AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Xiaomi Standing Fan 2: কম দামে স্মার্ট স্ট্যান্ড ফ্যান নিয়ে এল শাওমি, আপনার মুখের কথায় গতি বাড়বে-কমবে!

Price And Specifications: গরমের প্রচণ্ড দাবদাহে যাঁরা প্রাকৃতিক মৃদুমন্দ বাতাসের খোঁজে রয়েছেন, তাঁদের জন্যই একটি দুর্দান্ত অপশন হতে চলেছে এই স্ট্যান্ড ফ্যান। এর সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ভয়েস কন্ট্রোল সাপোর্ট।

Xiaomi Standing Fan 2: কম দামে স্মার্ট স্ট্যান্ড ফ্যান নিয়ে এল শাওমি, আপনার মুখের কথায় গতি বাড়বে-কমবে!
শাওমির সেই নতুন স্ট্যান্ড ফ্যান।
| Edited By: | Updated on: Jul 12, 2022 | 5:21 PM
Share

Xiaomi ভারতে একটি নতুন IoT অফারিং লঞ্চ করল। সেই ডিভাইসটি আদতে একটি স্ট্যান্ড ফ্যান, যার নাম Xiaomi Standing Fan 2। গরমের প্রচণ্ড দাবদাহে যাঁরা প্রাকৃতিক মৃদুমন্দ বাতাসের খোঁজে রয়েছেন, তাঁদের জন্যই একটি দুর্দান্ত অপশন হতে চলেছে এই স্ট্যান্ড ফ্যান। 7+5 উইং শেপড ব্লেড রয়েছে এতে, 100 লেভেল পর্যন্ত স্পিডের পাশাপাশি কুলিংয়ের সমস্ত বন্দোবস্ত একটা ঘরের জন্য করতে সক্ষম এই পাখাটি। তবে এর সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ভয়েস কন্ট্রোল সাপোর্ট। অর্থাৎ আপনার কথায় ফ্যানটি চালাতে, স্পিড বাড়াতে বা কমাতে এবং বন্ধও করতে পারবেন।

Xiaomi Standing Fan 2 দাম ও উপলব্ধতা

ভারতে শাওমির এই স্ট্যান্ডিং ফ্যানটি লঞ্চ করা হয়েছে 6,999 টাকা দামে। 18 জুলাই পর্যন্ত যাঁরা এমআই ডট কম থেকে এই পাখাটি ক্রয় করবেন, তাঁরা 1,000 টাকা ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ মাত্র 5,999 টাকা খরচ করলেই ভয়েস কন্ট্রোল সাপোর্টের এই শাওমি স্ট্যান্ডিং ফ্যানটি আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন।

Xiaomi Standing Fan 2 স্পেসিফিকেনস, ফিচার্স

কেবল মাত্র সাদা রঙেই এই স্ট্যান্ড ফ্যানটি আপনি ক্রয় করতে পারবেন, যার ওজন মাত্র 3Kg। খুব সহজেই এটি বাড়িতে অ্যাসেম্বলও করা সম্ভব। শাওমি দাবি করছে, মাত্র ছয়টা স্টেপেই এই স্ট্যান্ড ফ্যানটি অ্যাসেম্বল করা যাবে। তার থেকেও বড় কথা হল, পাখাটির উচ্চতা এতটাই সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে যে, মেঝেতে বা টেবিলের উপরে দুই জায়গাতে রেখেই অপারেট করা সম্ভব।

ডুয়াল ব্লেড সেটআপ ব্যবহার করছে এই পাখাটি, যা আসলে 7+5 উইং-শেপড ব্লেডের কম্বিনেশন। আরও শক্তিশালী কুলিংয়ের জন্য বায়ুপ্রবাহ বাড়াতে এই পাখার প্রতিটি ব্লেডই একসঙ্গে ঘুরবে। ইউজাররা 100 লেভেল পর্যন্ত স্পিড কন্ট্রোল করতে পারেন শাওমি-র Mi Home App ব্যবহার করে। পাশাপাশি ফ্যানের স্পিড পরিবর্তন করার জন্য অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস প্রম্পটেরও সাহায্য নেওয়া যেতে পারে।

এই স্ট্যান্ড ফ্যানে ‘সাইলেন্ট’ BLDC কপার-ওয়্যার মোটর রয়েছে। শাওমি স্মার্ট স্ট্যান্ডিং ফ্যান 2 তার অ্যাক্সিসে সর্বাধিক রেঞ্জ 14 মিটার পর্যন্ত এবং এটি 140 ডিগ্রি হরাইজ়ন্টাল এবং 39 ডিগ্রি ভার্টিকাল রোটেশন সাপোর্ট করে।