ViewSonic Projector: একসঙ্গে 6 প্রোজেক্টর লঞ্চ করল ViewSonic, দাম শুরু মাত্র 80 হাজার থেকে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Anwesa Biswas

Updated on: Mar 16, 2023 | 11:01 AM

ViewSonic LS series: ViewSonic ভারতে তাদের লুমিনাস সুপিরিয়র (LS) সিরিজ়ের প্রজেক্টরগুলি লঞ্চ করেছে। এই সিরিজ়ে মোট ছয়টি নতুন প্রজেক্টর রাখা হয়েছে।

ViewSonic Projector: একসঙ্গে 6 প্রোজেক্টর লঞ্চ করল ViewSonic, দাম শুরু মাত্র 80 হাজার থেকে

ViewSonic Projector Price: বিগত কয়েক বছরে মানুষের মধ্য়ে সিনেমা দেখার প্রবণতা বিশেষভাবে বেড়েছে। আর এমন অনেকেই আছেন, যারা সময় করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারেন না। তাই তারা বাড়িতেই প্রজেক্টর লাগিয়ে নেন। এতে একদম খরচ ছাড়াই যখন ইচ্ছে তখনই সিনেমা দেখে নিতে পারেন। আর এই জনপ্রিয়তাকে মাথায় রেখেই ইলেকট্রনিক কোম্পানিগুলি বাজারে অনেক হাই রেজোলিউশনের প্রজেক্টর নিয়ে এসেছে। ইতিমধ্য়েই ViewSonic ভারতে তাদের লুমিনাস সুপিরিয়র (LS) সিরিজ়ের প্রজেক্টরগুলি লঞ্চ করেছে। এই সিরিজ়ে মোট ছয়টি নতুন প্রজেক্টর রাখা হয়েছে। LS510WE, LS510WP, LS610WHE, LS610HDH, LS610WHP এবং LS610HDHP প্রজেক্টরগুলি এক একটি হাই রেজোলিউশনের প্রজেক্টর। এই প্রজেক্টরগুলি বিশেষভাবে স্কুল এবং অফিসের জন্য ডিজাইন করা হয়েছে, যদিও আপনি এগুলি বাড়িতেও ব্যবহার করতে পারেন। এই বলে দাবি করা হয়। এই প্রজেক্টরগুলির উজ্জ্বলতা হল 3000-4800 ANSI লুমেন। অর্থাৎ আপনি এই প্রজেক্টরের মাধ্য়মে নিজের ঘরকে সিমেমা হল করে তুলতে পারবেন। সব থেকে বড় ব্য়পার হল এই 6-টি প্রজেক্টরই এক টানা 30,000 ঘন্টা প্লেব্যাক দেয়। তবে দেখে নিন এই নতুন প্রজেক্টরগুলির ফিচার ও স্পেসিফিকেশন।

ViewSonic-এর প্রজেক্টরগুলির ফিচার ও স্পেসিফিকেশন:

কোম্পানির দাবি, ViewSonic-এর এই প্রজেক্টরগুলি উচ্চ মানের ভিজ্যুয়াল দেয়। LS510WE, LS510WP, LS610WHE, LS610HDH, LS610WHP, এবং LS610HDHP-এর উজ্জ্বলতা রেটিং যথাক্রমে 3800, 4000, 4500, 4500, 4800, এবং 4800 ANSIens।

এই খবরটিও পড়ুন

এতে HDR/HLGও সাপোর্ট করে। এই প্রজেক্টরগুলির সঙ্গে, ViewSonic-এর সুপারকুল ফিচারটিও পাওয়া যাবে। এছাড়াও এই প্রজেক্টরগুলির সঙ্গে 360 ডিগ্রি প্রজেকশনের সুবিধাও রয়েছে। কানেকশনের জন্য, এই প্রজেক্টরগুলিতে 5V/2A USB আউটপুট, HDMI, পাওয়ার সোর্স ইত্যাদির রয়েছে। এই ViewSonic প্রজেক্টর জল প্রতিরোধের জন্য একটি IP5X রেটিং পেয়েছে।

প্রজেক্টরগুলি দু’টি মোডে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আপনি যদি চান,অফিস মিটিং এর জন্যও ব্যবহার করতে পারেন বা বাড়িতে সিনেমা এবং ক্রিকেট ম্যাচ দেখার জন্যও কিনতে পারেন। এই প্রজেক্টরগুলিতে ফুল এইচডি রেজুলেশন 1920/1080 পিক্সেল সাপোর্ট রয়েছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি নেটফ্লিক্স, হটস্টার অ্যাপের সাহায্যে প্রজেক্টরে একটি মুভি দেখতে চান, তাহলে আপনি চমৎকার অভিজ্ঞতা পাবেন।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla