Redmi Wearables: লঞ্চ হতে চলেছে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো এবং রেডমি ওয়াচ ২ লাইট, ঘোষণা সংস্থার

প্রাথমিক ভাবে চিনে লঞ্চ হলেও, খুব তাড়াতাড়ি এই দুই ওয়ারেবল ডিভাইস গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।

Redmi Wearables: লঞ্চ হতে চলেছে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো এবং রেডমি ওয়াচ ২ লাইট, ঘোষণা সংস্থার
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 9:22 AM

সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে এবার লঞ্চ হবে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো এবং রেডমি ওয়াচ ২ লাইট। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে রেডমি ওয়াচ ২ এবং রেডমি স্মার্ট ব্যান্ড। এবার সেই দুই ডিভাইসেরই আপডেটেড এবং আপগ্রেডেড প্রোডাক্ট হিসেবে লঞ্চ হতে চলেছে রেডমি সংস্থার নতুন দু’টি ওয়্যারেবল ডিভাইস। রেডমি স্মার্ট ব্যান্ড প্রো- তে আগের তুলনায় বড় ডিসপ্লের পাশাপাশি থাকতে পারে ১১০টিরও বেশি ওয়ার্ক আউট মোড। ১৪ দিনের ব্যাটারি লাইফ থাকার সম্ভাবনা রয়েছে এই ডিভাইসে।

অন্যদিকে, রেডমি ওয়াচ ২ লাইট ডিভাইসের দাম রেডমি ওয়াচ ২- এর থেকে সামান্য কম হতে পারে। এখানে ১.৫৫ ইঞ্চির কালার টাচ ডিসপ্লের। ১০০- র বেশি ফিটনেস মোড, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল অর্থাৎ SpO2 পরিমাপ করার ফিচার থাকতে পারে। ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই রেডমি ওয়াচ ২ লাইটে। এছাড়াও বিভিন্ন ট্র্যাকিং মনিটরের জন্য এই ওয়ারেবলে থাকবে মাল্টি সিস্টেম জিপিএস। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি স্মার্ট ব্যান্ড প্রো কিংবা রেডমি ওয়াচ ২ লাইট, কোনও ডিভাইসেরই দাম এখনও প্রকাশ্যে আনেননি রেডমি কর্তৃপক্ষ।

প্রাথমিক ভাবে চিনে লঞ্চ হলেও, খুব তাড়াতাড়ি এই দুই ওয়ারেবল ডিভাইস গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে, রেডমি স্মার্ট ব্যান্ড প্রো লঞ্চ হতে পারে কালো রঙে। আর রেডমি ওয়াচ ২ লাইট ডিভাইস লঞ্চ হতে পারে কালো, নীল এবং আইভরি রঙের ওয়াচ কেসের সঙ্গে। এক্ষেত্রে কালো, নীল, বাদামি বা খয়েরি, আইভরি বা হাতির দাঁতের সাদা রঙ, অলিভ বা জলপাই এবং গোলাপি রঙের স্ট্র্যাপ থাকার সম্ভাবনা রয়েছে। চিনে কবে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো এবং রেডমি ওয়াচ ২ লাইট লঞ্চ হবে তা জানা যায়নি। গ্লোবাল মার্কেটেই বা এই দুই ওয়ারেবল ডিভাইস কবে লঞ্চ হবে তাও জানা যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি ওয়াচ ২ এবং রেডমি স্মার্ট ব্যান্ড ছাড়াও কয়েকদিন আগেই চিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ সিরিজের তিনটি স্মার্টফোন রেডমি নোট ১১, রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস। এই তিনটি ফোনের মধ্যে রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস— এই দুই মডেল ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য জানা যায়নি। তবে শোনা গিয়েছে, নাম বদল করে ভারতে লঞ্চ হবে এই দুই ফোন। সেক্ষেত্রে রেডমি নোট ১১ প্রো ফোনের নতুন নাম হতে পারে শাওমি ১১আই। আর রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের নতুন নাম হতে পারে শাওমি ১১আই হাইপার চার্জার।

আরও পড়ুন- Nokia T20 Tablet: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার প্রথম অ্যানড্রয়েড ট্যাব, দাম কত?