Jio Airtel Vi 2GB Daily Data Plans: জিও, এয়ারটেল, ভোডাফোনের সেরা ২০ রিচার্জ প্ল্যান, যাতে রোজ ২জিবি করে ডেটার অফার মেলে

Best 2GB Data Plans: ২০টি ডেটা প্যাকের তালিকা দেখে নিন, জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার এই সব রিচার্জ প্ল্যানগুলিতে প্রতিদিন ২জিবি করে হাই-স্পিড ডেটা অফার করা হয়।

Jio Airtel Vi 2GB Daily Data Plans: জিও, এয়ারটেল, ভোডাফোনের সেরা ২০ রিচার্জ প্ল্যান, যাতে রোজ ২জিবি করে ডেটার অফার মেলে
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2022 | 5:45 AM

শেষ হয়েও যেন শেষ হচ্ছে না অতিমারি পর্ব। তাতে বহু বেসরকারি-সরকারি কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোমও শেষ হচ্ছে না। আর সেই ওয়ার্ক ফ্রম হোমের অভিজ্ঞতা মজবুত করতে প্রয়োজন একটা হাই-স্পিড ইন্টারনেট (High Speed Internet) কানেকশন। অনেকে আবার মোবাইল ইন্টারনেট (Mobile Internet) দিয়েও কাজ চালিয়ে নিচ্ছেন। তাই মোবাইল ইন্টারনেট দিয়ে যাঁরা কাজ চালাচ্ছেন, তাঁদের কতটা কাজ করতে হয়, তার উপরে নির্ভর করে কতটা ডেটা তাঁদের প্রয়োজন। আর সেই কাজে যদি ক্ষণে ক্ষণেই আপনাকে ভিডিয়ো কনফারেন্স করতে হয়, তাহলে তো একটু বেশিই দরকার হয়ে যায়। আজ আমরা ২০টি ডেটা প্যাকের তালিকা প্রকাশ করলাম, জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার এই সব রিচার্জ প্ল্যানগুলিতে প্রতিদিন ২জিবি (Jio Airtel Vi 2GB Daily Data Plans) করে হাই-স্পিড ডেটা অফার করা হয়।

১) রিলায়েন্স জিও ৭১৯ টাকার প্ল্যান –

এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন ২জিবি বা মোট ১৬৮জিবি করে ডেটা অফার করা হয়। প্ল্যানটি ভ্যালিডিটি ৮৪ দিন। প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পাওয়া যায় প্ল্যানটিতে।

২) রিলায়েন্স জিও ২৯৯ টাকার প্ল্যান –

জিও-র এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২জিবি করে মাসের শেষে মোট ৫৬জিবি ইন্টারনেট পেয়ে যান। প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। প্রতিদিন ১০০টি করে এসএমএস অফার করা হয়। সেই সঙ্গেই আবার রয়েছে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার।

৩) রিলায়েন্স জিও ৩,১১৯ টাকার প্ল্যান –

এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন বা এক বছর। আর এই সমগ্র ভ্যালিডিটি পিরিওড অবধি রোজ ২জিবি করে মোট ৭৩০জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও প্রতিদিন এই প্ল্যানে ১০০টি করে এসএমএস আনলিমিটেড ভয়েস কলিংও করতে পারবেন গ্রাহকরা।

৪) রিলায়েন্স জিও ২,৮৭৯ টাকার প্ল্যান –

এই রিচার্জ প্যাকটিও এক বছর বা ৩৬৫ দিনের জন্য বৈধ। প্রতিদিন এই প্ল্যানে ২জিবি করে ডেটার অফার মিলিয়ে বছর শেষে মোট ৭৩০জিবি ইন্টারনেট পাওয়া যায়। অন্যান্য প্ল্যানের মতোই রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফারও।

৫) রিলায়েন্স জিও ১,০৬৬ টাকার প্ল্যান –

এই জিও প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। প্ল্যানটিতে প্রতিদিন ২জিবি করে হাই-স্পিড ডেটা অফার করা হয় এবং মোট ১৬৮জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও থাকছে রোজ ১০০টি করে এসএমএস পাঠানোর সুযোগ এবং দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়েরও অফার।

৬) রিলায়েন্স জিও ৭৯৯ টাকার প্ল্যান –

এই প্ল্যানটি ৫৬ দিনের জন্য বৈধ। প্রতিদিন ২জিবি করে ইন্টারনেট অফার করা হয়। সব মিলিয়ে এই প্ল্যানে ১১২জিবি ডেটা পেয়ে যান ইউজাররা। রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়েরও অফার।

৭) রিলায়েন্স জিও ৫৩৩ টাকার প্ল্যান –

৫৬ দিনের জন্য বৈধ এই জিও প্ল্যানে রোজ ২জিবি করে ইন্টারনেট অফার করা হয়। সব মিলিয়ে প্ল্যানটিতে মোট ১১২জিবি ডেটা পেয়ে যান ইউজাররা। সেই সঙ্গেই আবার গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০টি করে এসএমএস-ও অফার করা হয়।

৮) রিলায়েন্স জিও ৪৯৯ টাকার প্ল্যান –

২৮ দিন ভ্যালিডিটির এই রিচার্জ প্যাকে একজন জিও ইউজারকে প্রতিদিন ২জিবি করে হাই-স্পিড ইন্টারনেট অফার করা হয়। মোট ৫৬জিবি ডেটা এই প্ল্যানে পেয়ে যান গ্রাহকরা। রয়েছে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি করে এসএমএস-এর অফারও।

