Spotify Wrapped 2021: সারা বছর কী শুনলেন, নতুন তালিকায় দেখাবে স্পটিফাই, চমকে দেওয়া ফিচার্স নিয়ে এল ‘র‌্যাপড ২০২১’

Spotify Latest News: 'র‌্যাপড ২০২১' শীর্ষক ইভেন্ট লঞ্চ করল স্পটিফাই। এই লেটেস্ট ইভেন্টের মাধ্যমে সারা বছর ধরে আপনার শোনা গান, পডকাস্ট সব কিছুই লিস্টিং করা হবে।

Spotify Wrapped 2021: সারা বছর কী শুনলেন, নতুন তালিকায় দেখাবে স্পটিফাই, চমকে দেওয়া ফিচার্স নিয়ে এল 'র‌্যাপড ২০২১'
স্পটিফাই র‌্যাপড ২০২১-এর ফিচার্স আপনাকে চমকে দেবে!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2021 | 12:47 PM

বহু প্রতিক্ষিত ‘র‌্যাপড ২০২১’ নিয়ে এল স্পটিফাই। ইউজাররা সারা বছর ধরে কী কী গান, পডকাস্ট শুনেছেন, সেই সব কিছুই দেখে নেওয়া যাবে এই স্পটিফাই র‌্যাপড ২০২১-এ (Spotify Wrapped 2021)। পাশাপাশি আবার বিশ্বের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন অঞ্চলেও কী গান বা কী পডকাস্ট শোনা হয়েছে, তা-ও দেখানো হবে। মিউজিক থেকে শুরু করে আর্টিস্ট – সবার মোস্ট প্লেড গান বা পডকাস্টও দেখে নেওয়া যাবে।

এই নিয়ে ভারতের ইউজারদের জন্য তৃতীয় বার এমন কোনও পরিষেবা নিয়ে হাজির হল স্পটিফাই। সমস্ত ইউজাররা নিজেদের স্পটিফাই মোবাইল অ্যাপ থেকেই দেখে নিতে পারবেন স্পটিফাই র‌্যাপড ২০২১। ১ ডিসেম্বর থেকে অ্যাপে যোগ করা হয়েছে বিশেষ এই তালিকা। প্রসঙ্গত, এই ডিসেম্বরে আপনি কী কী মিউজিক বা পডকাস্ট শুনেছেন, তা দেখা যাবে না।

চলতি বছরে গ্রাহকদের জন্য র‌্যাপড অভিজ্ঞতা আরও পার্সোনালাইজড করেছে স্পটিফাই এবং তার মধ্যেই দেওয়া হয়েছে ২০২১ থিম। জুড়ে দেওয়া হয়েছে নতুন নর্মালও। ইউজাররা নিজেদের র‌্যাপড কার্ড একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, স্ন্যাপচ্যাট, ট্যুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও শেয়ার করতে পারবেন।

ভারতে স্পটিফাই-এর মার্কেটিং হেড নেহা আহুজা এই বিষয়ে বলছেন, “বছরে নর্মাল যে ভাবে র‌্যাপ করা হয়েছে, র‌্যাপড ২০২১ তার থেকে সামান্য আলাদা করা হয়েছে। আর তার লকারণ হল, ২০২১ সালে নর্মাল সম্পূর্ণ ভাবে সংজ্ঞাহীন। এই বছরের লুক ও ফিলও আগের থেকে কিছুটা আলাদা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রঙের মিশেলে এই লিস্টের লুক আমরা আগের থেকে অনেকটাই আলাদা করতে সক্ষম হয়েছি।”

আর্টিস্টদের দিক থেকে ২০২০ সালের মতো এবারেও অরিজিৎ সিং রয়েছে মোস্ট-স্ট্রিমড আর্টিস্টের তালিকায়। ২০২১ সালের মোস্ট-স্ট্রিমড গান হিসেবে উঠে এসেছে আসিস কউর, জবিন নউতিয়াল এবং তানিস্ক বাগচির ‘রাতাঁ লাম্বিয়া’। পডকাস্টের দিক থেকে প্রথম দশের ৫০ শতাংশই স্পটিফাই-এর অরিজিনাল থেকে কনজ়িউম করেছেন ইউজাররা। পডকাস্টে ভারতীয় ক্রিয়েটরদেরই শো প্রথম দিকে রয়েছে। স্পটিফাই-এর তরফ থেকে আরও জানানো হয়েছে, অহমদাবাদ, লখনউ এবং জয়পুর প্রথম ১০ শহরের মধ্যে রয়েছে, যেখানে সব থেকে বেশি পডকাস্ট শোনা হয়েছে।

