Symphony-র এই Air Cooler পেয়ে যাবেন সিলিং ফ্যানের থেকেও কম দামে, বিদ্যুৎ ছাড়াই কনকনে ঠান্ডা হাওয়া

এই মুহূর্তে Symphony-র Air Cooler কিনতে গেলে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন। যে মডেলে আপনি ছাড় পাবেন, সেটি হল Duet Mini Powerful Personal Table Cooling Fan। কত টাকা ছাড় পাবেন, কোন কুলারেই বা অফারটি পাবেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন।

Symphony-র এই Air Cooler পেয়ে যাবেন সিলিং ফ্যানের থেকেও কম দামে, বিদ্যুৎ ছাড়াই কনকনে ঠান্ডা হাওয়া
ব্যাপক ছাড়ে Symphony-র Air Cooler।
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 8:29 PM

Symphony Air Cooler: এই গরমে কেউ AC কেনেন, কেউ আবার দুধের স্বাদ ঘোলে মেটাতে Air Cooler-এর শরণাপন্ন হন। যাঁরা কুলার ক্রয় করেন, তাঁরা নিশ্চয়ই জানেন যে Symphony-র এয়াল কুলার এক্কেবারে চোখ বন্ধ করে ভরসা করা যায়। তবে Symphony-র কুলার কেনার আগে আপনাকে কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি আপনি খেয়াল রাখেন, তাহলে এই Air Cooler ইনস্টল করার পরে আপনাকে আর ভাবতে হবে না। তার থেকেও বড় কথা হল, আপনি এই মুহূর্তে Symphony-র Air Cooler কিনতে গেলে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন। কত টাকা ছাড় পাবেন, কোন কুলারেই বা অফারটি পাবেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন।

কোথায় পাবেন এই ছাড়? এয়ার কুলারে ছাড় পেতে আপনাকে যেতে হবে Symphony-র অফিসিয়াল ওয়েবসাইটে। যে মডেলে আপনি ছাড় পাবেন, সেটি হল Duet Mini Powerful Personal Table Cooling Fan। ছাড়ে অঙ্ক এতটাই বড় যে তার থেকে একটা সিলিং ফ্যানের দামও কম। এই কুলারের বিশেষত্ব হল, এটি খুব সহজেই একটি টেবিলে ফিট করতে পারেন। এর বেশি আর কিসসু করতে হবে না আপনাকে।

এমনিতে এই কুলারের দাম 3,999 টাকা। তবে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। Symphony Duet Mini Powerful Personal Table Cooling Fan আপনি পেয়ে যাবেন 33% ছাড়ে। ফলে, এই কুলার আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন 2,699 টাকায়। কুলারটির ওজন মাত্র 700 গ্রাম। আপনি চাইলে যে কোনও জায়গায় বহনও করে নিয়ে যেতে পারেন। আর একটি সুবিধার দিক হল, এটি USB সাপোর্টেড হওয়ার ফলে ইলেকট্রিসিটি ছাড়াই আপনার ঘর ঠান্ডা করতে পারে।

Symphony-র এই এয়ার কুলারে এক বছরের ওয়ারান্টি দেওয়া হচ্ছে। দ্রুত ডেলিভারির অপশনও মিলছে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, নিঃশব্দে এই এয়ার কুলার আপনার ঘর ঠান্ডা করতে পারে। শুধু কুলার নয়, আপনি এটিকে টেবিল ফ্যান হিসেবেও কাজে লাগাতে পারেন। এর ভিতরে আপনি ঠান্ডা জল দিয়েও চালাতে পারেন। তার জন্য প্যাডগুলি ঠান্ডা হতে সময় নিতে পারে মাত্র 3-5 মিনিট।