৯) রিলায়েন্স জিও ২৯৯ টাকার প্ল্যান –

এই জিও প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। সমগ্র ভ্যালিডিটি পিরিওডে ২জিবি করে ডেটা মিলিয়ে মোট ৫৬জিবি ইন্টারনেট পাওয়া যায় প্ল্যানটিতে। এছাড়াও প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং আনলিমিটেড কলিংয়েরও অফার দেওয়া হয় এই প্রিপেড প্ল্যানে।

১০) রিলায়েন্স জিও ২৪৯ টাকার প্ল্যান –

জিও-র এই প্ল্যানটি ২৩ দিনের জন্য বৈধ। এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন ২জিবি করে ডেটা অফার করা হয়। আর এই ভাবেই সমগ্র ভ্যালিডিটি পিরিওড পর্যন্ত প্ল্যানটি রিচার্জ করলে একজন জিও ইউজার মোট ৪৬জিবি ডেটা পেয়ে যান। রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়েরও অফার।

১১) এয়ারটেল ২৯৯ টাকার প্ল্যান –

এয়ারটেলের এই প্ল্যানের বৈধতা ২৮ দিন, প্রতিদিন ২জিবি করে ডেটা অফার করা হয়। এই এয়ারটেল প্ল্যানে মোট ৫৬জিবি ডেটা পেয়ে যান গ্রাহকরা। রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং করার অফারও।

১২) এয়ারটেল ৮৩৯ টাকার প্ল্যান –

এই এয়ারটেল প্ল্যানটি ৮৪ দিনের জন্য বৈধ, প্রতিদিন ২জিবি করে ডেটা অফার করা হয়। সব মিলিয়ে এই প্ল্যানে একজন গ্রাহক মোট ১৬৮জিবি ডেটা পেয়ে যান। রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করার অফারও।

১৩) এয়ারটেল ৫৪৯ টাকার প্ল্যান –

এই রিচার্জ প্ল্যানে একজন এয়ারটেল উপভোক্তাকে ৫৬ দিন পর্যন্ত প্রতিদিন ২জিবি করে ডেটা অফার করে মোট ১১২জিবি ইন্টারনেট দেওয়া হয়। প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের মতো অফারও রয়েছে এই প্ল্যানে।

১৪) এয়ারটেল ৩৫৯ টাকার প্ল্যান –

২৮ দিন ভ্যালিডিটির এই এয়ারটেল প্ল্য়ানে ইউজারদের প্রতিদিন ২জিবি করে হাই-স্পিড ডেটা অফার করা হয়। সব মিলিয়ে এই প্রিপেড প্যাকে একজন এয়ারটেল উপভোক্তা মোট ৫৬জিবি ইন্টারনেট পেয়ে যান। পাশাপাশি প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে ভয়েস কলিংয়ের অফারও রয়েছে এই প্ল্যানে।

১৫) এয়ারটেল ২,৯৯৯ টাকার প্ল্যান –

এই এয়ারটেল প্ল্যানটি এক বছর বা ৩৬৫ দিনের জন্য বৈধ। আর এই এক বছর ধরে প্রতিদিন ২জিবি করে ইন্টারনেট অফার করা হয়। ফলে সব মিলিয়ে বছর শেষে এই প্ল্যানে এয়ারটেল ইউজাররা মোট ৭৩০জিবি ইন্টারনেট পেয়ে যান। এছাড়াও প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফারও রয়েছে।

১৬) এয়ারটেল ৩,৩৫৯ টাকার প্ল্যান –

এই প্ল্যানটিও একটি বাৎসরিক রিচার্জ প্ল্যান যার ভ্যালিডিটি ৩৬৫ দিন। প্রতিদিন ২জিবি করে ডেটার অফার মিলিয়ে বছরের শেষে ৭৩০জিবি ইন্টারনেট পাওয়া যায়। রয়েছে ১০০টি করে এসএমএস এবং ফ্রি ভয়েস কলিংয়ের অফারও।

১৭) এয়ারটেল ৮৩৮ টাকার প্ল্যান –

৫৬ দিন ভ্যালিডিটির এই প্ল্যানে একজন এয়ারটেল ইউজারকে প্রতিদিন ২জিবি করে ডেটা অফার করা হয়। এই প্ল্যানে সব মিলিয়ে ১১২জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন ইউজাররা। রয়েছে ১০০টি করে এসএমএস এবং প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিংয়েরও অফার।

১৮) ভোডাফোন আইডিয়া ৩৫৯ টাকার প্ল্যান –

এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন। রোজ ২জিবি করে ইন্টারনেট মিলিয়ে এই প্ল্যানে মোট ৫৬জিবি ডেটা পাওয়া যায়। প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়েরও অফার রয়েছে।

১৯) ভোডাফোন আইডিয়া ৫৩৯ টাকার প্ল্যান –

এই ভোডাফোন আইডিয়া প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২জিবি করে ইন্টারনেট অফার করা হয়। সব মিলিয়ে এই প্ল্যানে ভোডাফোন গ্রাহকরা ১১২জিবি ডেটা পেয়ে যান। দেশের যে কোনও প্রান্তে আনলিমিটেড ভয়েস কলিং-সহ প্রতিদিন ১০০টি করে এসএমএস-ও অফার করা হয় প্ল্যানটিতে।

২০) ভোডাফোন আইডিয়া ৮৩৯ টাকার প্ল্যান –

৮৪ দিন ভ্যালিডিটির এই ভোডাফোন প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২জিবি করে হাই-স্পিড ডেটা উপভোগ করতে পারেন। সব মিলিয়ে এই রিচার্জ প্যাকে মোট ১৬৮জিবি ইন্টারনেট পাওয়া যায়। রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর মতো দুর্দান্ত অফারও।