AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Washing Machine Buying Guide: প্রথমবার ওয়াশিং মেশিন কিনছেন? এই 5 বিষয় জেনে রাখলে ঠকবেন না আপনি

Washing Machine Buying Tips: অনেকেই জানেন না যে, কেনার আগে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে। দোকানে RPM, অটো এবং ম্যানুয়াল অনেক ধরনের ওয়াশিং মেশিন পাওয়া যায়। আগে এগুলি সম্পর্কে ভাল করে জেনে নিন।

Washing Machine Buying Guide: প্রথমবার ওয়াশিং মেশিন কিনছেন? এই 5 বিষয় জেনে রাখলে ঠকবেন না আপনি
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 5:36 PM
Share

Washing Machine Tips: অনেকেই একটি ভাল ওয়াশিং মেশিন কিনতে চান। বেশিরভাগ মানুষ প্ল্যান করার পরেও কিনে উঠতে পারেন না, দামের কথা ভেবে। আবার অনেকেই জানেন না যে, কেনার আগে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে। দোকানে RPM, অটো এবং ম্যানুয়াল অনেক ধরনের ওয়াশিং মেশিন পাওয়া যায়। আগে এগুলি সম্পর্কে ভাল করে জেনে নিন। যাতে কেনার পরে কোনও বিপদে না পড়তে হয়। অনেক সময় এমন হয়, আপনি কেনার পরে কীভাবে ব্যবহার করবেন, তা বুঝতে পারেন না। তাই আগে থেকে সব জেনে রাখা জরুরি। ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিং এবং টপ লোডিং অনেক ধরনের হয়। ফ্রন্ট লোডিং-এ সামনে থেকে কাপড় তাতে দেওয়া যায়, যা দেখে বুঝতে পারবেন কীভাবে কাপড় ধোয়া হচ্ছে। যেখানে, টপ লোডিংয়ে, কাপড় উপরে থেকে রাখা হয়। সামনের লোডিং মেশিনের তুলনায় টপ লোডিং ওয়াশিং মেশিনগুলি অনেক সস্তা হয়।

সেমি অটোমেটিক ও ফুল অটোমেটিকের পার্থক্য জানুন:

একটি ওয়াশিং মেশিন কেনার আগে দেখে নিন সেমি অটোমেটিক কিনবেন নাকি ফুল অটোমেটিক। অর্থাৎ সেমি অটোমেটিকে আপনাকে আপনি শুধু কাপড় কাচতে পারবেন। কিন্তু শুকাতে পারবেন না। আর ফুল অটোমেটিকে আপনি কাপড় ধুয়ে সেটিকে শুকাতেও পারবেন। আপনি যে ধরনের সুবিধা চান, সেই ধরনেরই কিনে নিন।

RPM কী?

একটি ওয়াশিং মেশিনে কাপড় শুকানোর জন্য স্পিন সাইকেল হিসেবে RPM (রিভোলিউশন পার মিনিট) থাকে। আরপিএম যত বেশি হবে, তত দ্রুত আপনার কাপড় শুকিয়ে যাবে। তবে এটা নির্ভর করবে পোশাকের ধরনের ওপর। নরম কাপড়ের জন্য 300-500 rpm জিন্সের জন্য এটি প্রায় 1,000 rpm থাকা উচিত।

তাপমাত্রা কন্ট্রোল ফিচার রয়েছে কি না জেনে নিন:

ওয়াশিং মেশিনে একটি হিটার থাকলে আপনার কাজকে আরও সহজ করে দেয়। এটি জলের তাপমাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে। শীতকালে এই ফিচারটি অনেক উপকারী। এছাড়াও, গরম জল কাপড় তাড়াতাড়ি পরিষ্কার করে। তাই কেনার আগে মেশিনে এই ফিচারটি আছে কি না জেনে নিন।