Nokia T20 Tablet: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার প্রথম অ্যানড্রয়েড ট্যাব, দাম কত?

নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইট Nokia.com এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে ভারতে বিক্রি শুরু হবে নোকিয়া টি২০ ট্যাবের। এছাড়া ফ্লিপকার্টেও পাওয়া যাবে নোকিয়া এই অ্যানড্রয়েড ট্যাব।

Nokia T20 Tablet: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার প্রথম অ্যানড্রয়েড ট্যাব, দাম কত?
এই ডিভাইসে রয়েছে ১০.৪ ইঞ্চির ২কে ডিসপ্লে।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 7:04 AM

ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ট্যাব। নোকিয়া ব্র্যান্ড licensee HMD Global- এর প্রথম অ্যানড্রয়েড ট্যাব নোকিয়া টি২০ লঞ্চ হয়েছে দেশে। ২কে ডিসপ্লে রয়েছে এই ট্যাবে। এছাড়াও রয়েছে একটি ৮২০০mAh ব্যাটারি। একবার চার্জ দিলে এই ব্যাটারি ১৫ ঘণ্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং এক্সপিরিয়েন্স দেবে বলে দাবি করেছে নোকিয়া সংস্থা। অন্যদিকে জানা গিয়েছে, নোকিয়া টি২০ ট্যাবে রয়েছে স্টিরিয়ো স্পিকার এবং ডুয়াল মাইক্রোফোন। এর সঙ্গে HMD Global এই ট্যাবের উপর তিন বছর পর্যন্ত monthly security updates এবং দু’বছরের জন্য free operating system upgrades সুবিধা প্রদান করবে।

ভারতে নোকিয়া টি২০ ট্যাবের দাম

দেশে নোকিয়ার এই ট্যাবের দাম শুরু হচ্ছে ১৫,৪৯৯ টাকা থেকে। Wi-Fi only ভ্যারিয়েন্টের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেলের জন্য এই দাম ধার্য করা হয়েছে। এছাড়া ৪ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের নোকিয়া টি২০ ট্যাবের দাম ১৬,৪৯৯ টাকা। এছাড়াও নোকিয়া টি২০ ট্যাব ৪জি- র দাম ১৮,৪৯৯ টাকা।

নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইট Nokia.com এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে ভারতে বিক্রি শুরু হবে নোকিয়া টি২০ ট্যাবের। এছাড়া ফ্লিপকার্টেও পাওয়া যাবে নোকিয়া এই অ্যানড্রয়েড ট্যাব। এই ট্যাব কিনলে গ্রাহকরা মিউজিক অ্যাপ স্পটিফাই- এর পরিষেবা পাবেন। আগে থেকেই এই অ্যাপ ট্যাবে লোড করা থাকবে বলে জানা গিয়েছে।

নোকিয়া টি২০ ট্যাবের বিভিন্ন ফিচার

  • অ্যানড্রয়েড ১১- র সাহায্যে পরিচালিত হবে ট্যাব। এই ডিভাইসে রয়েছে ১০.৪ ইঞ্চির ২কে ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে একটি octa-core Unisoc T610 SoC।
  • এই প্রসেসরের সঙ্গে সর্বোচ্চ ৪ জিবি পর্যন্ত র‍্যাম রয়েছে। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এই ব্যাক ক্যামেরায় রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। কম আলোয় ছবি তুলতে সাহায্য করবে এই ফ্ল্যাশ লাইট।
  • নোকিয়া টি২০ ট্যাবে রয়েছে OZO প্লেব্যাক এবং স্টিরিয়ো স্পিকার। আর এই ট্যাবের দুটো মাইক্রোফোনেই রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচার।
  • নোকিয়ার এই অ্যানড্রয়েড ট্যাবে রয়েছে ৩২ এবং ৬৪ জিবি স্টোরেজ অপশন। এর পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে এই স্টোরেজের পরিমাণ।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ট্যাবে রয়েছে ৪জি এলটিই (অপশনাল), ওয়াই-ফাই ৮০২.১১ac, ব্লুটুথ ভি ৫.০, টাইপ- সি ইউএসবি এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।
  • এছাড়াও নোকিয়া টি২০ ট্যাবের ৮২০০mAh ব্যাটারিতে রয়েছে ১৫W ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন- Facebook Name Change: ফেসবুকের নাম বদল, কী পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে?

আরও পড়ুন- Redmi Buds 3 Lite: এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডসের দাম কত? কী কী ফিচারই বা রয়েছে?