে রিয়েলমির প্রথম ট্যাব, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে
ভারতে আসছে রিয়েলমির প্রথম ট্যাব রিয়েলমি প্যাড।

Follow Us

রিয়েলমির প্রথম ট্যাব বা ট্যাবলেট রিয়েলমি প্যাড লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৯ সেপ্টেম্বর রিয়েলমি ৮এস ৫জি এবং রিয়েলমি ৮আই ফোনের সঙ্গেই দেশে লঞ্চ হবে এই ট্যাব। সেই একই দিনে আবার লঞ্চ হবে Realme Cobble এবং Realme Pocket- এই দুই পোর্টেবল ব্লুটুথ স্পিকার। ভারতে রিয়েলমি প্যাড লঞ্চের আগে এই ডিভাইসের ডিজাইন এবং খুঁটিনাটি ফিচার প্রকাশ্যে এসেছে। যদিও এইসব ফিচার এবং ডিজাইনই সম্ভাব্য বৈশিষ্ট্য হিসেবে প্রকাশ পেয়েছে। এবার একনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি প্যাডে কী কী ফিচার থাকতে পারে।

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইটে ইতিমধ্যেই ভারতে লঞ্চ হতে চলা রিয়েলমির প্রথম ট্যাবের জন্য একটি ডেডিকেটেড পেজ তৈরি হয়েছে। সেই পেজ লাইভও হয়ে গিয়েছে। এই পেজেই রিয়েলমি প্যাডের বিভিন্ন বৈশিষ্ট্য বিশেষ করে এই ট্যাবের ডিসপ্লে কেমন হতে চলেছে সে ব্যাপারে বিশদে বিবরণ দেওয়া হয়েছে। ট্যাবের সামনের অংশের পাশাপাশি রিয়েলমি প্যাডের পিছনের অংশ বা ব্যাক ডিজাইন সম্পর্কেও জানা গিয়েছে ফ্লিপকার্টের ওই পেজ থেকেই। জানা গিয়েছে, রিয়েলমি প্যাডে মোট দু’টি ক্যামেরা সেনসর থাকবে। একটি সামনের ডিসপ্লেতে। অন্যটি ফোনের পিছনের অংশে। এই ডিভাইস ৬.৯ মিলিমিটার পুরু হতে পারে।

ফ্লিপকার্টের টিজার পেজ অনুসারে রিয়েলমি প্যাডে থাকতে পারে ১০.৪ ইঞ্চির ফুলস্ক্রিন WUXGA+ ডিসপ্লে। ট্যাবের ফ্রন্ট ডিসপ্লেতে থাকবে একটি ক্যামেরা সেনসর। এছাড়া ট্যাবের পিছনের অংশে অর্থাৎ ব্যাক প্যানেলে থাকবে আরও একটি ক্যামেরা সেনসর। ট্যাবের পিছনের অন্সঘে উপরের দিকে কোণে এই ক্যামেরা সেনসর সেট করা থাকবে। রিয়েলমি প্যাডের সামনের ডিসপ্লের চারধারেই থাকবে bezels। এর আগে আগে শোনা গিয়েছিল যে এই ট্যাব লঞ্চ হবে ‘গ্রে ফিনিশ’- এ। তবে নতুন করে শোনা যাচ্ছে যে, গোল্ড ফিনিশে লঞ্চ হতে চলেছে রিয়েলমি প্যাড। ট্যাবের পিছনের অংশে একটি কোণে রিয়েলমির লোগো থাকবে।

আগামী ৯ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে লঞ্চ হবে রিয়েলমি প্যাড। টুইটারে এই ট্যাবের একটি টিজার ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে রিয়েলমির এই ট্যাবে একদম নীচের অংশে থাকবে স্পিকার গ্রিল এবং ইউএসবি পোর্ট। ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক থাকবে এই ট্যাবে। এই ডিভাইসে থাকবে রাউন্ডেড কর্নার। ট্যাবের সামনের এবং পিছনের অংশের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। এছাড়া রিয়েলমি প্যাডে থাকতে পারে একটি অ্যালুমিনিয়াম unibody construction এবং একটি টাইপ সি ইউএসবি পোর্ট।

আরও পড়ুন- ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে হ্যাকারদের সাহায্য করে হোয়াটসঅ্যাপের ‘ইমেজ ফিল্টার বাগ’

Next Article