নরম তুলতুলে Xiaomi Book Air 13 ল্যাপটপ লঞ্চ হয়ে গেল, দাম ও ফিচার দেখে নিন

Xiaomi Book Air 13-এর i5 ভ্যারিয়েন্টের দাম CNY 5999 (ভারতীয় মুদ্রায় প্রায় 68,336 টাকা)। অন্য দিকে এই ল্যাপটপের i7 ভ্যারিয়েন্টের দাম CNY 6999 (79,753 টাকা প্রায়)।

নরম তুলতুলে Xiaomi Book Air 13 ল্যাপটপ লঞ্চ হয়ে গেল, দাম ও ফিচার দেখে নিন
নরম তুলতুলে ল্যাপটপ নিয়ে এল শাওমি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2022 | 6:26 PM

Xiaomi Book Air 13 শাওমির লেটেস্ট ল্যাপটপ লঞ্চ হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে। Redmi Note 12 সিরিজের সঙ্গেই নতুন ল্যাপটপের পর্দা উন্মোচিত হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, খুবই পাতলা 360 ডিগ্রি ল্যাপটপ, যাতে পজ়িশন মোড রয়েছে এবং উচ্চা কার্যক্ষমতা এবং দীর্ঘ ব্যাটারি লাইফের ইন্টেল ইভিও সার্টিফায়েড ল্যাপটপ এটি।

Xiaomi Book Air 13: দাম ও উপলব্ধতা

আপাতত শাওমির এই লাইটওয়েট ডিজ়াইনের ল্যাপটপটি নিয়ে আসা হয়েছে চিনের মার্কেটের জন্যই। Xiaomi Book Air 13-এর i5 ভ্যারিয়েন্টের দাম CNY 5999 (ভারতীয় মুদ্রায় প্রায় 68,336 টাকা)। অন্য দিকে এই ল্যাপটপের i7 ভ্যারিয়েন্টের দাম CNY 6999 (79,753 টাকা প্রায়)। চিনের মার্কেটে এসে গেলেও এই ল্যাপটপটি ভারতে লঞ্চ করা হবে কি না, বা করা হলেও তা কবে নাগাদ, সে বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

Xiaomi Book Air 13: ফিচার ও স্পেসিফিকেশন

Xiaomi Book Air 13 ল্যাপটপে একটি 13.3 ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 2880x1800px। ডিসপ্লেটি 60Hz রিফ্রেশ রেট এবং 16:10 অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করবে। এছাড়াও এই ল্যাপটপের স্ক্রিনে ডলবি ভিসন সহ গরিলা গ্লাস 3 সুরক্ষা দেওয়া হয়েছে। অডিওর দিক থেকে Xiaomi Book Air 13-এ ডলবি অ্যাটমস সিটেরিও স্পিকার রয়েছে। ল্যাপটপটিতে একটি 360 ডিগ্রি হিঞ্জ সহ টু ইন ওয়ান ডিজ়াইন দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে Xiaomi Book Air 13-এ 12th প্রজন্মের Intel Core i7 প্রসেসর দেওয়া হয়েছে এবং গ্রাফিক্সের দিক থেকে এটি Intel Iris Xe GPU-এর সঙ্গে যুক্ত। 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 512GB SSD স্টোরেজ দেওয়া হয়েছে। ল্যাপটপটি 65W ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট সহ একটি 58.3WHr ব্যাটারি সেলের ব্যাকআপ পেয়েছে। সফটওয়্যারের দিক থেকে এই ল্যাপটপটি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। Xiaomi Book Air 13-এর কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে WiFi-6E, ব্লুটুথ 5.2, দুটি থান্ডারবোল্ট 4 পোর্ট এবং একটি অডিও জ্যাক।

এদিকে আবার বহু প্রতীক্ষিত Redmi Note 12 5G ফোনটি চিনেও লঞ্চ হয়েছে। সংস্থার লেটেস্ট Note 12 সিরিজ়ের সঙ্গেই নতুন ফোনটি নিয়ে আসা হয়েছে। এই লাইন আপে রয়েছে মোট তিনটি ফোন: নোট 12 প্রো, নোট 12 প্রো+ এবং নোট 12 এক্সপ্লোরার সংস্করণ। এদের মধ্যে ভ্যানিলা Note 12 5G সিরিজের একটি এন্ট্রি লেভেল ফোন হিসেবে লঞ্চ করা হয়েছে এবং এটি 5G কানেক্টিভিটি অফার করে।

Redmi Note 12 5G ফোনে রয়েছে একটি 6.6-ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে। এই ল্যাপটপে রয়েছে একটি পাঞ্চ-হোল AMOLED প্যানেল, যা FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। অন্য দিকে আবার ল্যাপটপটির স্ক্রিন 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।