স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি: ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, জেনে নিন দাম-ফিচার
এই ফোনের কোয়াড রেয়ার ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা ছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসসর। এছাড়াও রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি ফোন। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 750G SoC প্রসেসর। এছাড়াও কোয়াড ক্যামেরা সেটআপে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের এই ৫জি ফোনে রউএছে বিশেষ Knox security এবং ওয়াটার-ড্রপ স্টাইলের নচ (সামনের ডিসপ্লে অংশে)। অ্যামাজন এবং স্যামসাং অনলাইন স্টোর থেকে কেনা যাবে এই ফোন। এছাড়াও এই ফোনে রয়েছে Samsung Pay ফিচার। স্যামসাং গ্যালাক্সি এম৪২ ফোনে রয়েছে AMOLED ডিসপ্লে এবং এর ব্যাটারি ৫০০০ mAh।
ভারতে এই ফোনের দাম
স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। পয়লা মে থেকে এই ফোনের উপর ছাড় দেওয়া শুরু করবে অ্যামাজন এবং স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট। সেই সময় ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ১৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ২১,৯৯৯ টাকা। কিছু নির্দিষ্ট রিটেল দোকানেও কিনতে পাওয়া যাবে এই ফোন। Prism Dot Black এবং Prism Dot Gray, এই দু’টি রঙে ভারতে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম৪২ ফোন।
এই ফোনের বিভিন্ন ফিচার
১। অ্যানড্রয়েড ১১ ভার্সানের এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস সুপার AMOLED Infinity-U ডিসপ্লে। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। তবে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে।
২। এই ফোনের কোয়াড রেয়ার ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা ছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসসর। এছাড়াও রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
আরও পড়ুন- প্রথমবারের জন্য রিয়েলমি ৮ ৫জি ফোনে ছাড় শুরু হচ্ছে ভারতে, দেখে নিন এই ফোনের দাম এবং বিভিন্ন ফিচার
৩। ৫০০০ mAh ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি ফোনে রয়েছে 15Wফাস্ট চার্জিং সাপোর্ট। স্যামসাংয়ের দাবি এই ফোনে একবার চার্জ দিলেই ৩৬ ঘণ্টা কথা বলা সম্ভব। এছাড়া ২২ ঘন্টা ইন্টারনেট ঘাঁটাঘাটি এবং ৩৪ ঘণ্টা ভিডিয়ো দেখাও সম্ভব।