WhatsApp New Sticker: স্বাধীনতা দিবসে জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপে প্রিয়জনদের পছন্দের স্টিকার পাঠাবেন

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Aug 15, 2021 | 1:13 PM

ভারত আজ তার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত। কোভিডের এই কঠিন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এই দিনটি পালন করার চেষ্টায় আছেন অনেকেই। তাঁদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন পরিকল্পনা। স্টিকার আর জিফ।

WhatsApp New Sticker: স্বাধীনতা দিবসে জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপে প্রিয়জনদের পছন্দের স্টিকার পাঠাবেন

Follow Us

ভারত আজ তার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত। কোভিডের এই কঠিন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এই দিনটি পালন করার চেষ্টায় আছেন অনেকেই। তাঁদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন পরিকল্পনা। স্টিকার আর জিফ। যদিও হোয়াটসঅ্যাপের নিজস্ব কোনো ইমোজি স্টোর নেই, তবে এই অ্যাপ আপনাকে থার্ড পার্টি স্টিকার ব্যবহার করতে অনুমতি দেয়। দেখে নিন কীভাবে স্বাধীনতা দিবস রিলেটেড স্টিকারগুলি পাবেন…

প্রথম ধাপ: 

আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর খুলুন। এবার সার্চ বারে ‘Independence Day WhatsApp Sticker’ টাইপ করুন। এখানে আপনি সার্চ রেজাল্টে মনের মত লিস্ট পেয়ে যাবেন। আপনি যদি আইফোন ব্যবহার করেন, তাহলে আপনি Sticker.ly ব্যবহার করতে পারেন।

দ্বিতীয় ধাপ: 

এখন আপনি যে স্টিকার প্যাক নিতে চান, সেটা বেছে নিন। Skyperal Infotech inc-এর স্বাধীনতা দিবসের স্টিকার কিংবা রামদেব ডেভেলপারের  স্বাধীনতা দিবসের স্টিকার ব্যবহার করে দেখতে পারেন। Install বাটনে ক্লিক করুন।

তৃতীয় ধাপ: 

একবার স্টিকার অ্যাপটি ইনস্টল হয়ে গেলে, এটি খুলুন এবং ‘Open Sticker Packs’ অপশন বেছে নিন।

চতুর্থ ধাপ: 

এখন, আপনি স্বাধীনতা দিবসের স্টিকার প্যাকগুলির একটি তালিকা দেখতে পাবেন। আপনি যেগুলি ব্যবহার করতে চান সেগুলি বেছে নিন। প্রতিটা প্যাকের পাশের ‘প্লাস’ চিহ্ন ট্যাপ করলেই হবে।

পঞ্চম ধাপ: 

অ্যাপটি হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বিকল্প দেখাবে যেখানে এই স্টিকার প্যাক যোগ করা যাবে। মেসেজিং অ্যাপে এই স্টিকার প্যাক যোগ করতে হোয়াটসঅ্যাপে ট্যাপ করুন।

ষষ্ঠ ধাপ: 

‘Add’ অপশনে ট্যাপ করুন। এখন আপনি এই সমস্ত স্টিকার প্যাকগুলি হোয়াটসঅ্যাপের ভিতরে স্টিকার সেকশনে পাবেন।

কীভাবে স্বাধীনতা দিবসের জিফ শেয়ার করবেন:

প্রথম ধাপ: 

হোয়াটসঅ্যাপে একটি চ্যাট খুলুন যেখানে আপনি জিফ শেয়ার করতে চান।

দ্বিতীয় ধাপ: 

চ্যাট বারের ডানদিকে স্টিকার আইকনে ট্যাপ করুন।

তৃতীয় ধাপ: 

এখন GIF অপশনে ট্যাপ করুন।

চতুর্থ ধাপ: 

এবার GIF বোতামের বাম দিকে রাখা ম্যাগনিফাইং লেন্স অংশে ট্যাপ করুন।

পঞ্চম ধাপ: 

সার্চ বারে ‘Independence Day’ বা ‘15th August’ টাইপ করুন।

ষষ্ঠ ধাপ: 

আপনি যে জিফ শেয়ার করতে চান তাতে ট্যাপ করুন এবং তারপর সেন্ড আইকন টিপুন।

 

আরও পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষে স্ন্যপচ্যাটের এই নতুন ফিচারগুলি ইউজারদের উৎসাহিত করবে

Next Article