1.5 টনের এই Voltas AC এখন মাত্র 27,740 টাকায়, দুরন্ত অফারে 3 স্টার এসি, 15% বিদ্যুৎ সাশ্রয়
Voltas AC Flipkart Offer: যে এসিতে আপনাকে এই মোটা অঙ্কের ছাড় দেওয়া হচ্ছে, তার নাম Voltas 1.5 Ton 3 Star Split Inverter AC। এমনিতে এই এয়ার কন্ডিশনারের দাম 62,990 টাকা। Flipkart আপনাকে প্রাথমিক ভাবে এই এসির উপরে দিচ্ছে 46% ছাড়। তার ফলে এয়ার কন্ডিশনারের দাম হয়ে যাচ্ছে 33,490 টাকা।

AC এখন আর বিলাসিতা নয়। সাধারণ মানুষের জীবনযাত্রায় তা প্রয়োজনীয় হয়ে উঠেছে। গরমটা যে পরিমাণে পড়েছে, আর প্রতিদিন যে হারে তা বেড়ে চলেছে, বাড়িতে একটা Air Conditioner না থাকলে যেন সত্যিই চলছে না। কিন্তু সবার পক্ষে তো আর এসি কেনা সম্ভব নয়। অনেককেই একটা এয়ার কন্ডিশনার কিনতে গিয়ে অফারের অপেক্ষায় হাপিত্যেশ নয়নে বসে থাকতে হয়। সেই তাঁদের জন্যই রয়েছে একটি সুখবর। Voltas-এর একটি দুর্দান্ত এসিতে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। Flipkart আপনার জন্য সেই AC নিয়ে হাজির হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মটি বিভিন্ন অফারের ডালি সাজানোর পরে সেই এয়ার কন্ডিশনারের দাম এতটাই কম হয়েছে যে, MRP-র থেকেও হাফ দামে সেই এয়ার কন্ডিশনার আপনি বাড়ি নিয়ে আসতে পারেন।
AC-তে ব্যাপক ছাড়
যে এসিতে আপনাকে এই মোটা অঙ্কের ছাড় দেওয়া হচ্ছে, তার নাম Voltas 1.5 Ton 3 Star Split Inverter AC। এমনিতে এই এয়ার কন্ডিশনারের দাম 62,990 টাকা। Flipkart আপনাকে প্রাথমিক ভাবে এই এসির উপরে দিচ্ছে 46% ছাড়। তার ফলে এয়ার কন্ডিশনারের দাম হয়ে যাচ্ছে 33,490 টাকা। তবে অফারের এখানেই শেষ নয়। একাধিক ব্যাঙ্কের অফারও থাকছে এয়ার কন্ডিশনারটির সঙ্গে। আপনার কাছে যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে এবং সেই কার্ডের মাধ্যমে আপনি যদি এসিটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন আরও অতিরিক্ত 1,250 টাকা ছাড়।
এরপরে থাকছে সবথেকে আকর্ষণীয় ছাড়। আর সেটি হল এক্সচেঞ্জ অফার। আপনার পুরাতন এয়ার কন্ডিশনারটি বদলে আরও বিপুল অঙ্কের ছাড়ে পেয়ে যেতে পারেন এই Voltas AC। ফ্লিপকার্টের কাছে সেই এসি আপনি দিয়ে দিলে তার পরিবর্তে 4,500 টাকা পর্যন্ত ছাড় পাবেন। তাহলে এখন একবার হিসেব কষেই বলুন, কত দাঁড়াল সেই এসির দাম? ফ্লিপকার্টে আপনি মাত্র 27,740 টাকাতেই পেয়ে যাচ্ছেন Voltas-এর 1.5 টনের 3 স্টার স্প্লিট ইনভার্টার AC।
কী ফিচার্স রয়েছে?
Voltas-এর এই স্প্লিট ইনভার্টার এসিতে দুরন্ত কিছু স্পেসিফিকেশন রয়েছে। এর মেশিনের সঙ্গে যেমন 1 বছরের ওয়ারান্টি দেওয়া হচ্ছে, তেমনই আবার কম্প্রেসরের সঙ্গেও আপনি পেয়ে যাবেন 10 বছরের ওয়ারান্টি। আপনি আজ অর্ডার করলে কালই তা পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। 3 স্টার থাকার ফলে এই এসি 15% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। কপার কনডেন্সারের কারণে আপনার ঘর কতটা ঠান্ডা হবে, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাছাড়াও এই এসি মেরামত করাও খুব সহজ এবং ঝক্কিহীন।