এদিকে গ্লোবালি মোস্ট-স্ট্রিমড গান হিসেবে উঠে এসেছে, ওলিভিয়া রডরিগো-র ‘ড্রাইভার্স লাইসেন্স’। মোস্ট স্ট্রিমড আর্টিস্ট হয়েছেন, ‘ব্যাড বান্নি’। তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছেন টেলর সুইফ্ট।

র‌্যাপড ২০২১-এর সমস্ত ফিচার্স সম্পর্কে জেনে নিন

ডেটা স্টোরিজ়: স্টোরিজ় স্টাইল ফরম্যাট আগের বারের মতো এবছরও থাকছে। নতুন ডেটা স্টোরিজ় দেখে নিতে পারবেন ইউজাররা। সেখানে টপ আর্টিস থেকে শুরু করে জঁর, পডকাস্ট, মিনিটস লিসেনড – এই সব কিছুই অডিও ক্লিপে ইউজারকে শোনাবে স্পটিফাই।

২০২১: দ্য মুভি: চলতি বছরে র‌্যাপড পেয়ার করতে চলেছে ইউজারের পছন্দসই সেরা কিছু গান। তার সঙ্গেই আবার থাকবে সেই সিনেমার কিছু ক্লাসিক সিনও।

অডিও অরা: র‌্যাপড স্টোরিজ়ে এবার থাকবে অডিও অরা নামক একটি ফিচার। স্পটিফাই-এর তরফ থেকে বলা হচ্ছে, একজন অরা এক্সপার্টের পরামর্শে ইউজারের অডিও দুটি মিউজিক মোডে ভিজ়ুয়ালাইজ় করা হয়েছে।

প্লেয়িং কার্ডস: এটিও একটি ইন্টারাক্টিভ ডেটা বেসড গেম, যা ইউজাররা খেলতে পারবেন। পরবর্তীতে তা বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে। স্পটিফাই-এর র‌্যাপড, ইউজারের শোনার অভিজ্ঞতা অনুসারে একাধিক স্টেটমেন্ট ডিসপ্লে করবে। তার মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল – তা ইউজারদেরই বেছে নিতে হবে।

ব্লেন্ড: স্পটিফাই-এর নতুন ব্লেন্ড ফিচার গ্রাহকদের ব্লেন্ডেড প্লেলিস্ট স্ট্রিম করতে দেবে এবং তার রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করার সুযোগ দেবে।

আর্টিস্ট, ক্রিয়েটরদের এক্সক্লুসিভ ভিডিয়ো: সেরা ভক্তদের জন্য এক্সক্লুসিভ অভিজ্ঞতাও দিতে চলেছে র‌্যাপড ২০২১। কোনও ভক্ত যদি তাঁর প্রিয় গ্রাহকের গান বারংবার শুনে থাকেন, তাহলে সেই আর্টিস্ট তাঁর ভক্তকে একটি ভিডিয়োর মাধ্যমে ধন্যবাদও জানাবেন।

পডকাস্টের জন্য স্পটিফাই ক্লিপ: পডকাস্টের জন্য স্পটিফাই ক্লিপও রোলআউট করছে কোম্পানি। ভক্তরা প্রিয় আর্টিস্ট বা পডকাস্ট হোস্টের মেসেজটি দেখে নিতে পারবেন এই ক্লিপ থেকেই।

আপনি কী ভাবে র‌্যাপড ২০২১ অ্যাকসেস করবেন?

* অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন থেকে স্পটিফাই মোবাইল অ্যাপটি খুলুন। * এবার হোম স্ক্রিন থেকে ইওর ২০২১ র‌্যাপড ব্যানারে আপনাকে ট্যাপ করতে হবে। এখান থেকেই র‌্যাপড প্লে লিস্ট অ্যাকসেস করতে পারবেন ইউজাররা। * কিন্তু তা যদি আপনি দেখতে না পান, তাহলে সার্চ বারে গিয়ে ‘র‌্যাপড’ টাইপ করুন। তার পরই আপনি ব্যানারটি দেখতে পাবেন।

আরও পড়ুন: Nokia 3310: এই ফোন এবার আপনি ছুরি দিয়ে কেটে খেয়েও নিতে পারবেন!

আরও পড়ুন: Ambrane Dots Tune: ভারতে নতুন TWS ইয়ারবাডস নিয়ে এল অ্যামব্রেন, দাম মাত্র ২১৯৯ টাকা, এক বার চার্জে ২৯ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ

আরও পড়ুন: Samsung Galaxy A23: ৪জি এবং ৫জি, দুই ভ্যারিয়েন্টেই লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই ফোন

‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন