দেখুন এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার।
শাওমি Civi স্মার্টফোনের সঙ্গে চিনে লঞ্চ হয়েছে শাওমি ওয়াচ কালার ২। ১১৭টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১২ দিন পর্যন্ত চার্জ থাকবে বলে দাবি করেছে শাওমি সংস্থা। গোলাকার ডায়াল রয়েছে শাওমি ওয়াচ কালার ২- এই স্মার্টওয়াচে। সেই সঙ্গে একাধিক সিলিকন স্ট্র্যাপ থাকবে এই স্মার্টওয়াচে। এছাড়াও ২০০- র বেশি কাস্টোমাইজেবল ওয়াচ ফেস রয়েছে শাওমির এই নতুন ওয়ারেবল ডিভাইসে। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন হেলথ মনিটরিং ফিচার। যেমন- ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল (SpO2) মনিটর, হার্ট রেট মনিটর, স্ট্রেস মনিটর, স্লিপ ট্র্যাকার ও আরও অনেক ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। জানা গিয়েছে, শাওমি ওয়াচ কালার ২ ডিভাইসে রয়েছে ১.৪৩ ইঞ্চির কালার AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে।
শাওমি ওয়াচ কালার ২- এর দাম এবং উপলব্ধতা
চিনে শাওমি ওয়াচ কালার ২, এই ওয়ারেবল ডিভাইসের দাম CNY ৯৯৯। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৪০০ টাকা। বর্তমানে এই স্মার্টওয়াচ প্রি-অর্ডার করা সম্ভব হচ্ছে শোমির ওয়েবসাইট থেকে। ৩০ সেপ্টেম্বর থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে। যাঁরা প্রি-অর্দার করেছেন, তাঁরা CNY ১০০, ভারতীয় মুদ্রায় প্রায় ১১০০ টাকা ছাড় পাবেন। কালো, নীল, সবুজ, লাল, সাদা এবং হলুদ- এই ছয়টি রঙের স্ট্র্যাপ থাকছে শাওমির নতুন স্মার্টওয়াচের সঙ্গে। সেই সঙ্গে স্মার্টওয়াচের ডায়ালের ক্ষেত্রেও রয়েছে তিনটি আলাদা রঙ।
শাওমি ওয়াচ কালার ২- এর বিভিন্ন ফিচার
- ১.৪৩ ইঞ্চির কালার AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে শাওমি ওয়াচ কালার ২- তে। ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০Hz।
- শাওমির এই নতুন স্মার্টওয়াচে রয়েছে ৪৭০mAh ব্যাটারি। একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১২ দিন পর্যন্ত চার্জ থাকবে বলে দাবি করেছে শাওমি সংস্থা। স্মার্টওয়াচের সঙ্গেই রয়েছে একটি ম্যাগনেটিক চার্জার।
- ইউজারের লোকেশন ট্র্যাক করার জন্য এই স্মার্টওয়াচে রয়েছে ইনবিল্ট জিপিএস।
- শাওমির নতুন স্মার্টওয়াচ ওয়াচ কালার ২ একটি 5ATM ডিভাইস। অর্থাৎ এই স্মার্টওয়াচ ওয়াটার রেসিসট্যান্ট।
- ১১৭টি স্পোর্টস মোডের সঙ্গে ১৯টি প্রফেশনাল স্পোর্টস মোডও রয়েছে এই স্মার্টওয়াচে।
- শাওমির এই স্মার্টওয়াচে Xiaomi Wear app- এর পাশাপাশি অন্যান্য থার্ড পার্টি অ্যাপেরও সাপোর্ট রয়েছে।
- এর পাশাপাশি রয়েছে ২০০- র বেশি কাসোমাইজেবল ওয়াচ ফেসের অপশন।
- বিভিন্ন হেলথ মনিটরিং ফিচার রয়েছে শাওমি ওয়াচ কালার ২ ডিভাইসে। জানা গিয়েছে এই স্মার্টওয়াচে রয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল (SpO2) মনিটর, হার্ট রেট মনিটর, স্ট্রেস মনিটর, স্লিপ ট্র্যাকার, ব্রিডিং গাইড, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকিং এবং আরও অনেক কিছু।
- এছাড়াও রয়েছে বিভিন্ন নেভিগেশন, ক্যালকুলেটর, আবহাওয়া, রিমাইন্ডার বা অ্যালার্টের ফিচার।
আরও পড়ুন- Amazon Great Indian Festival Sale 2021: স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসেও থাকছে আকর্ষণীয় ছাড়