Mini AC: গরমে কাঁপুনি ধরাবে 328 টাকার এই ছোট্ট AC, চার্জ দিলেই চলবে, বিদ্যুৎ বিলের আলাদা খরচ নেই
Trendy Retail Mini AC: এই মিনি এসি বা পোর্টেবল এয়ার কন্ডিশনারটি তৈরি করেছে Trendy Retail রিটেল নামের একটি সংস্থা। এর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল, এতে একটি কুলিং ফ্যান রয়েছে। তিনটি ভিন্ন স্পিডে আপনি মিনি এসিটি চালাতে পারবেন।
AC কেনার জন্য ছটফট করছেন আপনি? ভাবছেন, দামটা একটু কমে গেলেই কিনে ফেলবেন একটা জব্বর এয়ার কন্ডিশনার। তাহলে আপনার জেনে রাখা উচিত যে, বাজেট কম থাকলে আপনি হয়তো এসি কিনতে পারবেন না ঠিকই। তবে, এসির মতো ঘরটাকে ঠান্ডা করে রাখতে পারবেন। আর তার জন্য আপনার দরকার হবে ছোট্ট একটা কুলার বা Mini AC। অনেকে আবার এগুলিকে Portable AC-ও বলে থাকেন। সেরকমই একটা চমৎকার মিনি এয়ার কন্ডিশনারের সন্ধান দিতে পারি আমরা, যা খুব কম খরচে আপনার ঘরটাকে এই তপ্ত গরমে ঠান্ডা রাখবে।
Trendy Retail Portable AC: কত দাম, কোথায় কিনবেন?
এই মিনি এসি বা পোর্টেবল এয়ার কন্ডিশনারটি তৈরি করেছে Trendy Retail রিটেল নামের একটি সংস্থা। এর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল, এতে একটি কুলিং ফ্যান রয়েছে। তিনটি ভিন্ন স্পিডে আপনি মিনি এসিটি চালাতে পারবেন। এমনিতে এই ডিভাইসটির দাম 20,592 টাকা। কিন্তু Amazon আপনাকে স্পেশ্যাল অফার দিচ্ছে, যাতে 67% ছাড়ের পর এই মিনি এসি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র 6,864 টাকা।
তা-ও যদি আপনি মনে করেন, এত টাকা একবারে খরচ করতে পারবেন না, তাহলেও দুর্দান্ত সুযোগ রয়েছে ডিভাইসটি অল্প দামে ঘরে নিয়ে আসার। এই পোর্টেবল এসির উপরে স্ট্যান্ডার্ড ও নো কস্ট দুই ধরনের EMI অপশনই রয়েছে। নো কস্ট ইএমআই অপশনে মাত্র 309 টাকায় এই Mini AC আপনি কিনতে পারবেন। আবার স্ট্যান্ডার্ড EMI অপশনে এই পোর্টেবল এয়ার কন্ডিশনারটিই কিনতে আপনার খরচ হবে মাত্র 328 টাকা।
Trendy Retail Mini AC: ফিচার ও স্পেসিফিকেশন
এই পোর্টেবল এসি আপনি ব্যবহার করতে পারেন বাড়িতে বা অফিসে। ডেস্কে রেখে এর শীতল হাওয়া উপভোগ করতে পারবেন আপনি। এর দাম যেমন খুবই কম, তেমনই আবার এটি শক্তি সঞ্চয় করে। চার্জ দিয়েই চালাতে পারবেন আপনি। অর্থাৎ ট্রেন্ডি রিটেলের এই মিনি এসি ক্রয় করলে আপনাকে বিদ্যুৎ বিলের কথা ভাবতে হবে না।
সাদা এবং সবুজ এই দুই রঙে আপনি মিনি এসিটি ক্রয় করতে পারবেন। এর ভিতরে রয়েছে একটি কুলিং ফ্যান। আপনি যখনই এই কুলারের সুইচ অন করবেন, সঙ্গে সঙ্গে তা আপনাকে ঠান্ডা বাতাস দিতে শুরু করবে। লো, হাই এবং মিডিয়াম এই তিনটি স্পিডে আপনি কুলারটি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার ঘরের পরিস্থিতি অনুযায়ী কুলারের স্পিড আপনি ঠিক করে নিতে পারেন।